নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র এবং আমি

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩





অবশেষে একটানা পাঁচদিনের বিষাদসঙ্গীত শেষে

তোমার মার্জিত সহিংসতা দৃশ্যত: একটি

মূল্যহীন প্যাকেটে পুরে

সূর্যোদয়ের রং দেখব বলে আমি সমুদ্রে গেলাম ।



খালি পায়ে

বালুর কোমল স্তর অথবা

নিম্নবর্তী শক্ত নিরেট প্রস্তর

বাতাসের প্রচন্ড বেগ

শীতল সাগরের ঢেউ

শীতল শব্দগুলো

শীতল, একের পর এক ভেঙ্গে যাওয়া, গুঁড়িয়ে যাওয়া

জলের সাদা সফেন

সৌষ্ঠব হিংস্র

চড়া সুরে প্রমত্ত এবং তারপর ধীরলয়ে ফিরে আসা

তীরে শান্তিপূর্ণ মার্জন আর সহাবস্থান

তারপর আবার সেই উন্মত্ততার চক্র ।



সমুদ্র আমার ভেতর

সমুদ্র আমার সাথে

আমি সমুদ্রের সাথে

আমি সমুদ্রের ভেতর ।



এক ঝিনুকের ভেতর এইমাত্র আমার লেখা কবিতা পাওয়া গেল ।

যাও হৃদয়, উৎসবে মেতে উঠো,

বিভ্রম আর অন্ধকার, অশ্রুজল

জলতরঙ্গ ভালবাসায় আর অজস্র প্রার্থনায়

এক কাব্যের জন্মদিন আজ ।



এই জনপ্রদর্শনের লালহলুদ বসন্তপর্বে, সুচিত্র

শিল্পের মূল্য নির্ধারণজনিত একঘেয়ে কাজসমগ্র শেষে, দিনশেষে

স্বয়ং নিজেকে পড়তে বসি, যে নিরপরাধ লাইনটানা প্রতিটি পৃষ্ঠায়

আমি এক দৈনন্দিন উদাসী পদ্য ।







মন্তব্য ৩৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম ভালো লাগা। ভালো লাগল কবিতাটা।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা । আমার ব্লগে স্বাগতম :)

২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:
এই জনপ্রদর্শনের লালহলুদ বসন্তপর্বে, সুচিত্র
শিল্পের মূল্য নির্ধারণজনিত একঘেয়ে কাজসমগ্র শেষে, দিনশেষে
স্বয়ং নিজেকে পড়তে বসি, যে নিরপরাধ লাইনটানা প্রতিটি পৃষ্ঠায়
আমি এক দৈনন্দিন উদাসী পদ্য ।


সুন্দর!!!

২য় ভালোলাগা।

++++

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন :) শুভকামনা রইল আপনার জন্য ।

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

স্বপনবাজ বলেছেন: অসাধারণ !! মুগ্ধ ! ++

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

বৃতি বলেছেন: থ্যাংকস আ লট স্বপনবাজ :)

৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলো! :)
৫ম প্লাস। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

বৃতি বলেছেন: আপনার নিকটা ইউনিক । বেশ মজার । কোথাও না গিয়ে আজ কি করলেন জানতে চাই :P
অনেক ধন্যবাদ কষ্ট করে হাবিজাবি লেখা পড়ার জন্য ।
আমার ব্লগে স্বাগতম ।

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কতিা ভাল লাগলো। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৫

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার :)

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন:
এক ঝিনুকের ভেতর এইমাত্র আমার লেখা কবিতা পাওয়া গেল ।
যাও হৃদয়, উৎসবে মেতে উঠো,
বিভ্রম আর অন্ধকার, অশ্রুজল
জলতরঙ্গ ভালবাসায় আর অজস্র প্রার্থনায়
এক কাব্যের জন্মদিন আজ ।


ভালো লাগলো। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭

বৃতি বলেছেন: থ্যাংকস আরমান । আপনার কবিতাটা বেশ ভাল লেগেছে । না থাক, আপনার ব্লগে গিয়েই বলছি :) :)

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

এম হুসাইন বলেছেন: ৬ষ্ঠ ++++++++


চমৎকার!


শুভেচ্ছা নিবেন, আশা করি ভালো আছেন।
শুভকামনা।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৩

বৃতি বলেছেন: এতগুলো প্লাস??!! ধন্যবাদ!

জ্বি, বেশ ভাল আছি । আপনার ভ্রমণ কেমন হলো? আপনার জন্য বৈশাখী শুভেচ্ছা :) :)

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

শ্রাবণ জল বলেছেন: আপনি অসাধারণ লিখেন।
আমি আগেও এসেছি, কমেন্ট করিনি। একসাথে আপনার অনেকগুলো লেখা পড়ে তারপর কমেন্ট করবো বলে।

ভাল থাকুন।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

বৃতি বলেছেন: আপু/ভাইয়া, বেশি কড়া সমালোচনা করলে কিন্তু আমার মন খারাপ হবে ।
কিডিং :P
আপনার কমেন্টের জন্য সিরিয়াসলি অপেক্ষায় থাকলাম :) :)
অনেক শুভকামনা আপনার জন্যও ।

আপনি কিন্তু অনেক ভাল লিখেন ।
অনেকের লেখা আমার বেশ পছন্দের, বলা হয়নি যদিও ।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

লেখোয়াড় বলেছেন:
মার্জিত সহিংসতা অঅর উন্মত্ততার চক্র কোন অর্থে বলেছেন?

