নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/asrafulalam

ব্যোমকেশ বাবু

ব্যোমকেশ বাবু › বিস্তারিত পোস্টঃ

ন্যায়পালের পে-পাল ও সুতোর প্যাচ

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৮


গত এক বছর যাবৎ প্রতি সপ্তাহে পে-পাল দিয়ে নিউ ইয়র্ক থেকে দেশে টাকা পাঠাই আমি । আমার কোনো পে-পাল একাউন্ট নেই । আমার স্ত্রীরও কোন পে-পাল একাউন্ট নেই । আমরা খুব ভালো ভাবেই টাকার আদান প্রদান করি । আমি আমার ডেবিট কার্ড দিয়ে মোবাইল থেকে মুহূর্তের মধ্যে এই কাজটি সেরে আসছি গত একটা বছর। ঠিক কি কারণে এখন ঘটা করে এই সার্ভিসটির এতো আয়োজন আমার বোধগম্য নয় । অনেক কিছুই হয়তো আমার বোধগম্য হচ্ছে না বেশ কিছুদিন ধরে । ঠিক কিভাবে দেশে নীল তিমির গেমটা খেলে সবাই বা ঠিক কিভাবে উবার এর মতো সার্ভিসে চলে দেশের রাস্তায় ? অনেক কিছুই ।

আমার বোধের উপর বোধ করি দেশ চলেনা । বোধের কথা না হয় বাদই দিলাম । যেখানে সুবোধ থাকে দৌড়ের উপর । আমার বোধ তো নস্যি । দেশ চালানোর জন্য অনেক মন্ত্রণলায় আছে । আছে বেশ জ্ঞানী গুণী বোধ সম্পন্ন মানুষজন । জ্ঞানী মানুষের সমস্যা হলো উনারা চোখ বন্ধ করে ভাবেন । আর তাতেই উনাদের মনে হয় কেওই কিছু দেখছেন না । নিজের বন্ধ করা চোখের অন্ধ বিশ্বাসে দেশে ঢুকে পরে উবার , নীল তিমি অথবা জুম এর নামে পে-পাল । আর সাধারণ মানুষ জন অজ্ঞান অবস্থায় উঠে পড়েন উবারে বা খেলে ফেলেন নীল তিমির মতো ডার্ক ওয়েব এর গেম গুলো ।

পে-পাল নিয়ে সরকারের আই সি টি মন্ত্রনণালয়ের উচ্ছাসের শেষ নেই । এই পে-পালের মাদ্ধমেই নাকি আমাদের উঠতি প্রজন্মের স্মার্ট জেনেরেশনরা বাইরে থেকে রেমিটেন্স এনে দিবে দেশকে । যে জেনেরেশন রিয়েল আই পি ছাড়া ডার্ক ওয়েভ এর নীল তিমি গেম খেলে ছাদ থেকে লাফিয়ে মরে তারা এনে দিবে দেশে রেমিটেন্স ? তাহলে আমি কি করছি নিউ ইয়র্কে ? গত এক বছর এতোগুলু টাকা জুম পে-পালের মাধ্যমে কোথায় পাঠালাম ? খুব সম্ভবত আগামী সপ্তাহ থেকে আমি হুন্ডি দিয়ে কিভাবে দেশে টাকা পাঠাতে হয় তা নিয়ে আগ্রহী হতে পারি । কারণ নিউ ইয়র্ক থেকে আমার কিঞ্চিৎ অপমান বোধ হতেই পারে । বোধ করি এতে কারো আপত্তি থাকার কথা না ।

আই সি টি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় আমার অসম্ভব প্রিয় একজন মানুষ । বেশ সাদা মনের । উনি মন্ত্রী হয়ে এখনো থাকেন এম পি হোস্টেলে । চড়েন ট্যাক্সি-রিক্সায় । এই অসম্ভব ভালো মানুষটি আমার কাছে একজন ন্যায় পালের মতো ব্যাক্তিত্ব । আদর্শের কাছে জিতে যাওয়া এই মন্ত্রী মহোদয় স্বাভাবিক ভাবেই উবার বা নীল তিমি অথবা পে-পালের মতো ভার্চুয়াল জগতের মার্ প্যাচ নিয়ে বেশ যন্ত্রনায় থাকতে পারেন । কিন্তু উনাকে যারা ডিটেইলিং দেন উনারা বেশ জটিল ধরণের মানুষ জন । আছেন দেশ সেরা আই টি বিশেষজ্ঞ ।আছেন নামকরা বিজ্ঞানীরা । তাহলে প্রশ্ন হলো কিভাবে এবং কেন আমি যে জুম পে-পাল গত এক বছর যাবৎ ব্যবহার করছি তা এতদিন পর দেশে উদ্ভোধন হচ্ছে ?অথবা ঠিক কোন লিংক এ দেশে নীল তিমি জাতীয় গেম খেলা হচ্ছে ? অথবা উবারের ভাড়া বাবদ কেটে রাখা টাকার ট্যাক্স সরকার ঠিক কিভাবে পাচ্ছে ?

