নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমিক

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আমি খেয়াল করে দেখলাম যে, আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের ফেব্রুয়ারী বা ডিসেম্বর মাস এলেই দেশপ্রেমের উদয় ঘটে!বছরের অন্যান্য মাসে যাই হোক না কেন এই ২ মাসে তারা পুরোদস্তুর দেশপ্রেমিক হয়ে যায়।সারাবছর যে ছেলেটি/মেয়েটি কানে ইয়ারফোন লাগিয়ে হিন্দী রক সং শুনে,ফেব্রুয়ারি এলেই তার মুখে শোনা যায়,"আমার ভাইয়ের রক্তে রাঙানো............"!২১ ফেব্রুয়ারির দিন সকালে মিছিলে সে হয়ত সামনের সারিতে থাকে কিন্তু বিকালেই দেখা যাবে হিন্দী সিরিয়ালের সামনে বসে অকপটে হিন্দী বুলি আওরাচ্ছে।বাংলাদেশের শিল্প,সাহিত্য সম্পর্কে তার জ্ঞান খুব বেশি নেই কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির রয়েছে গভীর ঝোক।ফেসবুকের প্রোফাইলে সারাবছর দেখা যায় সেলফির হিরিক,কিন্তু ডিসেম্বর এলেই হঠাত বাংলাদেশের পতাকা!অনেকেই বলবেন এতে দোষ কোথায়?দোষটা হচ্ছে চিন্তাধারায়,মানসিকতায়।২১ ফেব্রুয়ারি বা ১৬ ডিসেম্বরে ২-৪ লাইন দেশাত্মোবোধক গান গাইলে বা অনুষ্ঠানের মঞ্চে কয়েকটা ফাকা বুলি আওড়ালেই দেশপ্রেমিক হওয়া যায়না।দেশের প্রতি ভালোবাসা সম্পূর্ণ আলাদা ব্যাপার,যা হৃদয় থেকে আসে।দেশকে ভালবাসার মানে ২১ ফেব্রুয়ারি গান গাওয়া নয়,১৬ ডিসেম্বর পতাকা ওড়ালেও দেশপ্রেমিক হওয়া যায়্না,আর বক্তৃতার মঞ্চে দাড়িয়ে বড় বড় বুলি আওড়ালেও দেশপ্রেমিক হওয়া যায়না। সত্যিকার অর্থে দেশপ্রেমিক সে,যে নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসে,যার ভালোবাসা লোক দেখানো নয়,যার ভালোবাসার অর্থ হচ্ছে দেশের কল্যাণ সাধন করা।আজ আমাদের দেশে সত্যিকার দেশপ্রেমিকের খুব অভাব,তাই দেশের অগ্রগতি খুবই মন্থর।আমরা তরূণ সমাজ আমাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালণ করছি না।দেশমাতৃকার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নেই,নেই কৃতজ্ঞতা!আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে গিয়ে ভিনদেশি সংস্কৃতির প্রতি আকৃস্ট হচ্ছি আর বিশেষ কোন দিবসে নিজেকে বাঙালি প্রমাণের ব্যর্থ চেস্টা করছি।কিন্তু একান্ত গোপনে নিজেকে কখনই প্রশ্ন করিনি যে,'আমি কি সত্যিই দেশপ্রেমিক?'কারন,আমি জানি যে উত্তরটা না বোধকই হবে যেটা হয়ত আমার পছন্দ হবে না!
একটা কথা না বললেই নয় যে,দেশপ্রেমিক বিষয়টা আসলে লোকদেখানো নয়,সম্পূর্ণই মনস্তাত্ত্বিক।ফেসবুকে পোস্ট দিয়ে বা ফাকা বুলি আওড়িয়ে লোকের কাছে আপনি হয়ত দেশপ্রেমিক হতে পারেন কিন্তু দেশমাতৃকার কাছে হবেন বেইমান!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.