নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/asrafulalam

ব্যোমকেশ বাবু

ব্যোমকেশ বাবু › বিস্তারিত পোস্টঃ

জঙ্গিবাদের নতুন রূপ

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০২


উগ্রবাদী বা মৌলবাদী মানেই যে ইসলামী জঙ্গি হবে এমন ভাবার কোন কারণ নেই । যেকোন ব্যাপারে যারা কট্টর পন্থা অবলম্বন করে তাদের উগ্রবাদী বলা যেতেই পারে ।খবরের কাগজে সুন্দরবন রক্ষা কমিটির মিছিলের ছবিটি দেখে মনে হলো এরা প্রায় সবাই কট্টর পন্থা অবলম্বন করছে । আচার আচরণ বা ভাব ভঙ্গী কোন কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না । এখন ভাবার বিষয় এমন আন্দোলনকে ক্রিয়েটিভ চোখে না দেখে আমি কট্টর বলছি কেন ? আসুন জানি কেন এই ধরণের আচরণকে আমি জঙ্গিবাদের সাথে তুলনা করছি ।

জাতিগত ভাবে আমরা সব সময় অনুকরণ করতে পছন্দ করি । নাটক সিনেমা থেকে শুরু করে জঙ্গিবাদের ধরণ প্রায় সবই হুবহু কপি করা । নিজেদের মন থেকে আমরা প্রায় কিছুই করতে পারি না । এর অবশ্য কারণ আছে । প্রায় ২০০ বছর ব্রিটিশদের শাসনে থাকার পর কয়েক যুগের স্বাধীনতা এখনো আমাদের তেমন একটা পরিপক্ক করতে পারিনি । সুতারং ছবিতে সুন্দরবনের প্রতিকৃতি স্বরূপ যে আচরণ তা নিতান্তই আফ্রিকার জঙ্গলের অনুকরণীয় । সুন্দরবনে এই জাতীয় পোশাক পড়া আদিবাসী আছে কিনা আমার জানা নেই ।আপনি যদি ইসলামিক উগ্র আচরণবাদের জন্য স্বরূপ বিশ্লেষণ করতে পারেন তবে এই জাতীয় উগ্রবাদেরও স্বরূপ আপনার জানা প্রয়োজন । কারণ মানসিক ভাবে এরা প্রায় সবাই উগ্রবাদে জড়িয়ে পড়ছে ।

খবর আরো দেখলাম প্রায় ১৩ টি দেশে একসাথে সুন্দরবন বাঁচাও কর্মসূচি পালন করবে । আপনি যদি বিদেশী অর্থায়নে বা উস্কানিতে ইসলামী জঙ্গিবাদের কথা বলতে পারেন তবে এই ধরণের উগ্রবাদকে কেন বিদেশী ফ্রাঞ্চাইসি বলছেন না ? ধরলাম আপনি শিল্পের পূজারী । আপনি ইন্ডিয়ান সিরিয়াল দেশের টিভিতে দেখতে দিতে চান না অথচ আফ্রিকার জংলীদের অনুকরণীয় মিছিলে তাল মেলাবেন এটা ঠিক কোনো ভাবেই বোধগম্য হচ্ছে না ।