আমার দুই মেয়ে । একজন এর বয়স ৭ আর একজনের ২ বছর । বড় মেয়ের ডিটেইলিং এর অবস্থা খুবই বাজে । ও একসাথে অনেক্ষন ধরে বসে কিছু করতে পারে না । অস্থির হয়ে উঠে । যেটাকে আমরা ধৈর্যের অভাব বলি । ওর জন্য একটা খেলা বানানো হলো । ছোট জনকে দিয়ে একটা সুতোতে প্যাচ লাগিয়ে দেয়া হবে আর বড় জন ওই প্যাচ খুলবে আমার সামনে । আমি আই পি ক্যামেরা দিয়ে দেখবো কতটা ডিটেইলিং এর মাধ্যমে আমার বড় মেয়ে সুতোর প্যাচ খুলতে পারে । সুতোর প্যাচ খোলার এই ধৈর্য পরীক্ষা আমরা অনেকেই পারবো না । কারণ আমরা পত্রিকার শিরোনাম পড়ে বাকি খবরটা চোখ বন্ধ করে নিজেরা বানিয়ে ফেলি । যেহেতু বেশীর ভাগ আমরা জ্ঞানী ধরণের মানুষ । আমরা চোখ বন্ধ করলেই আমাদের দুনিয়া শুরু হয়ে যায় । সুতোর প্যাচ খোলাটা জরুরি কিছু না । বিষয় হলো কত তাড়াতাড়ি আমরা নিজেদের গল্প বানাতে পারি । হোক উবার , হোক নীল তিমি অথবা পে-পাল ।

আমরা যারা দেশের বাইরে থাকি তারা দেশ নিয়ে সব সময় গর্ব করার চেষ্টা করি । দেশের কিছু গর্ব করার মতো থাকলে তা আসে পাশের সবাইকে বলি । কিন্তু দেশ যখন বাতিল জিনিস নিয়ে এতো মাতামাটি করে তখন এই রকম লেখা ইংরেজিতে লিখতে ভয় হয় । এখানে আমার আসে পাশের মানুষ গুলু যদি বুজতে পারে অবশ্যই এরা আমার দেশ নিয়ে হাসবে ।

সুতোর প্যাচ খোলাটা বেশ জরুরি । আর এর মধ্যেই অভিজ্ঞতা আর চঞ্চল তারুণ্যের পার্থক্য । ন্যায়পাল হতে সুতোর প্যাচ খুলতে হয় না । কিন্তু দেশের জন্য কিছু করতে সুতোর জট অবশ্যই খোলা জরুরি ।

পরিশেষে সকল ক্ষার এই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার না । এই সূত্র মতে জুম পে- পালের একটা অংশ হলেও কিন্তু পে -পাল না । এখন এই সুতোর প্যাচ খোলার দায়িত্ব আপনাদের ।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বোধের কথা না হয় বাদই দিলাম । যেখানে সুবোধ থাকে দৌড়ের উপর । আমার বোধ তো নস্যি :)

লাইনে লাইনে মুগ্ধতা ;)

সকল ক্ষার এই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার না । এই সূত্র মতে জুম পে- পালের একটা অংশ হলেও কিন্তু পে -পাল না
হা হা হা

কর্পোরেট বিজ্ঞাপনী নীতি আর গোয়েবলসীয় ধারায় -আমরা যেমন মধ্যম আয় থেকে উন্নত দেশের পথে
৭০ টাকা কজি চালের বাস্তবতায় শ্বাস উঠা মানুষের গুম হবার ভয়ে তাতেই সম্মত হবার মন্ত্রে উহাই সত্য বটে!!! X(( :-/ :((

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩

বারিধারা বলেছেন: পলকের উচিত আইসিটি ছেড়ে সেলফি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া। আর তারানার উচিত গ্ল্যামার মন্ত্রণালয় খুলে তার মন্ত্রী হওয়া। দেশের আইসিটি খাতকে ডুবাতে এরকম দুই একটা বেকুব মিনিস্টারই যথেষ্ট।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

তপোবণ বলেছেন: একটা দেশ যখন হিউজ অনিয়মের মধ্যদিয়ে যায়, তখন তার কোন শাখাই আর সূত্র মতে কাজ করেনা। সকল অনিয়মই নিয়ম মাফিক করা হচ্ছে এবং তা শতভাগ নিষ্ঠার সাথে। আপনার লেখার প্রতিটা লাইন একটা জাতিকে চিন্হিত করছে। আমি আশ্চর্য হই তার পরও আমাদের দেশ চলছে। চুরি, পুকুর চুরি, দুর্নীতি, দখল,বাটপারি, গুম হত্যা ধর্ষণ, কালো বাজারি, সন্ত্রাস, ব্যাংকলুট, ভোট লুট, আসন লুট, পুলিশের গুন্ডামী, কিসে আমরা পিছিয়ে? একটা দেশকে প্রতিদিন কুঁড়ে কুঁড়ে খেয়ে শেষ করার উম্মাদনায় এরা মত্ত! এটা এখন প্রতিদিনের সত্য। আমরা চলতে পারতাম অনেক স্পীডে, কিন্তু চলছি খুড়িয়ে খুড়িয়ে, ভয়ে!

৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

খাঁজা বাবা বলেছেন: আমার বোধের উপর বোধ করি দেশ চলেনা । বোধের কথা না হয় বাদই দিলাম । যেখানে সুবোধ থাকে দৌড়ের উপর । আমার বোধ তো নস্যি । দেশ চালানোর জন্য অনেক মন্ত্রণলায় আছে । আছে বেশ জ্ঞানী গুণী বোধ সম্পন্ন মানুষজন । জ্ঞানী মানুষের সমস্যা হলো উনারা চোখ বন্ধ করে ভাবেন ।

৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইহাকে বলা হয় ফাঁকা মাঠে গোল। তাছাড়া রাজতন্ত্রে সবাই সব কিছু নিয়ে প্রশ্ন করে না...

৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: দারুণ লিখেছেন। +।

কিছু মনে করবেন না, ব্লগ পোস্টে নিজের ফেবুর লিংক না দেয়াটাই ভালো। যার দরকার সে মন্তব্যে চেয়ে নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.