নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

নির্বাক ভালবাসা

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

সেকি গভীর রাত-
একা পথে হাটছি আমি
ধরিনি কারোর হাত।

হঠাৎ করেই যাচ্ছি থেমে
দেখছি পেছন ফিরে-
ভাবছি শুধুই তারই কথা
যদিও সে নীড়ে!

আধার রাতে দিচ্ছি পাড়ি
অজানারই তরে
আমার মনের দুখের আগুন
যায়নি তাহার ঘরে!

আমার মনে আঘাত দিয়ে
সেতো আছে বেশ
খেলছে শুধুই মায়ার খেলা
কবে হবে শেষ?

স্মৃতির পাতা আকড়ে যত
সুখকে খুজতে চাই-
হিমশীতল ঐ নীরব দুঃখ
বেশি করেই পাই।

আধার মনের আধার আলোয়
হৃদয় পুড়ে খাক
মানসপটে তারই ছবি
তবু সে নির্বাক!

ভাবছি শুধুই আপন মনে
হাটছি নিরুদ্দেশ
মিছে মায়ার মোহে পরে
জীবন হবে শেষ।

অজানারই পথটি ধরে
যাচ্ছি হেটে ধীরে
ভাবছি,যতই থাক পিছুটান
আসব না ফিরে।

হঠাৎ যেন প্রেম দেবতা
ডাকল আমায় হেসে
"পালিয়ে আর কোথায় যাবি
ফিরবি হেথায় শেষে।"

ক্লান্ত,শ্রান্ত,দুঃখি মনে
বললাম তারে সব,
আঘাতের পর আঘাত দিয়েও
সে রয় কেন নীরব?

"তুই তো বোকা,বুঝলি না তাই
এটাই প্রেমের ডাক
সত্যিকারের ভালবাসা
সর্বদা নির্বাক।

নিস্তব্ধ এই ভালবাসায়
জড়িয়ে আছে মায়া,
হিমশীতল ঐ নীরব দুঃখ
তো সেই মায়ারই ছায়া।

নীরবতার ভাষা বুঝলে
ধরতে পারবে সুখ
হন্যে হয়ে চাও যদি প্রেম
জুটবে শুধুই দুখ।"

প্রেম বিধাতার উত্তর শুনে
চমকে গেলাম আমি,
বুঝলাম,প্রিয়ার নীরবতা
প্রেমের চেয়েও দামী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

Biniamin Piash বলেছেন: কবিতাটি পড়ার ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.