নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/asrafulalam

ব্যোমকেশ বাবু

ব্যোমকেশ বাবু › বিস্তারিত পোস্টঃ

ডিভিশনাল সুযোগ সুবিধা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১


মেয়েটার জ্বর। মাথা ব্যথায় কাতরাচ্ছে। এই সময় বাবা হিসেবে আমার একমাত্র কাজ বাসার আই পি ক্যামেরা অন করে বসে থাকা। নিউ ইয়র্ক থেকে এর চেয়ে বেশি কিছু করা সম্ভবও না। মেয়েকে বোঝালাম এটা খুবই স্বাভাবিক একটা জ্বর। এই সময় গাছে গাছে ফুল ফুটবে ,কাঁধে ঝোলা ঝুলানো লোকগুলো ফুলের মেলা করবে আর ফুলের রেনু থেকে জ্বর সর্দি কাশি হবে। এটাকে সিসনাল flu বলে। মেয়ে কি বুজলো বুজলাম না। ঘুমিয়ে পড়লো। চোখ ভিজে এলো আমার। এখানে থাকলে হয়তো flu শট টা দেয়া যেত। ১২০০০ মাইল দূরের বাবাদের অনেক কষ্ট।

এর মধ্যে আবার সটাং করে ইন্টারনেট বন্ধ হয়ে গেলো। সরকারের আই সি টি মন্ত্রণালয় নাকি প্রশ্নপত্র ফাঁস রোধে এখন থেকে রাতের বেলা ইন্টারনেট বন্ধ করে রাখবে। অস্বাভাবিক এই ঘটনা খুবই স্বাভাবিক দেশে। আগে থেকে কিছুটা আঁচ করতে পেরে একটা প্রক্সি আই পি কিনে রেখেছিলাম। বিধি বাম। পুরো ইন্টারনেটই বন্ধ। কিছুই করার নেই। ঠিক কি কারণে দেশে ইন্টারনেট বন্ধ বা কি কারণে প্রায় ভুলে যাওয়া একটা দলকে সরকার নিজে থেকে ব্র্যান্ডিং করে দিচ্ছে এইসব নিয়ে আমার মাথা ব্যাথা নেই। কোন নেত্রী ডিভিসনাল সুযোগ সুবিধা পেলো তার চেয়ে আমার মেয়ের ডিভিশনাল সুযোগ করে দেয়াটাই মুখ্য।

শরণাপন্ন হলাম আমাজন ভয়েস অ্যাসিস্ট্যান্স এর। বাসার টিভিতে বসে মেয়েটা অফলাইনে যদি আমার সাথে কথা কথা বলতে পারে। জানিনা এতে দেশের আইনে কোনো বাধা নিষেদ আছে কিনা ? তবে থাকলেও সমস্যা নেই। ম্যাডাম জিয়ার ডিভিশন এর জন্য যদি রাস্তায় লোকজন জান দিয়ে দিতে পারে আমি আমার মেয়ের জন্য এটকু রিস্ক তো নিতেই পারি।

দেশে হটাৎ করে ওয়াসার পানি বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে। জরুরি কাজ ভেবে চিনতে করতে হবে। চাইলেই ধুম করে করে ফেলা যাবে না। দুই পা পেঁচিয়ে বাথরুম চেপে রাখার অভ্যেস করে নিতে হবে। এটাই স্বাভাবিক। এর জন্য বালতি করে পানি জমিয়ে রাখতে হবে বা রান্না বান্না আগে ভাগে করে নিতে হবে। কিন্তু ইন্টারনেট তো আর বালতি করে জমিয়ে রাখা যায়না। তবে গেলে ভালো হতো। সবার বাসায় একটা করে ডিজিটাল বালতি থাকতো।

