নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

হাসি-কান্নার অণুকবিতা সমগ্র (৩)

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭


|| ১৬ ||

রাত কাটে নির্ঘুম,তারাদের সাথে
কতশত গল্প করি রাতভর,
দ্যুতিহীন জীবনে আসে আলোকচ্ছটা,
এভাবেই কেটে যায় প্রহর।

|| ১৭ ||

অপেক্ষার প্রহর গুণি আজও,
কাকডাকা ভোর থেকে
গোধুলি লগ্ন,
গ্রীষ্মের দাবদাহ অথবা
বসন্তের বাতাস
আমি তোমাতেই নিমগ্ন।

|| ১৮ ||

তোমার চোখে আমার সূর্যোদয় হয়,
তোমার চোখেই অস্ত যায়,
তোমার চোখের সবটুকু মায়া,
এ হৃদয় পেতে চায়!

|| ১৯ ||

দু চোখের পাতা এক করিনা
যদি হারিয়ে ফেলি তোমার মুখ!
তোমায় ভেবে আর কাঁদিনা,
ভালো থেকে,এতেই আমার সুখ!

|| ২০ ||

নীল খামে একটা
চিঠি রেখেছিলাম,
তুমি চাওনি কখনো তাই
সেটা আজো আমার কাছে!
রেখেছি সযতনে
দ্বার রুদ্ধ করে,
হৃদয় নামের পাখিটা
যে খাঁচায় লুকিয়ে আছে!

|| ২১ ||

রাত নেমেছে,
নিকষ কালো অন্ধকার,
ব্যাস্ত সবাই,
শোনেনা কেউ হাহাকার!

|| ২২ ||

অন্তরে ছিল প্রেম
হৃদয়ে ভালোবাসা,
গ্রহণ করলো না কেউ,
তাই আজ,পুরোটাই হতাশা!

হাসি-কান্নার অণুকবিতা সমগ্র (১)

হাসি-কান্নার অণুকবিতা সমগ্র (২)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনুকাব্যের পূর্ববর্তী সিরিজ
পড়ে ছিলাম। ভালো লেগেছে,
এই পর্বও চমৎকার হয়েছে।
চলতে থাকুন অব্যাহত গতিতে।

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

Biniamin Piash বলেছেন: আপনাদের অনুপ্রেরণাই আমার শক্তি।
পাশে থাকবেন।

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নূর-ই-হাফসা বলেছেন: বাহ ভালো লিখেছেন

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

Biniamin Piash বলেছেন: জেনে খুশি হলাম।
পাশে থাকবেন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লিখতে থাকুন। ভাল লিখছেন।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ,পাশে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.