জনগণের সংস্লিষ্টতা ছাড়া কোন আন্দোলন সফল হয় না । আর জনগণের সংশ্লিষ্টতা রাস্তায় অদ্ভুত পোশাক পরে নৃত্য দিয়ে আদায় করা কঠিন । জনমত যাচাই করুন ।পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করুন । সুশীল সমাজ সুশীল ভাবে সমাধানের পথে এগিয়ে যান ।গণভোটের দাবী জানাতে পারেন । এর জন্য নগ্ন হবার প্রয়োজনীয়তা নিয়ে আমি প্রশ্ন করতেই পারি । আপনারা সবাই শিক্ষিত এবং খুব সম্ভবত দেশের বাইরে যাওয়া আশা করেন প্রায়ই । বলতে পারবেন লন্ডন বা নিউইয়র্কের এই ধরণের উন্নয়ন কাজে কবে কখন জনগণ আপত্তি তুলেছিল ? একটি উধাহরনও দেখতে পারবেন না । নিউইয়র্কের আনাচে কানাচে ছোট খাটো কারখানা থেকে শুরু করে নানান ধরণের বিদ্যুৎ কেন্দ্র ছড়িয়ে ছিটিয়ে আছে । এখানকার মানুষেরা তো কখনো সিটির এই ধরণের কাজের জন্য আন্দোলন করছে না ।তাহলে কি এরা বোকা নাকি এই সব দেশে জনগণের মত প্রকাশের অধিকার নেই ? ব্যাপারটা হচ্ছে এরা সবাই নিজের ভালো বুজতে পারে । কারণ এরা কাওকে অনুকরণ করে না । নিজের জন্য কিসে ভালো সহজে এরা বুজতে পারে । যেখানে পাগলেও নিজের ভালো বুজে আমরা বাঙালি এখনো নিজের ভালো বুজতে শিখিনি ।

আপনি শেষ কবে সুন্দরবন গিয়েছেন ? আসুন একটা কাজ করি । সবাই মিলে সুন্দরবন যাই । ঐখানে ঠিক যে জায়গাতে বিদ্যুৎ কেন্দ্র হবে সেখানে তাবু টাঙিয়ে আন্দোলন করা শুরু করি । সরকারি এই জায়গার দখল আপনি জনগণ হিসেবে নিতেই পারেন । পারবেন এই কাজটি করতে ? খুব সম্ভবত না । এই ঠান্ডায় সুন্দরবন যাবেন ? ভাবতেই শীত শীত করছে । তাই না ? অথচ বাইরের দেশে আন্দোলন এই রকমই হয় । তীব্র শীতে ওয়েস্ট মিন্স্টারের সামনে তাবু টাঙিয়ে আন্দোলনকারীরা অপেক্ষা করতে থাকে সকালে কখন ব্রিটিশ প্রধানমন্ত্রী অফিস ঢুকবে আর এক পলক ব্যানারে লেখা আন্দোলনের ভাষা পড়ে নিবে ?প্রধানমন্ত্রীর কাছে খবর পোঁছানোর জন্য এরা মিডিয়ার হাত পা ধরে না । নিজের মুখের আওয়াজ এরা নিজেরা চিৎকার করে জানাতে পারে । ঘটনার জায়গায় না গিয়ে ঢাকা শহরে রাস্তায় জ্যাম বাঁধিয়ে কি উদ্ধার করছেন আমার জানা নেই । যেখানে আপনি আপনার বাসায় সংসার রক্ষায় ব্যর্থ সেখানে কিভাবে আপনি সুন্দরবন রক্ষা করার চিন্তা করেন ?

আর সরকার কেন এতো নমনীয় আমার জানা নেই । হয়তো সরকার আপনাদের এখনো সুশীল সমাজের প্রতিনিধি ভাবছেন । তবে সরকারের উচিত এখনই এই ধরণের আচরণকে উগ্রবাদী আচরণ হিসেবে আখ্যা দেয়া । এখুনি যদি আপনাদের না আটকায় তবে শিগ্রই আপনাদের শরীরের নিচের অংশের কাপড়ও হয়তো আশা করা যাবে না মিছিলে । মহাত্মা গান্ধী বা নেলসন ম্যান্ডেলা এরা কেওই কিন্তু রাস্তায় উদোম নৃত্য দিয়ে অধিকার আদায় করেন নি । আইডিওলজি যদি ঠিক থাকে তবে জনগণের এনগ্যাজেমেন্ট হবেই । আপনাদের আইডিওলজি কি এবং কেন আমি আপনাদের সাথে থাকবো একবারও কিন্তু বলনে নি । আপনি সুন্দরবন বাঁচাতে চাইলেই যে আমি আপনার সাথে থাকবো এটা কি ভাবে ভাবলেন আপনি ? আমাকে যুক্তি দিয়ে বোঝান ।

