নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

হাসি-কান্নার অণুকবিতা সমগ্র (৪)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩


|| ২৩ ||

শশীকে সুধালাম,
উজ্জ্বল রূপ নিয়ে
কেন দেখা দাও রজনীতে?
শশাঙ্ক হাসিয়া কহে,
ব্যাথিত যে জন,হৃদয়ে আঁধার,
তার প্রাণে আলো দিতে।

|| ২৪ ||

রুপোলি থালার মত
চাঁদ উঠেছে আকাশে,
মোদের প্রেমের গুঞ্জন ধ্বনি
ভাসছে যেন বাতাসে।
চলো না হারিয়ে যাই
মাতাল ছন্দের এই রাতে,
মেঘের ডানায় ভাসবে চলো
হাত রেখে মোর হাতে!

|| ২৫ ||

আজ এই শীতের দিনে
ভাল্লাগেনা বর্ষার ঘ্যানঘ্যানানি,
রোমান্স নেই জীবনে
আছে শুধু মশার প্যানপ্যানানি।

|| ২৬ ||

মানবীর মন বোঝা বড় দায়,
ক্ষণে ক্ষণে শতবার রং বদলায়!

|| ২৭ ||

আঁধার রাতের দুখ ভোলাতে
জোনাকি জ্বালে আলো,
রজনী কি জানে,জোনাক
তাকে বাসে কত ভালো?

|| ২৮ ||

সন্ধ্যার সূর্যতে মিশে আছে
কত হাসি-কান্নার রঙ,
সবকিছু ভুলে প্রভাত বেলায়
সাজবে নতুন সঙ!

|| ২৯ ||

আমি অবাক চোখে তাকিয়ে দেখি
তোমার সরল হাসি,
যার স্নিগ্ধতায় ভুলেছি জীবন
পরেছি গলায় ফাঁসি!

|| ৩০ ||

তোমায় দিলেম এক ফোটা শিশির
ধুয়ে নিও যত দুখ,
দিলেম উষ্ণ শীতের সকাল
খুঁজে নিও তাতে সুখ।

হাসি-কান্নার অণুকবিতা সমগ্র (৩)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


অনুগুলোকে এক করে, পদার্থ পরিণত করলে হয়তো কাজে লাগতে পারে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

Biniamin Piash বলেছেন: অণুগুলো নাহয় অণুই থাক।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার । আমার ভালো লেগেছে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

Biniamin Piash বলেছেন: অনেক ধন্যবাদ।
পাশে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.