নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য কেউ অচেনা

♥♥ অন্য জগৎ ♥♥

দুঃখী__ বন্ধু

সব মানুষ ই হয় হিরো, ন য় ভিলেন অথবা পার্শ্বচরিত্র।

দুঃখী__ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কোলাহল মুখর শহর

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

তোমার দেহ পাষানের

মনেও নেই প্রাণ

তোমার সংগে থাকে যারা

তাদের ও নিষ্ঠুর মান

আমি নারী কোমল হৃদয়

ভালবাসা হেলায় লুটায়

তোমার সংগে কিভাবে আর হয়?



এটা বলে দূরে গেলাম

সবুজ সতেজ দেশে গেলাম

পেলাম আশ্রয়

হায়

সে কি আমার সয়?



পাষাণ তোমার জন্য কেঁদে কেঁদে

জীবণ হল ক্ষয়

তুমি এত মিশে ছিলে

বাতাস যেমন রয়

এই জীবনে তোমায় কি আর

ফিরে পাবার নয়?

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

আহসানের ব্লগ বলেছেন: ভালো লিখেছেন বলতেই হয়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০

দুঃখী__ বন্ধু বলেছেন: কি যে লিখলাম জানিনা, সত্যিকারের বেদনা গুলি লেখার যোগ্যতা হয়ে উঠেনি।

ধন্যবাদ আহসান ভাই।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

কলমের কালি শেষ বলেছেন: আমি নারী কোমল হৃদয়
ভালবাসা হেলায় লুটায়
তোমার সংগে কিভাবে আর হয়?

.
.
পাষাণ তোমার জন্য কেঁদে কেঁদে
জীবণ হল ক্ষয়
তুমি এত মিশে ছিলে
বাতাস যেমন রয়
এই জীবনে তোমায় কি আর
ফিরে পাবার নয়?


এইখানটাতেই তার সাথে হয় ।
দুঃখদ্বয়ের আলাদা প্রকাশ । ভালো লাগলো ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

দুঃখী__ বন্ধু বলেছেন: এটা খুব গুরুত্ব পূর্ণ আসলে কি শহরের জন্য মন খারাপ নাকি শহরে ফেলে যাওয়া প্রিয় জন?


আপনি দুর্দান্ত পাঠক। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

দুঃখী__ বন্ধু বলেছেন: ঢাকা শহর ভাল না, অতিষ্ঠ হয়ে যাই ঘর থেকে বের হলে, কিন্তু সেই কোলাহল ছাড়া আর কিছু ভাল লাগেনা, যত দূরে যাই।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর করে প্রকাশ করেছেন --- ভাল লেগেছে খুব

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

দুঃখী__ বন্ধু বলেছেন: ধন্যবাদ লাইলী আপু।।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

দুঃখী__ বন্ধু বলেছেন: ধন্যবাদ হানিফ ভাইয়া।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১

সায়েদা সোহেলী বলেছেন: বেস সহজ ,সরল , সাবলীল ভাষা তে সত্যিকার অনুভূতির প্রকাশ :)



০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

দুঃখী__ বন্ধু বলেছেন: কান্নাকাটি কইরা লাভ নাই ;)

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার মেলোডিয়াস একটা কবিতা। এটায় সুর দিলে দারুণ হতে পারে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

দুঃখী__ বন্ধু বলেছেন: হামা, এত প্রশংসা আমার ধারণ ক্ষমতার উপর দিয়ে গেল। উপর দিয়ে যাওয়ার সময় যেটুকু ছায়া পড়ল তাতে যান্ত্রিক গোলযোগ দেখা দিল আমার সফটওয়্যারে।। ;)

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

একজন ঘূণপোকা বলেছেন: ++++++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

দুঃখী__ বন্ধু বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা একজন ঘূণপোকা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.