নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

তোমাদের নগরীতে (৩)

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২


তোমাদের নগরীতে হেটে চলি একা একা
দুপুর রোদের ঝাঁঝ মেখে গায়ে,
ক্লান্ত ভীষন,ধূসর দেখি চোখে
তবু হেটে যাই,ভর করে ভীতু পায়ে।
তোমাদের মাথা উঁচু করা অট্টালিকার ফাঁকে
চেয়ে থাকি সুদূর আকাশের দিকে,
হাজারো তারার ভিড়ে খুঁজে ফিরি চেনা মুখ
জ্বলজ্বল করে জ্বলে,তবু লাগে যেন ফিকে!
তোমাদের নগরীতে আজো স্বপ্ন দেখি
মেঘের হাওয়ায় ভেসে যাবো বহুদূর
খোলা জানালায় সাদা কাঁশফুল দেখে
দৃশ্যপটে এঁকে দিবো রঙিন স্বপ্ন সমুদ্দুর।
তোমাদের এত উষ্ণতার ভীড়ে হাতড়ে বেড়াই
একটু আগলে রাখা ভালোবাসার হাত,
নিত্য কতই বাড়ছে হাহাকারের ঝুলি
হিসেব রেখেছি কি কোন রাত?
তোমাদের নগরীতে,থমকে নেই কেউ
চলছে ব্যস্ত জীবন যার যার মত,
দেখছো যারা ঘুরে বেড়ায় দিব্যি হাসিমুখে
জানো কি তার হৃদয়ে আছে কত ক্ষত?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

Hasin mahtab বলেছেন: মন ভারী করা কবিতা একটা। :(

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

Biniamin Piash বলেছেন: হুম,কিছু আবেগ আর অনুভূতির মিশ্রণ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লাগলো । ভালো লিখেছেন ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.