নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

সকল পোস্টঃ

তোমাদের নগরীতে(৪)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১


তোমাদের নগরীতে সন্ধ্যা নামে
সোডিয়াম বাতির হাত ধরে
প্রাণের জোয়ার ওঠে চায়ের দোকানে
বাধ ভেঙে যায় যেন তর্কের ঝড়ে।
রাতের আঁধারে মিশে যায়
কত-শত প্রাণের তীব্র হাহাকার
অনন্ত পথে ছুটছে সবাই
পিছু ফিরে কে শুনে কার...

মন্তব্য৬ টি রেটিং+০

মাঝেমাঝে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯


মাঝেমাঝে সবকিছু অর্থহীন মনে হয়
দূরের নীল আকাশ
মিটিমিটি তারা
দখিণা মিষ্টি বাতাস
সব যেন একাকিত্বের কথা কয়!
মাঝেমাঝে নিজেকে বড় একা মনে হয়
সবকিছু আছে
তবু,কিছু যেন নেই
এই রহস্যের ঘূর্ণিতে
বাধা পরে কেটে যায় সবটা সময়!
আশেপাশের সবাইকে...

মন্তব্য০ টি রেটিং+০

আহা কি করি!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪


চলো হাতদুটো বাড়িয়ে দেই স্বপ্নপানে
উড়ে যাই অজানায় হাওয়ার টানে
মেঘ ভেলায় চড়ে ঘুরে আসি স্বর্গপুরী
মেতেছে মন আজ,আহা কি করি!
চলো খোলা আকাশে উড়াই ইচ্ছেঘুরি
দুজনাতে অজানায় জমাই পারি
মন বাগানের যত রঙ বদল করি
উঠেছে...

মন্তব্য১ টি রেটিং+০

জীবন কাব্য

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭


জীবন বয়ে চলে নদীর ধারার মত,
কখনো ধীরে
কখনো তীব্র গতিতে
শান্ত-অশান্ত ধারার সংমিশ্রণে
যেন বহুকাল ধরে পুষে রাখা কোন ক্ষত!

সময়ের সাথে ধীরে ধীরে পাল্টে যায় গতিপথ
কমে আসে তেজ
হারিয়ে যায় সোনালী মুহূর্তরা
সুখ-দুঃখের অনুভূতি...

মন্তব্য৪ টি রেটিং+২

পরী এবং ঝাঁটা সমাচার

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১


বাইরে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে।আমি গায়ে কালো ব্লেজার পরে,চোখে কালো চশমা লাগিয়ে বৃষ্টিতে ভিজছি।যদিও এই বৃষ্টির ভিতরে রেইনকোর্ট না পরে ব্লেজার পরার কি ফায়দা আছে তা আমি বুঝতে পারতেছি না।আর এই...

মন্তব্য৮ টি রেটিং+৩

ছন্নছাড়া কবিতা

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

হাজারো মানুষের অন্তরালে লুকিয়ে রাখি নিজেকে,
পরিচয়হীন কোন পাখির মত ভেসে বেড়াই
কালো মেঘে ঢাকা গুমোট আকাশে
বহুদিনের চেনা কোন মুখ যেন খুঁজে পেতে চাই!
আষাঢ়ের অবিরাম ধারার মত ঝড়িয়ে দেই
বহুদিন ধরে জমে থাকা...

মন্তব্য৪ টি রেটিং+০

তোমাদের নগরীতে (৩)

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২


তোমাদের নগরীতে হেটে চলি একা একা
দুপুর রোদের ঝাঁঝ মেখে গায়ে,
ক্লান্ত ভীষন,ধূসর দেখি চোখে
তবু হেটে যাই,ভর করে ভীতু পায়ে।
তোমাদের মাথা উঁচু করা অট্টালিকার ফাঁকে
চেয়ে থাকি সুদূর আকাশের দিকে,
হাজারো তারার ভিড়ে খুঁজে...

মন্তব্য৪ টি রেটিং+১

তোমাদের নগরীতে (২)

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩


তোমাদের আকাশে এখন আর চাঁদ হাসেনা
মেঘের সীমানা পেরিয়ে যায় না দেখা রবি
ভোরের আলোর ছটায় ঘুম ভাঙেনা
নির্লিপ্ত অলস সকাল কাটায় তাই কবি!
তোমাদের শহরে এখন আর পাখি ডাকেনা
বাতাসে ভাসে না কোকিলের কুহু...

