নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

আমার বর্ণনায় তুমি

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১


তোমার চোখে আমার প্রভাত দেখি,
অস্তও যায় সেথায়,
ঐ ডাগর চোখের সবটুকু মায়া,
এ হৃদয় পেতে চায়!

তোমার নাসিকার নিচে জড়ো হওয়া,
ক্ষুদ্র ঘামের বিন্দু,
ঠিক শীতের শিশিরের মত,
যেন ভালোবাসার সিন্ধু!

তোমার গোলাপী উষ্ণ ওষ্ঠোদ্বয়,
ঠিক যেন দ্বিতীয় বন্ধনীর মত,
যতবার দেখি,উন্মত্ত হই
হৃদয়ে বাড়ে ক্ষত!

তোমার পিঠে পরে থাকা অবিন্যস্ত কেশ
যেন শুভ্রতার মাঝে,
একগুচ্ছ কৃষ্ণাভ পূর্ণতা!তোমায়
অপূর্ব লাগে এই সাজে!

তোমার নৃত্যরত কটিদেশ যেন
সমুদ্রের উত্তাল ঢেউ
আমি দেখেছি পবিত্র দৃষ্টিতে,
যা দেখেনি অন্য কেউ!

ভীত হরিণীর মত চাহনি তোমার,
প্রলুব্ধ করে মোরে।
মুক্তোঝড়ানো হাসির আবেশে,
বেধেছো প্রেমের ডোরে!

হরিণীর মত চঞ্চল তুমি,
অটলের মত শান্ত,
তোমা রূপে পুড়ে ছাড়খার আমি,
হৃদয় আজ বড় ক্লান্ত!
তবু তোমা গুণগান লিখে যাবো,
হবো না'ক কভু ক্ষান্ত!

বিনিয়ামীন পিয়াস



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪

শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

Biniamin Piash বলেছেন: প্রশংসা করার জন্য ধন্যবাদ।
পাশে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.