নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

অধরা ভালোবাসা

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

হাত বাড়ালেই যায়না ছোয়া,
কন্যা তোমার মন।
তবু কেন হৃদয় মাঝে-
জাগাও শিহরণ।
আধার রাতে সামনে থেকে-
দেখাও কেন আলো?
যদি আমায় যতন করে,
নাইবা বাসো ভালো!
সঙ্গি যদি নাইবা হবে,
হও কেন মোর ছায়া?
তবে কি এ নিছক খেলা!
শুধুই তোমার মায়া!
সুখের ভেলার মাঝি হয়ে,
দুঃখ আমায় দাও!
আমার হৃদয় হরণ করে,
কোন অজানায় লুকাও?
নাইবা যদি বাসবে ভাল-
কেন আমায় ডাক?
লুকোচুরির এই খেলাতে-
তুমি অধরাই থাকো!
শুনে রাখ কন্যা তুমি-
আমার মনের কথা।
অধরাকেই বাসব ভালো-
যতই দাও ব্যাথা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.