নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি চাও

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬


তুমি যদি চাও,থামিয়ে দেবো
দূর নক্ষত্রের গতি!
তুমি যদি চাও,ছিনিয়ে নেবো
রাতের চাঁদের জ্যোতি!
তুমি যদি চাও,বৃষ্টি হবো
ছুঁয়ে দেব তব হাত!
তুমি যদি চাও,মাঝ রাত্তিরে
এনে দেবো প্রভাত!
তুমি যদি চাও,কোকিল হয়ে
গাইবো মিষ্টি গান!
তুমি যদি চাও,শান্ত সাগরে
এনে দেবো তুফান!
তুমি যদি চাও,ছায়া হয়ে রবো
পাশাপাশি চিরদিন!
তুমি যদি চাও,সুখস্মৃতি গুলো
রাখবো অমলিন!
তুমি যদি চাও,নদী হয়ে
দেবো তৃষ্ণায় জল!
তুমি যদি চাও,ধরে এনে
দেবো হরিণী চঞ্চল!
তুমি যদি চাও,জ্যোতস্না হবো
রাঙিয়ে দেবো রাত!
তুমি যদি চাও,বন্ধুর পথে
বাড়িয়ে দেবো হাত!
তুমি যদি চাও,শিশির হয়ে
ভিজিয়ে দেবো পা!
তুমি যদি চাও,শীতের সকালে
হবো এককাপ চা!
তুমি যদি চাও,কবিতা হবো
দেবো তোমায় উচ্ছাস!
তুমি যদি চাও,বিরহের দিনে
হবো তোমার দীর্ঘশ্বাস!
তুমি যদি চাও,রাজপথ হয়ে
দেবো মুক্তির সুখ!
তুমি যদি চাও,একসাথে রবো
হবো তোমার অসুখ!
তুমি যদি চাও,অমর হবো
প্রেমসুধা করে পান!
তুমি যদি চাও,সহস্র জনম
লিখবো প্রেমের গান!

বিনিয়ামীন পিয়াস
৩০/১০/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.