নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

অসুস্থ্ মস্তিষ্কের উদ্ভট ভাবনা

১৩ ই মে, ২০১৮ সকাল ৭:০৭


আমার পৃথিবীটা একান্তই আমার
এখানে আমি বেঁচে থাকবো আমার মত
আমার সুখ কিংবা সম্মান, দুটোই আমার
অন্যের কি আসে যায় আমার জীবন নিয়ে?
কেউ যদি ভাবে তার কাছে সম্মানটাই অনেক কিছু সে থাকুক না তার সম্মান নিয়ে,
আমি তাকে বাধা দেবো না।
কই, তোমরা যখন ক্যারিয়ার-সম্মান এসব হ্যাশট্যাগ দিয়ে ন্যায় অন্যায় ভুলে গিয়ে
তরতর করে এগিয়ে যাও তখন তো কেউ বাধা দেয়না,
বরং আঙুল ফুলে কলাগাছ হওয়াটাকেই সবাই বাহবার চোখে দেখে,
কিন্তু আমি যদি সুখী হতে গিয়ে তোমাদের মতের বিরুদ্ধে যাই তখনই কেন মহাভারত অশুদ্ধ হবে শুনি?
তখনই কেন সোসাইটি-রেসপেক্ট নামক শব্দের শিকল পরিয়ে দেবে পায়ে?
কি হবে তোমাদের ওই তথাকথিত রেসপেক্ট দিয়ে যেখানে সুখ নেই ছিটেফোঁটাও,
আমৃত্যু অভিনয় করে যাও নিজের সাথে আর
বিদায় বেলায় ভাবো কি করলাম!
তোমাদের কি হিংসে হয় অন্যের সুখ দেখে?
যারা সারাদিন সোসাইটি আর রেসপেক্টের পেছনে না ছুটে সাধারণ কিছুর মাঝে অসাধারণ সুখ খুঁজে পায় তাদের দমিয়ে রাখতে এত কেন তোমাদের পায়তারা?
নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে অন্যের জীবনের উপর কর্তৃত্ব ফলাও?
নাকি নিজে সুখী হওনি তাই অন্যকেও পেছনে টেনে আনো?
প্রশ্নের উত্তর জানা থাকলে দিও প্রিয় সোসাইটি!
আর নাহলে বরাবরের মতই আস্তাকুড়ে ছুড়ে ফেলো যত যৌক্তিক প্রশ্নদের,
কেননা সেটাই তোমাদের মানায়!

বিনিয়ামীন পিয়াস
১৩.০৫.২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:১০

আকিব হাসান জাভেদ বলেছেন: সোসাইটি বলে এ কথা , সোসাইটি সবাই সমান না । একা লড়াইয়ে সত্যের দিকে দৌড়াতে হবে। যারা সত্যেকে মেনে নেভে না তারাই সোসাইটি। সুতরাং জগতে একা টিকে থাকার রাস্তা তৈরী করতে হবে। একদিন রাস্তা পরিস্কার হলে সেই পথেই সোসাইটি হাটবে।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩

Biniamin Piash বলেছেন: মনের কথা বললেন, ধন্যবাদ :)

২| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: নিজের মনের সব ক্ষোভ ঢেলে দিয়েছেন।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩

Biniamin Piash বলেছেন: হ্যা, জমে থাকা ক্ষোভগুলো উগড়ে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.