নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

হাসি-কান্নার অণুকবিতা সমগ্র (১)

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭


|| ১ ||

হঠাৎ একদিন তোমার
সামনে দাড়াবো এসে,
চেনা রূপ ছেড়ে
এক আগন্তুকের বেশে,
দুনয়ন ভরে
পান করবো প্রেমসুধা,
নিভিয়ে দেবো
এই হৃদয়ের মৃত্যুক্ষুধা!

|| ২ ||

তোমায় দেখে-
ফুরিয়ে গেছে সব কবিতা,
লেখবো নতুন কি!
বালিকা-
আমার লেখার প্রেরণা হবার,
সময় হবে কি?

|| ৩ ||

কেন জেগে আছি?
আনন্দে নাকি হতাশায়?
নাকি প্রহর গুনে যাচ্ছি,
নতুন ভোরের অপেক্ষায়?

|| ৪ ||

এখন আমার রাত নেই,
তাড়া নেই ঘুমানোর!
এখন আমার দিক নেই,
পথ নেই পালানোর!
এখন আর সুযোগ নেই,
মনটাকে ফেরানোর!
এখন আর বাকি নেই,
নতুন করে হারানোর!

|| ৫ ||

আমি তো পুড়ে গেছি সেই কবেই,
বাতাসে উড়ে গেছে সব ছাই!
নিভু-নিভু কয়লাটুকু পরে আছে,
বেশি কিছু দেবার সাধ্য মোর নাই!

|| ৬ ||

তব মাঝে আমি
দেবী দর্শন পাই,
তার রূপের অনলে
জ্বলে-পুড়ে হব ছাই!
বেশি কিছু নয়
শুধু ভালোবাসা চাই,
তাই বারে বারে
আমি তোমাতে হারাই!

|| ৭ ||

যেজন জানেনা গরলের স্বাদ,
সে ভাবে এ জিনিস হয়তো বিস্বাদ!
যে পান করে,সে বোঝে
এ যে অমৃত,সবাই যা আমৃত্যু খোজে!
তুমি জানোনা,তুমি বোঝনা
দেবীহীনা থাকা যে কি যাতনা!
হয়ত তোমার চোখে আমি মস্ত বড় বোকা,
কিন্তু সবাই কি একই জিনিস দেখে,খোকা?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭

শামচুল হক বলেছেন: দারুণ লাগল।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

Biniamin Piash বলেছেন: জেনে খুশি হলাম।

২| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মনতব্যের জন্য।
পরবর্তী পর্বগুলোও পড়বেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.