বাসায় ইন্টারনেট না থাকার যন্ত্রনা জব্বার ভাই বুজবেন না। উনারা সবাই মিলে প্রায় অবসর প্রাপ্ত এক মন্ত্রীর চাকরি বাঁচাতে ব্যস্ত। নয় ছয় বুজিয়ে ইন্টারনেট বন্ধ করে দিয়ে প্রশ্ন পত্র ফাঁস রোধে ব্যস্ত সবাই। ভাগ্গিশ পরিবেশ মন্ত্রী জানেন না ফুলের রেনু থেকে জ্বর সরদি কাশি হয়। দেখা যাবে সব ফুল গাছ কেটে সাফ। অস্বাভাবিক মনে হলেও এটাই স্বাভাবিক। এটাকে নিউ নরমাল বলা হয়। যখন অস্বাভাবিক মানুষ জন নিজেদের আচরণ স্বাভাবিক করার চেষ্টা করে তখন এই রকম ঘটনা ঘটতেই পারে। অনেকটা ডোনাল্ড ট্রাম্প এর মতো।

যাই হোক দেশ বা রাজনীতি কোনোটাই আমার বিষয় নয়। আপাতত আমার মেয়ের জ্বর সারানোর উপায় নিয়ে উদ্বিগ্ন। দেশ বা রাজনীতি উদ্ধারের জন্য রাতের বেলা টক্ শোতে মুখের ফেনা বের করে ফেলা লোকের অভাব নেই। তবে ইন্টারনেট বন্ধ করে শিক্ষা মন্ত্রীর কি লাভ হবে আমার জানা নেই। আমি যে কোনো উপায়ে হোক দেশের আইন মেনে আমার মেয়েকে ডিভিশনাল সুযোগ দেবই। সামর্থের বাইরে হলেও করবো। কারণ এই মুহূর্তে আমার কাছে দেশের চেয়ে পরিবার আগে। কারণ সরকার আমার মেয়ের ডিভিশনাল সুযোগ সুবিধা থেকে প্রায় ভুলে যাওয়া এক নেত্রীকে নতুন করে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত ।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

শকুন দৃিষ্ট বলেছেন: "যখন অস্বাভাবিক মানুষ জন নিজেদের আচরণ স্বাভাবিক করার চেষ্টা করে তখন এই রকম ঘটনা ঘটতেই পারে" - সহমত, কিন্তু, এই পাগলামোর শেষ কোথায়?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৫

ব্যোমকেশ বাবু বলেছেন: এর কোনো শেষ নেই / নিজেদের পরিবার আপনজন নিয়ে নিজেদেরকেই চিন্তা করতে হবে /

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এতদিন ডিজিটাল ডিজিটাল বলে হাসাহাসি করছেন,
এখন ডিজিটাল আধাঘণ্টা বন্ধ থাকলে এত কান্নাকাটি ক্যান?

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৬

সোহানী বলেছেন: গবু চন্দ্র মন্ত্রীর বুদ্ধি.... এর চেয়ে ভালো আর কি হবে?????????????

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের রাজনীতিবিদ গুলো নির্বোধ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

করুণাধারা বলেছেন: আহা, এমন করেন কেন। প্রশ্নফাঁস ঠেকাতে না পেরে দেখেন রাগে দুঃখে মন্ত্রী মহোদয় তার মাথার সব চুল টেনে ছিড়ে ফেলেছেন।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

ইমরান আশফাক বলেছেন: যাদের হাতে দেশের সমগ্র টেলিযোগাযোগ মন্ত্রালয়ের দায়িত্ব তারা ইন্টারনেট কতটুকু বুঝেন বুঝা মুশকিল। আর আমাদের মোস্তফা জব্বার ভাই কি করেন ঐ মন্ত্রালয়ে বসে?

আসলেই উদ্ভট উটের পিঠে সওয়ার আমাদের দেশটি।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদের দেশের মন্ত্রীর বুদ্ধি = @হাসান কালবৈশাখী

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

সুমন কর বলেছেন: আপনার লেখার ধরন, সব সময়ই ভালো। ভালো লিখেছেন।
+।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.