এক ঝিনুকের ভেতর এইমাত্র আমার লেখা কবিতা পাওয়া গেল ................
........ এখানে ঝিনুক বলতে কি প্রেমিক বা প্রেমিকাকে বুঝিয়েছেন?

উৎসবই যদি হবে তো বিভ্রম, অন্ধকার, অশ্রুজল আনলেন কেন?
তবে কি ভালবাসার হিংস্রতা বা কষ্টকে দেখতে চেয়েছেন?

বলুন কবি, আমি দিশেহারা, খুব, খুব ভাল লাগল।

ভাল থাকুন অবিরত, অসীম।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০

বৃতি বলেছেন: আপনি অনেক সিরিয়াস পাঠক :)
মার্জিত সহিংসতা - শারীরিক মারধর না-সেটা স্থূল :) :) সূক্ষ্মভাবে মানসিক কষ্ট দেয়া ।

উন্মত্ততার চক্র-মনখারাপ পর্বে যে কোন সৌন্দর্যও শীতল মনে হতে পারে, সমুদ্রের ঢেউয়ের ক্রমাগত যাওয়া আসাও কারো কাছে উন্মত্ততার চক্র বলে মনে হতে পারে, কোন ব্যক্তিগত পয়েন্ট অভ ভিউ থেকে ।

ঝিনুকের অবিরত কান্না, কষ্ট আর প্রার্থনার ফসল মুক্তো । তেমনি কোন ব্যক্তির ভালবাসার কষ্ট থেকে কোন কাব্যের জন্ম হতে পারে ।

নববর্ষের শুভেচ্ছা । অনেক ভাল থাকুন ।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

বোকামন বলেছেন:
ঝিনুকের ভেতর পাওয়া কবিতায়, অতি সাধারন এই পাঠকের ভালোলাগা থাকলো !

ভালো থাকবেন কবি !

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন । নববর্ষের শুভেচ্ছা আপনার জন্য :) :)

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১১

বিষাদ সজল বলেছেন: এক ঝিনুকের ভেতর এইমাত্র আমার লেখা কবিতা পাওয়া গেল ।
কবিতায় ভাললাগা ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ বিষাদ সজল :) শুভকামনা ।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

রাফা বলেছেন: শুভ-নববর্ষ ,বৃতি।ধন্যবাদ অর্থ বলে দেওয়ার জন্য।

এত সুন্দর কবিতা লিখলেতো ঝিনুকের ভেতরেই পাওয়ার কথা। :)

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮

বৃতি বলেছেন: আদৌ কবিতা হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার ।
পড়ার জন্য ধন্যবাদ :)

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: দিনশেষে
স্বয়ং নিজেকে পড়তে বসি, যে নিরপরাধ লাইনটানা প্রতিটি পৃষ্ঠায়
আমি এক দৈনন্দিন উদাসী পদ্য ।

অদ্ভুত সুন্দর..................অজস্র ভাললাগা।

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

অদৃশ্য বলেছেন:




'' অবশেষে একটানা পাঁচদিনের বিষাদসঙ্গীত শেষে
তোমার মার্জিত সহিংসতা দৃশ্যত: একটি
মূল্যহীন প্যাকেটে পুরে
সূর্যোদয়ের রং দেখব বলে আমি সমুদ্রে গেলাম ''

___________ শুরুটা দুর্দান্ত



শুভকামনা...

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

বৃতি বলেছেন: আপনার জন্যও শুভকামনা । ধন্যবাদ ।

১৫| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:১২

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার +++

১৭ ই মে, ২০১৩ সকাল ৮:২৩

বৃতি বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান :) আপনার ছবি তোলার হাত চমৎকার!!

১৬| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: শেষ প্যারাটা সুন্দর !

একঘেয়ে কাজসমগ্র শেষে > সমগ্রকাজ শেষে নয় কেন ?

শুভেচ্ছা বৃতি :)

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

বৃতি বলেছেন: আপু, আমি আসলে একঘেয়ে কাজ কথাটাকে হাইলাইট করতে চেয়েছি, সেখানে একঘেয়ে সমগ্রকাজ কথাটায় আমার purpose served হতো না ।

আপনার জন্যও শুভেচ্ছা :) :)

১৭| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৪:০৬

খেয়া ঘাট বলেছেন: উপমা, শব্দচয়ন, বাক্য গঠন সব মিলিয়ে বাহঃ
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:০১

বৃতি বলেছেন: আপনাকেও একগুচ্ছ থ্যাঙ্কস :)

১৮| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতাটি খুবই ভাল লাগল! সমুদ্রবুকে যে জল তা উথলে উঠেছে এই কাব্যপাতায়! আমি তা উপভোগ করলাম! দারুণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.