নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

আসেন গপ্পো করি(ইহা একটি আজাইরা প্যানপ্যানানি :P )

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

আমি ব্লগে আছি ২ বছরের মত।কিন্তু এই ২ বছরে আমি অতটা নিয়মিত ছিলাম না।মাঝে মাঝে ব্লগে আসতাম,কবিতা পোষ্ট করতাম,কয়েকটা পোষ্ট পড়তাম তারপর চলে যেতাম।২০১৮ তে আমার লক্ষ্য হচ্ছে ব্লগে নিয়মিত হওয়া এবং সবার সাথে পরিচিত হওয়া।এই পোষ্টটি দেয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ব্লগে যারা নিয়মিত আছে তাদের সাথে পরিচিত হওয়া।
আমি বিনিয়ামীন পিয়াস।এখনো পড়াশোনা করছি।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছি।কবিতা আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি।কবিতা লেখাটা আমার একপ্রকার নেশাই বলা যায়,তাই লেখার মান ভাল নাকি খারাপ বিবেচনা না করে সময় পেলেই কবিতা লেখি।সারাদিনের ব্যস্ততার মাঝে একটু অবসর পেলেই গল্প,উপন্যাসের বই নিয়ে বসে পড়ি।নতুন নতুন বন্ধু বানাতে আমার খুব বেশি সময় লাগে না,এটা আমার একটা ভাল গুণ বলেই মনে করি।(নিজের ঢোল নিজে পেটাচ্ছি,আর কি!!)
এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বায়োগ্রাফি।যদি আপনার হাতে সময় থাকে তাহলে আশা করি আমার সাথে পরিচিত হতে বিরক্ত বোধ করবেন না।
অগ্রিম ধন্যবাদ সবাইকে।
হ্যাপি ব্লগিং

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


পদার্থ বিদ্যা কি কঠিন, নিজের এলাকা ছেড়ে কবিতা কেন?

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

Biniamin Piash বলেছেন: দুইটা ক্ষেত্রেই ভালোলাগা কাজ করে।আর পদার্থবিদরা যে কবি হতে পারবেনা এরকম কোন নিয়ম কিন্তু নেই :P

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: ঢাবি কি ব্লোড করার প্রয়োজন ছিল? ব্লগে একজন ব্লগার, লেখা দিয়েই পরিচিত হয়ে উঠবে।

নিজের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইয়ের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইলো..... !:#P

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

Biniamin Piash বলেছেন: বোল্ড করা হয়তো প্রয়োজন ছিল না কিন্তু করাতেও কোন সমস্যা নেই বলে মনে হয়।শুধুমাত্র নিজের পরিচয়ের উদ্দেশ্যেই লিখেছি।
বড় ভাইদের সাহায্য পেলে যেকোন বাধা অতিক্রম করাই সহজ হবে।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

কুঁড়ের_বাদশা বলেছেন: সময় পেলেই ব্লগ লিখতে ও পড়তে থাকুন ;)



দার্শনিক কুঁড়ের বাদশার পক্ষে থেকে শুভ কামনা রইলা। ;)

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ দার্শনিক দাদা

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: I LIKE PHYSICS

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

Biniamin Piash বলেছেন: Keep loving

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৫

জাহিদ অনিক বলেছেন:

হ্যাপি ব্লগিং

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

Biniamin Piash বলেছেন: আপনাকে মোটামুটি চিনে ফেলেছি।

ধন্যবাদ,পাশে থাকবেন।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার পিজিক্সের সাথে অাসেন আমার কেমিস্ট্রি মিশাই।দুইজনে দুধ ভাত খাই।

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

Biniamin Piash বলেছেন: যথার্থ বলেছেন দাদা।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: কথাগুলো ভালো লাগল। ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ প্রামানিক দাদা।
ব্লগে আমার পছন্দের মানুষদের মধ্যে একজন আপনি।
পাশে থাকবেন।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: শুভ কামনা রইলো।।

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ।
সবসময় পাশে থাকবেন এবং ভাল কিছু করার অণুপ্রেরণা দিবেন।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম। হ্যাপি ব্লগিং।

০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

Biniamin Piash বলেছেন: আমার ব্লগে ঢুঁ মারলেই কবিতা পাবেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.