খুব সম্ভবত সরকারও বুজতে পারছে না আপনারা আসলে কি চান ? আপনাদের প্রতিনিধি কারা আর কি কারণে আপনারা মনে করছেন সুন্দরবন মারা যাচ্ছে ? ভ্রান্ত আইডিওলজি কিন্তু উগ্রবাদিতার শামিল । আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন । দাড়িঅলা ইসলামিক কোন সংগঠন রাস্তায় আন্দোলনে নামলে সরকার লাঠিপেটা করছে । আপনাদের কেন লাঠি পেটা করা হবে না ?? সঙ্গত দৃষ্টিতে দুটুই উগ্রবাদের সংজ্ঞার সাথে মিলে যায় । সরকার অবস্যই এই ব্যাপারটা নিয়ে ভাববেন ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৮

প্রবাসী পাঠক বলেছেন: উগ্রবাদ উগ্রবাদ নিয়ে বয়ান দিতে গিয়ে নিজেই তো উগ্রবাদী আচরণ করলেন! একটি সরকার কেন তার জনগণকে লাঠি পেটা করবে? দেশের কোন আইনে আছে জনগণকে লাঠি পেটা করা যাবে?

সাধারণ স্মারক লিপি জমা দেয়ার জন্য জড়িত হলে সেখানে পেটোয়া লাঠিয়াল বাহিনী পুলিশ তাঁদের উপর লাঠি পেটা, মরিচের স্প্রে ব্যবহার করে। সেখানে আন্দোলন করার জন্য সুন্দরবনে অবস্থান নিলে তো নিশ্চিত বোমা হামলা করবে সরকার!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: রামপাল নিয়ে বামপালের এতো নাটকের কি দরকার ! ওখানে 'ভারতীয় বিদ্যুৎ চাষ হবে না, চীনাবাদামের চাষ হবে' এটা বলে দিলেই তো পারে ! আমরা চাই যেটা হোক একটা চাষ হোক অন্ততঃ !

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৫২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনারাই তো মাদক মুক্ত সমাজ গঠনের জন্য ফ্যাশন শো'র আয়োজন করেন...

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪

বাঘ মামা বলেছেন: আমরা ৭১ থেকে একটা বিষয় শিখেছি ,প্রতিবাদ,লড়াই। কিছু পেলেই আমরা বিপক্ষে যাই, লড়াই করি।এখন যদি সরকার বলে আমরা আরেকটা সুন্দরবন বানানোর জন্য জায়গায় খুজছি, তখনো প্রতিবাদ করবে। সবাই খবরের শিরোনামে আসতে চায়,আর পত্রিকার পাতায়।
যেই দেশে বন কর্মকর্তা গাছ কেটে বিক্রি করে টাকার বালিশ নিয়ে ঘুমায়, সারা দেশে গাছ কেটে উজার করে ফেলছে সেটার খবর নেই দেশ উন্নয়নে একটা প্রজেক্টের বিরধিতা করতে সবাই জঙ্গলী সেঁজে রাস্তায় নেমে পড়েছে।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়তো সরকার আপনাদের এখনো সুশীল সমাজের প্রতিনিধি ভাবছেন ।

এ এক আরেক বুজুর্গ জাহির করলেন।

আচ্ছা সুশীল হতে হলে কি যোগ্যতা লাগে?
রাষ্ট্রে তার কতটুকু অবদান থাকতে হয়?
জনগণের নিকট তার কতটুকু গ্রহন যোগ্যতা লাগে?

সুশীলের মাপ কাঠি নির্ধারিত হলে এরা সু-শীলের কাতারে ত’ পড়বেই না বরং এরা সু-চীল থেকেও একধাপ নিচে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.