নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

এক চড়ুই পাখি...

০৬ ই মে, ২০১৮ রাত ৮:২৩


এক চড়ুই পাখি উড়ে আসে মনের আঙিনায়
ইচ্ছেহলেই কিচিরমিচির সুরে ধরে গান
মধুর ছন্দে ভরিয়ে দেয় আমার ব্যাকুল প্রাণ
সুখের স্বপ্ন দেখায় আমার ছোট্ট জীবনটায়।

আমার চোখেই সেই পাখিটা দেখে রবির আলো
বৃষ্টি হলেই লুকিয়ে পরে মনের গহীন কোণে
মন ক্যানভাসে স্বপ্ন আঁকে প্রতি ক্ষণে ক্ষণে
দূর করে সব দুর্ভাবনা মন করে দেয় ভালো।

সেই পাখিটার ডানায় চরে স্বপ্নে উড়াল দেই
কলুষতার জগত থেকে পালিয়ে অনেক দূরে
জীবন যেথায় চলে শুধু ভালোবাসার সুরে
হারিয়ে ফেলার সম্ভাবনা যেথায় মোটেও নেই।

সেই পাখিটা উড়ে বেড়ায় মনের আকাশ জুড়ে
ভালোবাসার রঙ ছড়িয়ে যায় অহর্নিশি
দুঃখগুলো বদল করে আনে মধুর হাসি
তার চারণায় ভালোবাসা জাগে আকাশ ফুঁড়ে।

পাখিটাকে হৃদমাঝারে পুষবো যতন করে
ভালোবাসা চাইলে দেবো অসীম পরিমাণে
উড়তে চাইলে উড়তে দেবো হৃদয়ের সবখানে
অনন্তকাল রাখবো বেধে মনের গুপ্ত কারাগারে!

বিনিয়ামীন পিয়াস
০৬.০৫.২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৩

আকিব হাসান জাভেদ বলেছেন: অবশেষে চড়ুই পাখিটার একটা নীড়রে ব্যবস্থা হবে। গ্রপ্ত কারাগারে তালা দিবেন না । না হয় চড়ুই পাখি কষ্ট পাবে। উড়তে দিবেন । সাথে আপনি ও উড়বেন বিহনে।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:২০

Biniamin Piash বলেছেন: পাখি উড়বে মনের আকাশে আর তাকে সঙ্গ দেবো আমি।


ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

২| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

আবু আফিয়া বলেছেন: আসলে সবাই মুক্ত থাকতেই ভালোবাসে,
ভাল লাগল ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ রাত ১০:২২

Biniamin Piash বলেছেন: কিন্তু ভেবে দেখুন সবাই কি মুক্ত? কোন না কোনভাবে কিন্তু আমরা কারো না কারো মায়াজালে বন্দী।

আপনাকে স্বাগতম।

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর লিখেছেন।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:২৪

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লিখেছেন। লিখতে থাকুন। শুভকামনা রইলো।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:২৬

Biniamin Piash বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য :)

৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: লিখেছেন চড়ুই পাখি নিয়ে। ছবি দিয়েছেন অন্য পাখির !!!!???

০৮ ই মে, ২০১৮ রাত ৩:৫৯

Biniamin Piash বলেছেন: আপনি ছাড়া আর কেউ কিন্তু খেয়াল করে নি ব্যাপারটা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.