নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

বন্ধু হবে?

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২


ওগো রাতজাগা পাখি,
তুমি কি আমার সঙ্গী হবে?
সুখের-দুখের গল্প বলে,
তুমি কি আমার মন ভোলাবে?
অমাবস্যার কালো রাতে,
তুমি কি আমায় সঙ্গ দেবে?
উড়ে যাও যদি মেঘের 'পরে,
তুমি কি আমায় সঙ্গে নেবে?
দখিনা হাওয়ায় গা এলিয়ে,
তুমি কি আমায় গান শোনাবে?
ভর দুপুরের হিংস্র রোদে,
তুমি কি আমায় ছায়া দেবে?
আসে যদি কভু বিপদ কঠিন,
তুমি কি আমার বন্ধু হবে?
যাই যদি ডুবে ভুলসাগরে,
তুমি কি আমার পাশেই রবে?
হতাশায় যদি রাত কেটে যায়,
তুমি কি আমায় স্বপ্ন দেবে?
হারিয়ে গেলে ভিড়ের মাঝে,
তুমি কি আমায় পথ দেখাবে?
নাকি,বন্ধু সেজে কাছে এসে
সুযোগ বুঝে পালিয়ে যাবে?

ও রাতজাগা পাখি,বলো
তুমি কি আমার বন্ধু হবে?
ঝড় যত বড়ই আসুক,
আমায় আগলে ধরে সঙ্গে রবে!
একলা চলার দিনগুলোতে,
ছায়ার মত পাশেই রবে!
ভোরের আলো জাগার আগে
ঘুম ভাঙানোর পাখি হবে!
বৃষ্টিভেজা অলস দিনে,
মধুর কন্ঠে গান শোনাবে!
শীতল হাওয়ায় গুনগুনিয়ে,
মনে একটু প্রেম জাগাবে!
বন্ধু যদি হবেই তুমি,
এমন বন্ধু হওনা তবে!
এবার বলো দুষ্টু পাখি,
তুমি কি আমার বন্ধু হবে?

বিনিয়ামীন পিয়াস
০২.১১.২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.