নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

ছেলে দেখার গল্প

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩



যদি মেয়ে দেখার মত ছেলে দেখার প্রচলন থাকতো তাহলে ঠিক যে যে কারণে আমাকে মেয়েপক্ষের পছন্দ হতো না তার একখানা তালিকা:

১. ছেলের গায়ের রঙ তো পোড়া। একদম প্যাক কাদার মত। এই ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে বাচ্চাকাচ্চা হবে সব নিগ্রোদের মত। ছেলে যত বড় চাকরিই করুক না কেন, চেহারা দেখলে মনে হবে অফিসের পিয়ন। নাহ, এই ছেলের কাছে মেয়ে দেয়া যাবে না।

২. ছেলের হাইট তো অনেক কম। এই যুগে ৫'-৪"/৫" কোন হাইট হলো। হোক আমাদের মেয়ে ৫', কিন্তু ৬' হাইটের ছেলে ছাড়া আমরা মেয়েই দেবো না। পরে দেখা যাবে বাচ্চাকাচ্চা হবে সব লিলিপুটের মত।

৩. ইস, ছেলের নখ দেখছেন! কেমন কালা কালা নখ! ওয়াক থু! দেখে মনে হয় যেন খ্যাত থেকে উইঠা আসছে। নাহ বাবা এই খ্যাত মার্কা ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়া যাবে না।

৪. ছেলের চেহারা জানি কেমন, দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে আর না রাখলে পিচ্চি পিচ্চি লাগে। চেহারার কোন গড়ন নাই, কোন মায়া নাই, মুখে হাসি নাই। দেখেই কেমন পাষন্ডের মত মনে হয়। নাহ এই ছেলের কাছে আমাদের মেয়ে সুখী হবে না।

৫.ছেলে তো একদম আনস্মার্ট। সুন্দরভাবে কথাও বলতে পারে না। চয়েজও কেমন মান্ধাতার আমলের। হাসতেও পারে না ঠিকমতো। নাহ এই ছেলের কাছে মেয়ে দিলে সোসাইটিতে আমাদের মানসম্মান থাকবে না!

৬. ছেলে বরিশাইল্যা। বরিশাইল্যা ছেলের কাছে মেয়ে দেয়ার তো প্রশ্নই ওঠে না।

৭. ছেলের সিজিপিএ দেখছেন! ৩ এর ও নীচে! লেখাপড়া তো কিছুই করে না, আবার নাকি কবিতা লেখে। এইসব ছেলে ভাদাইম্মা টাইপের হয়। এর কাছে মেয়ে দেয়া মানে নিজেদের পায়ে কুড়াল মারা।

সবশেষে যদি পছন্দও হয় তারপর যখন জানতে পারে ছেলে ফিজিক্স ডিপার্টমেন্ট এর তখন-

৮. কিহ, এত বড় সত্যটা আমাদের আগে বলেন নাই কেন? ফিজিক্সে পড়ে ছেলে হবেটা কি? রিকশাওয়ালা নাকি লোকাল বাসের হেল্পার? আর নাহয় রাস্তায় ঘুড়ে বেড়ানো পাগল! পাশ করে বের হইতে হইতেই তো বুড়া হইয়া যাবে, বাচ্চাকাচ্চার বাপ আর হওয়া লাগবে না। এই ছেলের কাছে আমাদের মেয়ে দিয়ে কি মেয়ের জীবনটা নষ্ট করবো নাকি! আমাদের মেয়ে তো দূরের কথা কারো মেয়েই দেয়া উচিত না এই ছেলের কাছে!

------------------------------------------------------------------

বিনিয়ামীন পিয়াস
০৭.০৪.২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নূর-ই-হাফসা বলেছেন: বাহ ভালো বলেছেন ।
ভালোই হতো

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

Biniamin Piash বলেছেন: ভাল হতো কিভাবে, আমার তো তাহলে বিয়েই হত না! :) :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: উপলব্ধি যখন হয়েছে তাইলে ছেলে দেখার আগেই ফেইজবুকে পটাই নিন একজন।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

Biniamin Piash বলেছেন: হুম, পটিয়ে তো ফেলেছিই, তাও একটু কল্পনা করলাম। :)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: বেশ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

Biniamin Piash বলেছেন: :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথা তো সত্যি!

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

Biniamin Piash বলেছেন: হ্যা, বিভিন্ন সময়ে শোনা কথাগুলো একটু ভিন্নভাবে লিখলাম।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালোই লাগল

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি যুগ আইলোরে ভাই?

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

Biniamin Piash বলেছেন: কলিযুগ :)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যত যাই হোক শেষ পর্যন্ত আগে পরে সবার বিয়ে হয়ে যায়।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

Biniamin Piash বলেছেন: হুম, তা ঠিক বলেছেন.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.