নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট মুখে বড় কথা

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা।

বয়ানবাজ

আমি শাহরিয়ার রনি। দেশের একটি নামকরা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। একজন স্বীকৃত কৃষিবিদ। ভালোবাসি প্রকৃতি, ভালোবাসি বিজ্ঞান।

বয়ানবাজ › বিস্তারিত পোস্টঃ

রাজশাহীর আলুপট্টির মোড় পরিনত হলো শাহবাগ স্কয়ারে............. (রাজশাহীর আপডেট)....... ছবি পোষ্ট

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

আজ সকালে রাজশাহীর আলুপট্টি মোড় থেকে তোলা ছবি.......





ঝিরি ঝিরি বৃষ্টি উপেক্ষা করে আগত জনতার মহাসমাবেশ





সাক্ষাৎকার দিতে বাদ গেলোনা শিশুরাও





আগুনের অপেক্ষায় কাদের মোল্লার কুশপুত্তলিকা





বৃহঃস্পতিবার রাতের পোষ্ট

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

সুখোই-৩৫ বলেছেন: সাবাশ! সাবাশ রাজশাহী!

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

উমাইর চৌধুরী বলেছেন: সবই তো দেখছি পতিত বাম। বাদশাহ ভাই কবে যোগ দিচ্ছেন ?

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

ইউসুফ আলী রিংকূ বলেছেন: দাবি একটাই, রাজাকারদের ফাঁসি চাই!!

সাবাশ! সাবাশ রাজশাহী!

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

আতাহার আলী অপু বলেছেন: দেখলাম ১২-১৩ লোকের বিশাল সমাবেশ হচ্ছিল গতকাল

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

তরিকুল0099 বলেছেন: |&&&

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

তরিকুল0099 বলেছেন: আপনাদের মনের আশা পূরণ হক। বাংলাদেশ দোয়া করছে.....
৭১ সালে যে বিশ্বাস ঘাতকতা করেছে সাবার শাস্তি হওয়া উঠিত। সত্য কোনদিন লুকিয়ে থাকে না । এটি প্রকাশ হবেই একদিন মজাটা এখন বুঝো....

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

মো: আবু জাফর বলেছেন: শুধু যুদ্ধাপরাধী নয় ছাত্রলীগ কেউ বর্জন করেছে রাজশাহীর হাজার হাজার সাধারন ছাত্র জনতা । রুয়েট বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব জায়গাতেই প্রত্যাক্ষিত হয়েছে এই দলের কর্মিরা । ৭১ এর আগে এই ছাত্র সংগঠন টি বেশ কিছু আন্দলনে নেত্রীত্ব দিলেও ৭১ উত্তর সময়ে এরা হয়ে উঠে চরম হিংস্র । এদের দাপটে সাধারন ছাত্ররা মুখখুলতে পারেনী এতো দিন । আজ বাংলাতেও লেগেছে বসন্তের ছোয়া ঠিক আরব বসন্তের মতই । প্রত্যাক্ষিত হচ্ছে মিথ্যুক রাজনীতিবিদ অপসংগঠন অপছাত্ররা । এবার চাই রাজনৈতীক আগ্রাসনের অবসান চাই অর্থনৈতীক মুক্তি । চাই এমন রাজনীতি যাদের হাতে ক্ষমতা গেলে আমাদের মৌলীক চাহীদার ভার নিবে সরকার নিজের হাতে ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

চলতে ফিরতে দেখা বলেছেন: জনতার মহাসমাবেশ-কত জন লোক হলে মহাসমাবেশ হয়, জানাবেন কি? আপনার ছবি অনুসারে জনা ৪০ লোক নিয়ে মহাসমাবেশ?

হায়রে মহাসমাবেশ। এর পরে হয়তো একটা ব্যানার ঝুলিয়ে দিয়ে বলবেন, ডিজিটাল মহাসমাবেশ, মানে বাসাই থেকেই সমাবেশ হবে? তখন অবশ্য অনেক লোক হবে। বাসার লোকতো!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

বয়ানবাজ বলেছেন: ভালো বিষয় ধরেছেন। ঐ সময় লোক একটু কম হলেও পরে ভালোই লোক হয়েছিলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

বয়ানবাজ বলেছেন: অবশ্য একবার ভেবেছিলাম মহাসমাবেশ মুছে সমাবেশ সংশোধন করে দিই। পরে ভাবলাম থাক না, আবেগটাকে না হয় একটু বাড়াবাড়ি করার সুযোগ দিলামই।

রাতে আলুপট্টি গিয়ে দেখি, অনেক লোক- ভয়াবহ অবস্থা। সুতরাং, মহাসমাবেশ ঠিকই আছে।

তাছাড়া, ছবিকে নয় মানুষের আবেগকেই না হয় একটু প্রাধান্য দিলাম।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ++++++++++++++++

সিলেটের আপডেট
View this link

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

জানা বলেছেন:



চালিয়ে যাও যোদ্ধারা। তারুণ্যের জয়, সত্যের জয়, যূথবদ্ধতার জয় হবেই হবে।

জয় বাংলা।
জয় মানুষ।
জয় মাতৃভাষা।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

জানা বলেছেন:



চালিয়ে যাও যোদ্ধারা। তারুণ্যের জয়, সত্যের জয়, যূথবদ্ধতার জয় হবেই হবে।

জয় বাংলা।
জয় মানুষ।
জয় মাতৃভাষা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.