নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

উচ্ছিষ্ট কবিতা

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫


প্রতিটা কবিতার আড়ালে লুকিয়ে থাকে অনেকটা কষ্ট,
বেশ কিছু ভুলে যাওয়ার মত গল্প
কিছু ফেলে দেয়া টুকরো স্মৃতি
আড়মোড়া ভেঙে জেগে ওঠা নতুন প্রস্ফুটিত স্বপ্ন
আর, ক্ষাণিকটা মিথ্যে আশা!

সবাই হয়ত শব্দের পর শব্দ বসানো কবিতাখানা দেখে,
কিন্তু কত শত রাতের গল্প আছে,
কত রাগ, খুনসুটি, অভিমান
মিশে গেছে আঁধার কালো রাতের সাথে
তা হয়তো অগোচরেই থেকে যায়!

কেউ কেউ কবিতাটা পড়ে কিছুটা আনমনা হয়,
হারিয়ে যায় নিজের স্মৃতির ভিড়ে
আবছা আলোতে খুঁজে ফেড়ে
খুব পরিচিত কোন প্রতিবিম্ব
তারপর, হতাশ হয়ে কবিতাটা ছুড়ে ফেলে উচ্ছিষ্টের মত!

তারপর,শত-সহস্র রজনী কেটে যায় নিয়মের মত করে
মুখে মুখে পরিবর্তিত হয় গল্প
মস্তিষ্কের পরিধি ভেদ করে আসা
শব্দগুলো তবুও জ্বলতে থাকে
উচ্ছিষ্টের মাঝে সদ্য ফোটা তীব্র নক্ষত্রের মত!

বিনিয়ামীন পিয়াস
২৮.০৩.২০১৮


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: ছোট ভাই।
কবিতা পড়ে ভালোই লাগলো।
অনেক শুভ কামনা।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:০১

Biniamin Piash বলেছেন: আজকাল কবিতা পড়ার পাঠক কম।

ধন্যবাদ পড়ার এবং মন্তব্য করার জন্য।

২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:২২

নূর-ই-হাফসা বলেছেন: গল্প কবিতা পড়তেই কেবল ভালো লাগে । বাস্তবিক অর্থে আমরা রোবটিক বটে ।
কবিতায় অনেক ভালো লাগা ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৩

Biniamin Piash বলেছেন: ঠিক বলেছেন। নিজস্ব ধ্যান-ধারণা ভুলে গিয়ে আমরা রোবোটিকই হয়ে গেছি!

ধন্যবাদ,কবিতাটি পড়ার এবং মন্তব্য করার জন্য।

৩| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৭

রাফা বলেছেন: কবিতা জিবনের কথা বলে,কবিতা কখনও কখনও ইতিহাস।
কেউ কেউ কবিতায় মরেও যায়।

আপনার কবিতার স্পর্শ অনুভব করা যায়।সহজ বোধ ,ভালো লেগেছএ আমার।
ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৪

Biniamin Piash বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.