নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখি

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬


স্বপ্ন দেখি তোমায় নিয়ে,
ভাসবো মেঘের ভেলায়,
পাড়ি দেবো সাত সমুদ্র,
মাতবো প্রেমের খেলায়!

স্বপ্ন দেখি ঘুরতে যাবো,
চাঁদের বুড়ির দেশে,
তোমার কোলে মাথা রেখে
মুদবো নয়ন শেষে!

স্বপ্ন দেখি জয় করবো,
ওই অটল হিমালয়,
তুমি থাকলে ভয় পাইনা,
আসুক না প্রলয়!

স্বপ্ন দেখি বাধবো বাড়ি,
সুখ সাগরের তীরে,
রাখবো তোমায় হৃদয় মাঝে,
ভালোবাসার নীড়ে!

স্বপ্ন দেখি তোমার চোখে,
আমার ভালোবাসা
তোমার চোখেই আঁকতে বসি
হরেক রকম আশা!

স্বপ্ন দেখি তারার মাঝে,
তোমার আমার ছায়া,
ফুড়িয়ে যাবে জীবন প্রদীপ,
তবু রবে প্রেমের মায়া!

বিনিয়ামীন পিয়াস
২২.১১.২০১৭

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: স্বপ্ন নিয়েই বেঁচে আছি আমরা। দারুন কবিতা।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

Biniamin Piash বলেছেন: প্রতি মূহুর্তে হাজারো স্বপ্ন দেখি আমরা,স্বপ্নই বাচিয়ে রাখে আমাদের।

২| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতায় আপনার স্বপ্নের ছায়া দেখতে পেলাম। ভাল লেগেছে।
দুটো সাজেশন আছেঃ
" হরেক স্বাদের আশা" কে হরেক রকম আশা করলে কেমন হয়, ভেবে দেখতে পারেন। কারণ, 'আশা' এর সাথে "স্বাদ" কথাটা মনে হয় ঠিক যায় না।
একেবারে শেষের লাইনে 'তবু' ও কমা টা তুলে দিলে কেমন হয়?
কবিতায় ভাল লাগা + +
শুভকামনা---

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

Biniamin Piash বলেছেন: প্রথমে "হরেক রকম আশা"ই লিখেছিলাম,কিন্তু আমার কাছে কেন জানি স্বাদ শব্দটাই ভাল লাগলো।তাই স্বাদই ব্যবহার করলাম।
শেষের লাইনে কমাটা তুলে দিলাম।
আপনাকে অনেক ধন্যবাদ,কবিতাটি পড়ার এবং এত সুন্দর মন্তব্য করার জন্য।

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

Biniamin Piash বলেছেন: ইডিট করে দিলাম।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
ভাল থাকবেন।

৩| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

ওমর আল হাসান বলেছেন: দারুন কবিতা
শুভকামনা.................

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ,কবিতাটি পড়ার এবং মন্তব্য করার জন্য।

৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১

নূর-ই-হাফসা বলেছেন: স্বপ্ন গুলো সুন্দর । ভালো লাগলো

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ,কবিতাটি পড়ার এবং মন্তব্য করার জন্য।

৫| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: আপনার স্বপ্ন পূরণ হোক....ভালো হয়েছে।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ,কবিতাটি পড়ার এবং মন্তব্য করার জন্য।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা। পড়ে ভাল লাগল।
খায়রুর আহসান ভাইয়ার কথাটি আরেকবার ভেবে দেখতে পারেন।
আশার রকমফের আছে।
কিন্তু আশার কি কোন স্বাদ আছে।
ভাল থাকুন।

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

Biniamin Piash বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

খায়রুল আহসান বলেছেন: সাজেশন দুটো আংশিক গ্রহণ করার জন্য ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

Biniamin Piash বলেছেন: পুরোপুরিই গ্রহণ করেছি।চেক করে দেখুন।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: দেখেই বলেছি। আমার চোখ এখনো এত বড় প্রতারক হয়ে উঠেনি।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

শামচুল হক বলেছেন: দারুণ কবিতা।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.