নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

কোন এক ভুল সময়ের গল্প

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭





একটি মুখ হন্য হয়ে খুঁজছি আমি বহুদিন ধরে ।।





টেরাসে আমার নির্বাক বিচরণে ফুঁয়ো বেড়ালটা

যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে গড়াগড়ি খায়,

তার ভারি আলস্যময় তাপপোহানো শরীর ছুঁয়ে

কফির কাপে সকালের প্রতিফলিত রোদ আর উষ্ণতা

আমার বর্তমান মেজাজ গুনে গুনে

একটি সুদৃশ্য মরীচিকা হিসেবে

সেই মুখটি আবার ফিরিয়ে নিয়ে আসে।



উজ্জ্বল চোখ আর অ্যাপ্রিকট-রাঙা ঠোঁটের

নিজস্ব তৈলচিত্রের প্রতিটি পরত

টেনে টেনে আমি সেই মুখ খুঁজি,

আকাশ আর অতলান্তের সীমা নির্ধারক

নীলচে-সবুজ জলের অধঃস্থল গভীরতায়

তার প্রতিবিম্ব খুঁজে চলি অবিরাম ।



আমি পথ ভুলে যাই প্রায়শঃ ।

নিঃসঙ্গ আত্মা এক পথনির্দেশক হিসেবে আমাকে হাত ধরে নিয়ে যায় অন্য কোথাও

আয়নার প্রদর্শিত ধূসরতা আর বিচ্যুত জানালার ওপাশে

অপর আলোয় উদ্ভাসিত সেই হাসিমুখ আমাকে ছায়াবীথির গল্প বলে যায় আজো,

স্বর্গ থেকে পারিজাত এনে দেয়া কোমল হাত সেই বাঁশিতে তার

দখিনের, আরও দখিনের সুর তোলে,

সুবিচল হৃদয়ে বিষয়সূচি পেশাদারীত্ব নিয়ে আমাকে কেবলি ভুল শেখায়!



আমি ক্রমশঃ হারিয়ে যাই ।



স্বাতী নক্ষত্র থেকে...

মহাশুন্যে...

ঘূর্ণমান...

আমি...

অন্তর্হিত...

হতে হতে...

সেই মুখ, সেই হাত...

হন্য হয়ে...

খুঁজে ফিরি...



বিন্দু হয়ে পরাবৃত্তে অবশেষে তাকে ছুঁয়ে যাই ।







আমি একা নই,

আপাত:দৃষ্টিতে যদিও একা আছি আমি,

আমি একাকী নই ।।











মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

এহসান সাবির বলেছেন: বেশ লাগলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

বৃতি বলেছেন: ধন্যবাদ :)

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

shfikul বলেছেন: +++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

ভালোই লেখছেন...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

বৃতি বলেছেন: B-) B-) সম্মানিত পাঠক, এসব হাবিজাবি পড়ার জন্য ধন্যবাদ । কেমন আছেন?

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিন্দু হয়ে পরাবৃত্তে অবশেষে তাকে ছুঁয়ে যাই!

সুন্দর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, এ ধরণের লিখা ভাল্লাগে পড়তে ||

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

বৃতি বলেছেন: থ্যাংকস মুন !

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:০৭

স্বদেশ হাসনাইন বলেছেন: পরিণত লেখা

নুতন শব্দ পেয়েছি মুগ্ধ হবার মত

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

বৃতি বলেছেন: থ্যাংকস আ লট!

৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

রানিং ফ্ল্যাশ বলেছেন:





লিখাটি চমৎকার লেগেছে আমার। তবে কিছুটা ছোট হলেও লিখাটির সৌন্দর্য্য একটুও কমতো না....


ভালো থাকুন..

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

বৃতি বলেছেন: ছোট লিখায় নিজেকে প্রকাশ করা কঠিন, আমার মত অ্যামেচার কারোর পক্ষে বেশ কঠিন । আপনার কথাগুলো আমার ভাল লেগেছে, তবে কিভাবে লিখাটা ছোট করতে পারি তা কিন্তু বুঝতে পারছি না এখনও । যা মনে হয় তাই একবারে লিখে ফেলি, হয়ত রি-রাইট করলে বেটার হত । অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য । শুভকামনা থাকলো ।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

রানিং ফ্ল্যাশ বলেছেন:



ঠিক আছে... লিখাগুলো আপনার মতোই হোক... এটা ঠিক যে রি-রাইট করলে ছোট করাটা সহজ হয়।

এভাবেই চলুক... এটা আপনার প্রকাশের ধরন... যে ভাবে প্রকাশ করলে আপনার ভালো লাগবে সে ভাবেই প্রকাশ করুন।

ভালো থাকুন...

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

বৃতি বলেছেন: আপনার কবিতাগুলো পড়লাম । চমৎকার! আরও লিখছেন না কেন?

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

শ্রাবণ জল বলেছেন: বিন্দু হয়ে পরাবৃত্তে অবশেষে তাকে ছুঁয়ে যাই ।



আমি একা নই,
আপাত:দৃষ্টিতে যদিও একা আছি আমি,
আমি একাকী নই ।।


অনেক ভাল লাগল।

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২২

বৃতি বলেছেন: থ্যাংকস :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.