নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস ও কিছু না বলা কথা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

জন্ম থেকেই ভালবাসি,
তোমায় বাংলাদেশ।
মরণ যদিও আসে আমার
তবুও হবে না শেষ।

সোনার বাংলাদেশের বয়স আরও এক বছর বাড়ল।আর এই শুভদিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল যোদ্ধাদের।যে সকল মায়েরা তাদের সম্ভ্রম হারিয়েছেন কিংবা কোন ক্ষুধার্ত মুক্তিযোদ্ধাকে খেতে দিয়েছেন নিজের থালার ভাত অথবা চোখের সামনে সকল আপনজনদের প্রাণ দিতে দেখেছেন তাদের প্রতিও রইল বিনম্র শ্রদ্ধা।কিন্তু তীব্র ঘৃণা প্রকাশ করছি সেইসব কাপুরুষদের প্রতি যারা ১৯৭১ সালে যুদ্ধ না করেও নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে।

১৯৭১ সালের এইদিনে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।কিন্তু ৪৫ বছর পড়ে উপলব্ধি করছি আসলে আমরা এখনো স্বাধীন হইনি!অভ্যন্তরীণ কিছু দুষ্টচক্র আজও আমাদের শোষণ করছে।দুর্নীতির করাল গ্রাসে বাধাগ্রস্থ হচ্ছে আমাদের উন্নয়ন।নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের সাধারন মানুষ।অশিক্ষা ও কুসংস্কার এর মত সামাজিক ব্যাধিগুলো আজও আমাদের সমাজে বিদ্যমান।খুন,গুম,ধর্ষণ,রাহাজানি,ইভ টিজিং ইত্যাদি যুব সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ।৪৫ বছর পড়েও আমরা শিক্ষা,সাহিত্য,সংস্কৃতিতে কাঙ্ক্ষিত সাফল্য পাইনি।আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে লড়েছিলেন টা আজও বাস্তবায়িত হয়নি।

আজকের এই মহান দিনে না পাওয়ার গল্প আর বাড়ালাম না।তবে বিজয়ের দিনে নতুন বিজয়ের স্বপ্ন দেখতেই পারি।আশা করি আপনার-আমার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আমাদের সোনার বাংলাকে বিশ্বের দরবারে এক নতুন পর্যায়ে নিয়ে যেতে পারব,যেখানে বিশ্ববাসী অবাক দৃষ্টিতে আমাদের সাফল্য দেখবে,যেদিন আমরাও বুক ফুলিয়ে বলতে পারব "আমরাও পারি নতুন কিছু করতে"।

সেই সোনার বাংলার অপেক্ষায় রইলাম।নতুন দিনের দুরন্ত যোদ্ধাদের সাফল্য আসবেই।
জয় বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.