নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট মুখে বড় কথা

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা।

বয়ানবাজ

আমি শাহরিয়ার রনি। দেশের একটি নামকরা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। একজন স্বীকৃত কৃষিবিদ। ভালোবাসি প্রকৃতি, ভালোবাসি বিজ্ঞান।

বয়ানবাজ › বিস্তারিত পোস্টঃ

আজব ছবি, আজব পোজ। পুরাই মাথা নষ্ট। না দেখলে মিস, দেখলে মামলা ডিস-মিস।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

ছবি তোলার ব্যাপারে বাঙ্গালীদের নাকি জুড়ি মেলা ভার। আমরা বাঙ্গালীরা নাকি বাঘের মূর্তি পেলে এমন ভাবে ছবি তুলি যেন বাঘে পুরোটাই খেয়ে ফেললো। ব্রীজ বা নদী পেলে তো আমরা এমনভাবে ছবি তুলি যাতে ব্রীজটাই স্বয়ং ঢাকা পড়ে যায়। কয়েকদিন আগে এমন একটা সাইটে গিয়েছিলাম যেখানে বিদেশিদের ছবি তোলার পোজ দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এরা তো দেখি আরেক চীজ!। লোভ সামলাতে না পেরে ছবির পোজের কয়েকটা নমুনা দিলাম।





পুরা ফ্যামিলিটাই তো দেখি ডাকাত পরিবার!!





এতো দেখি মানব সিঁড়ি!!





বুঝলাম না, ওনাদের কি আর কোন চেয়ার ছিলোনা?





পোলা-পাইন গাছে উঠলো সমস্যা নাই, বাপ-মায়ের উঠার দরকার কি??





শিকারীটা কে তাতো বুঝলাম, কিন্তু শিকার কোনটা? পাখিটা না স্বামীটা?





উনাদের কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে?





মেয়ের পোজে ছেলে!!! পুরাই মাথা নষ্ট!





সুন্দরী আপুদের কোলে মুরগি ক্যান? কিছুই বুঝলাম না!!





কলাটার কপালটাই খারাপ!





অনাগত শিশুর ভবিষ্যত নিয়ে আমি বড়ই চিন্তিত!!





আজব!!!!!!!!!





মন্তব্য নিঃস্প্রয়োজন!!!!



আর পারতাছি না। নিজেরই হাসি পাইতাছে। আপনাদের কেমন লাগলো জানাইয়েন। আর পারলে ভাবীদের অনুমতি সাপেক্ষে কয়েকটা ইস্পিসাল পোজের ছবি পোষ্টও করতে পারেন।



ছবি: ইন্টারনেট।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

আহলান বলেছেন: :D

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

বয়ানবাজ বলেছেন: :#) :#) :#) :#) :#)

২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

শাপতাহিন বলেছেন: B-))

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

বয়ানবাজ বলেছেন: :#) :#) :#) B-)) B-)) B-))

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

টানিম বলেছেন: এটা দেখুন । ভালো লাগবেই ।
ছেলেরা যদি মেয়েদের পোজ দেয় ! তবে কেমন হবে দেখুন তো

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

বয়ানবাজ বলেছেন: পড়লাম। বেশ মজা পাইলাম। হাসতেই আছি। :#) :#) :P :P

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

এস বাসার বলেছেন: =p~

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

বয়ানবাজ বলেছেন: :P :P :P

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

টিঙ্কু জিয়া বলেছেন: :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

বয়ানবাজ বলেছেন: B-)) B-)) B-)) ;) ;) ;) ;)

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: :-B B:-) :-B B:-) 8-| #:-S

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

বয়ানবাজ বলেছেন: আপনার তো দেখি পুরাই "বিকারগ্রস্থ"!!!!! তাও ভালো শরমাইতাছেন না!

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

এম এম কামাল ৭৭ বলেছেন: +

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

বয়ানবাজ বলেছেন: + এর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

মিনাক্ষী বলেছেন: =p~ =p~ =p~

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

বয়ানবাজ বলেছেন: :) :#) B-))

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :D

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

বয়ানবাজ বলেছেন: ;) ;) ;) ;)

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

অচিন.... বলেছেন: hahaha

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

বয়ানবাজ বলেছেন: "............" (মুচকি হাসি)

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

সাহাদাত উদরাজী বলেছেন: না হেসে পারলাম না.।।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

বয়ানবাজ বলেছেন: হাসার জন্য ধন্যবাদ। আমিও হাসানোর চেষ্টা করছিলাম, এই আরকি!!!
তবে সব কৃতিত্বই ছবির ব্যক্তিগুলোর।

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ম.র.নি বলেছেন: হাসতে পারলাম না বলে দুঃখিত, তবে চেস্টা করসিলাম।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

বয়ানবাজ বলেছেন: চেষ্টায় সফল হতে পারলেন কি? না পারলে ক্ষতি নাই। সব সময় হাসার দরকার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.