নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

অতঃপর

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০





তারপর একদিন, গমগমে রুমটিতে ঢুকে থমকে যাই, ফায়ারপ্লেস

ঘিরে চৌকস কারিগর আর মোহনীয়াদের

উচ্ছল সুরেলা হাসি,

শপথ এবং বস্তুতঃ কিছু অশ্লীল ঠাট্টায়

বিহ্বল চোখে

শীতরাত আমারই মত থমকে আছে যেন;



এককোণে চেয়ার টেনে বসি নিজেকে আড়াল করে

চুপচাপ ।



একটি দীর্ঘ সময় ।





গোপন ঐশ্বরিক চিহ্ন মেপে মেপে যূথবদ্ধ নারীপুরুষের

চোরা চাউনি আর বাড়তি-কমতি কোলাহল

উৎপ্রেক্ষায় কিংবা উপেক্ষায়-



সেই কবে সেই যুবকের কাছে যেতে, যে

আমাকে ভালবাসে বলেছিল, যাকে

সম্ভবতঃ ভালবাসি আমিও--জানা হয়নি আজো

একটি নিখুঁত নতুন আসনবিন্যাসের ছক আঁকি



অতঃপর..



আবিষ্কার করি

তুমি আর আমি

পাশাপাশি; বালুবেলায় জলে ভেজা নুড়ি -

জুপিটার আর মুনের রেখায় ভবিতব্য খোঁজার ছলে

ঈষৎকঠিন মুঠোয় তোমার আমি গলে গলে পড়ি ।





কথা না বলেও কথা বলে চলি আমরা দুজন

আমরা সুখী দুজন,

কোন কথা না বলে আমরা দুজন শুধুই কথা বলে চলি ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ভালো লাগল।

অনেক ভালো লেখেন আপনি।

"অনেক কথা যাও যে ব'লে কোন কথা না বলি"
গানটা আপনার জন্য :-B

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ গানটার জন্য । তবে আমার মনে হয় না আমি ভাল লিখি :(

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

শ্রাবণ জল বলেছেন: আমরা সুখী দুজন
কোন কথা না বলে আমরা দুজন শুধুই কথা বলে চলি ।


লিখেন, আপু। আপনি অবশ্যই অনেক ভাল লিখেন।

অনেক সুন্দর লিখেছেন।
ভাল লাগা জানবেন।

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৬

বৃতি বলেছেন: আপনার অনেকগুলো মন্তব্য পেয়ে অভিভূত :)

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: 'উৎপ্রেক্ষা' মানে কী?
শেষ তিনটে পংক্তি খুব ভালো লেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

বৃতি বলেছেন: উৎপ্রেক্ষা শব্দটির অর্থ অনুমান, অনুমানগত সিদ্ধান্ত।
ব্লগ আমার খেরোখাতা- এখানে হাবিজাবি লিখি, আবার মুছি। এই পুরনো লেখাগুলো আমার নিজের কাছেও অন্যরকম লাগছে দেখতে। ধন্যবাদ, খায়রুল আহসান-আপনার সৌজন্যে পুরনো দিন থেকে ঘুরে আসা হলো।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: 'উৎপ্রেক্ষা' শব্দটার মানে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। একটা নতুন বাংলা শব্দ শিখলাম।

৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৭

বৃতি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.