নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

শশীর কাছে চিঠি

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:১৬


শশী,
কেমন আছো?সেই সৃষ্টিলগ্ন থেকে রজনীর নিকষ কালো অন্ধকার দূর করতে করতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো।কিন্তু বিশ্বাস করো,তোমার অপার্থিব সৌন্দর্যে কিন্তু একটুও ভাটা পরেনি।সেই সূচনালগ্নে তুমি যতটা রূপসী ছিলে এখনও ঠিক ততটাই রয়েছো।রাতের আকাশে লক্ষ-কোটি নক্ষত্রের মাঝে এখনো হেসে ওঠো ভালোবাসার আহ্বানে।যুগ যুগ ধরে তোমাকে দেখেছি,কিন্তু একটুও ক্লান্তি বা বিরক্তি লাগেনি।যতই তোমাকে দেখি ততই যেন মুগ্ধ হই।যেন কত রহস্য ধারণ করে রেখেছো তোমার মাঝে।উন্মুক্ত করে রেখেছো সেই রহস্যথলি,সবাই দেখছে কিন্তু কেউই বুঝতে পারছে না।কিন্তু তবুও সবাই প্রেমে পড়ছে তোমার।মানবীর রূপের বর্ণনায় তোমাকে উপমা হিসেবে ব্যবহার করা হয়।কিন্ত তোমার রূপ মানবীর মত ক্ষয়িষ্ণু নয়,তুমি অপরূপা,অনন্তযৌবনা!বহুযুগে বহুকালে কত শত কবি তোমার রূপের স্তুতি গেয়েছে,কিন্তু তবুও যেন তোমার রূপের বর্ণনা দিতে পারেনি।রকেট নিয়ে হয়তো তোমার দূরত্বকে জয় করেছে,কিন্তু তোমার ভালোবাসা জয় করার সাধ্য হয়তো কারোই নেই।তবুও মানুষ তোমার প্রেমে পরে।কবিদের কবিতায় উপমা হয়ে থাকো তুমি।প্রেমিকার মুখে হাসি ফোটাতে প্রেমিক তাকে তুলনা করে তোমার সাথেই।প্রিয়জনের সাথে খুশির মুহূর্তগুলো ভাগাভাগি করে নেয় তোমার আলোতেই।পথহারা নাবিকের পথের দিশা বাতলে দাও যেমনি,তেমনি করেই যেন আগলে রাখো জগতের সমস্ত ভালোবাসা।তাইতো তোমার থেকে চোখ ফেরাতে পারিনা।
জানি তোমার অসংখ্য ভালোবাসার পূজারি আছে,তোমার স্তুতি গাওয়ার জন্য হাজারো কবি আছে। তবুও বলছি,তোমার অনন্ত ভালোবাসা থেকে এক টুকরো কি আমাকে দেবে?ফিকে রূপের অহংকারে দগ্ধ হওয়া কোন মানবীর মন কিনে নেবো!আর বিনিময়ে তোমার জন্য নাহয় আরেকটা কবিতা লিখলাম!
ইতি
তোমার রূপের পূজারি
--------------------------------------------------------
বিনিয়ামীন পিয়াস
০২.০৩.২০১৮

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: শুধু বলব লেখা পড়ায় মন দ্যান।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪১

Biniamin Piash বলেছেন: পড়ার সময় পড়া,লেখার সময় লেখা!

২| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.