মন্তব্য২ টি রেটিং+০

তোমাদের নগরীতে (১)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮


তোমাদের ব্যস্ত নগরের ভিড়ে
হারিয়ে ফেলেছি নিজেকে,
হারিয়ে ফেলেছি কত শত না বলা কথা,
নীল খামে লেখা শেষ চিঠি
অথবা,নিউজপ্রিন্ট কাগজে লেখা
কিছু সস্তা প্রেমের গল্প!
কৈশোরের দুরন্ত উদ্দীপনা বা
যৌবনের প্রথম প্রেম,
আজ সবই মলিন
তোমাদের ধোঁয়াশার নগরীতে,
লুকোচুরি...

মন্তব্য৬ টি রেটিং+১

আসেন গপ্পো করি(ইহা একটি আজাইরা প্যানপ্যানানি :P )

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

আমি ব্লগে আছি ২ বছরের মত।কিন্তু এই ২ বছরে আমি অতটা নিয়মিত ছিলাম না।মাঝে মাঝে ব্লগে আসতাম,কবিতা পোষ্ট করতাম,কয়েকটা পোষ্ট পড়তাম তারপর চলে যেতাম।২০১৮ তে আমার লক্ষ্য হচ্ছে ব্লগে নিয়মিত...

মন্তব্য১৮ টি রেটিং+০

নতুন বছরের শুভেচ্ছা কবিতা

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

ধুয়ে মুছে যাক যত
ক্লান্তি-গ্লানি-বেদনা,
নতুন বছর আসছে আবার
জানাই শুভকামনা।

নতুন বছর বয়ে আনুক
সফলতা আর সুখ,
বছর শেষে গর্বে যেন
ভরে উঠে বুক।

নতুন বছর রাঙিয়ে দিবে
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতনকে বিদায় জানাই
বুক বেধে এই আশে।

ছিল যত ভুল-ত্রুটি
ঝাড়িয়ে...

মন্তব্য১৬ টি রেটিং+০

অপেক্ষা

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২


আমি তোমাতে মগ্ন ছিলাম
স্বপ্নে ছিলাম বিভোর,
রূপের অনলে জ্বালিয়েছো মোরে
খুলেছো প্রেমের ডোর।

তোমার চোখে প্রভাত দেখেছি
রক্তরাঙা ভোর,
ওই আঁখিদ্বয়ের তীক্ষ্ণ ফলকে
গেঁথেছে হৃদয় মোর।

আমার হৃদয় করেছো আকুল
তোমার চুলের ঘ্রাণে,
উষ্ণ ঠোঁটের হাসিটুকু যেন
আঘাত হানে...

মন্তব্য১৮ টি রেটিং+১

শেষ বিদায়

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪


হয়তো কোন আঁধার কালো রাতে
ঘুম ভেঙে জেগে উঠবো বিষন্ন মনে,
দেখবো দুচোখ মেলে পুরনো স্মৃতি
লুকিয়ে রেখেছি যা মনের কোণে।
ধুলো পরে হয়তো ধূসর হয়ে গেছে
ঝাঁপসা হয়ে গেছে কয়েক জায়গায়,
অনুভুতিগুলো তবু...

মন্তব্য৪ টি রেটিং+১

অসমাপ্ত কবিতা

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

একদিন এই পৃথিবীর আলো আমার চোখে পরবে না,
ভোরবেলা মুয়াজ্জিনের কন্ঠটাও হয়তো কানে যাবে না,
পাখির কিচিরমিচির ধ্বনিও হয়তো শুনতে পাবো না,
কুয়াশা ঘেরা ভোরে;
শহুরে মানুষের জেগে ওঠার দৃশ্যটাও হয়তো আর দেখবো...

মন্তব্য০ টি রেটিং+০

প্রেমকাব্য

২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫


ওই জানালার সার্ষিতে যেদিন
দেখি স্নিগ্ধ দুটি হাত,
সেদিন হতেই তোমার প্রেমে
হয়েছি কুপোকাত!

দরজার ফাঁকে যেদিন দেখি
ডাগর দুটি আঁখি,
সেদিন থেকেই মাতাল হৃদয়
কেমনে বেঁধে রাখি।

যেই দুপুরে ছাদে বসে
পিঠে এলিয়ে দিলে কেশ,
তখন থেকেই তোমার...

মন্তব্য২ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.