নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

ছবি

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০





অর্ক, ছবিটা দ্যাখো, আমার ছবি এটি ।

বেশ অনেক আগের তোলা,

প্রথম দেখায় হয়ত মনে হবে

একটি লেপটানো পৃষ্ঠা, ঝাপসা দৃশ্য অথবা

ধূসর ছড়ে যাওয়া

কাগজে আঁকিবুকি যত ।



আরে বাবা, একটু খুঁটিয়ে দ্যাখো না!

ডানদিকের কোণায় গাছের ডালটা, কেমন

লালচে হয়ে আছে এখন, দেখেছ?

ঘনসবুজ ছিল কিন্তু, উঠতিবয়সি

কড়ই বা শিমুলগাছের

ডাল হয়ত;

আর বামদিকে, ছবির মাঝামাঝি থেকে উপরে দ্যাখো-

সেখানে মৃদু ঢাল ছিল,

তাতে ছোটমতন একটি ঘর ।



ছবির ঠিক মাঝখানে একটি নদী ছিল, বোঝা যায়?

পটভূমি হয়ে-

একটি নীল নদী ।

কড়ই অথবা শিমুল গাছটা ছিল সাবধানী

সারাক্ষণ কেমন নজরে রাখছিল আমায়!

পেছনে বহুদূরে, কিছু পাহাড়, কালচে পাউরুটির মত,

মেঘের মাখন গায়ে জড়িয়ে ।



(আমি যেদিন ডুবে গেলাম

ফটোগ্রাফটি তোলা হয় ঠিক তার পরদিন ।

আমি তখনও সেখানে-

ছবির মধ্যেই আছি-

নদীর মধ্যে-

অথৈ পানির নীচে ।



ঠিক কোথায় ডুবে আছি এটা অবশ্য বলা কঠিন ।

অবিকল আমি আছি নাকি বলা যেতে পারে

জলে প্রতিসরণের প্রভাবে

কতটুকু ঢাউস বড় হয়ে আছি নাকি নিতান্তই ছোট,

শেষ বিকেলের মৃদু আলোয় অস্পষ্ট লাইনটানা, অথবা

নদীর মতই নীল-

জানি না ।



অর্ক, আমাকে খুঁজে পেয়েছিল এক অস্থির কিশোর ছেলে ।

তার হাহাকার আর দুরন্ত লাফঝাঁপে নদীর মত আমিও বিরক্ত হচ্ছিলাম-

আরে বাপু, এখানেও কেন শান্তি দিচ্ছো না?

অনেক তো হলো!)



কি বললে? আমাকে খুঁজে পাচ্ছো না ছবিতে?

তোমার যথেষ্ট উৎসুক সন্ধানীচোখ আর ঋষিসুলভ ধৈর্য

নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো-

আমাকে তুমি দেখতে পাবে ।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++++++++

ভালোলাগা জানবেন ।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

বৃতি বলেছেন: থ্যাঙ্কস স্নিগ্ধ শোভন ।

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা পড়লাম! :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫

বৃতি বলেছেন: আপু/ভাইয়া, আপনার দু'টো গল্প পড়লাম । খুব মন খারাপ করা গল্প । বাকীগুলো খুব তাড়াতাড়িই পড়তে চাই । ভাল থাকবেন ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা পড়ে মনে হচ্ছিলো পূর্নেন্দুর কবিতা পড়ছি। ভালো লাগলো।

শুভেচ্ছা বৃতি।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১১

বৃতি বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভাল লাগছে । কবিতাগুলো আনড্রাফট করলে আরও ভাল লাগত ।
হ্যাঁ, কিছুটা কথোপকথন স্টাইলে লেখা । ভাল থাকবেন ।


অঃ টঃ প্রোফাইল পিকচার পছন্দ হয় নাই ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর লাগলো. ব্লগে ঘুরে যাবার কুন্ঠিত আমন্ত্রন থাকলো. যে এত ভাল লেখে তাকে আমন্ত্রন জানাতে লজ্জা লাগে

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

বৃতি বলেছেন: কি যে বলেন! আমার তো পোস্ট করতেই লজ্জা লাগে :!> :#> - এতো ছেলেমানুষি লেখা!
অবশ্যই যাব আপনার ব্লগে । শুভকামনা ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০২

একজন আরমান বলেছেন:
কথা কাব্য ভালো লাগলো। :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৬

বৃতি বলেছেন: আরমান, জীবনানন্দ দাশকে নিয়ে আপনার লেখাটি upto the mark হয়েছে । আমার প্রিয় কবি । দুঃখিত মন্তব্য করিনি বলে, অফলাইনে পড়েছি ।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১০

এম হুসাইন বলেছেন: ষষ্ঠ +


ভালো লাগলো কাব্যিক ভাব প্রকাশ।
ভালো থাকুন, শুভকামনা।



স্মৃতির খাতায় ময়লা জমলেও অক্ষরগুলো একেবারে অস্পষ্ট হয়ে যায় না.........

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১

বৃতি বলেছেন: পুরনো বন্ধুরা হাই হ্যালো করলে খুব খুশী হই কিন্তু।
ভাল থাকবেন ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

বোকামন বলেছেন:


কবিতা পড়লাম এবং দেখতে পেলাম আপনি ভালো লিতে পারেন !!
শুভকামনা জানবেন

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৩

বৃতি বলেছেন: খুশি হলাম কবিতাটি বোকামনের ভাল লেগেছে বলে।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

বোকামন বলেছেন:
দু:খিত: লিখতে
ক্ষমা করবেন

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৪

বৃতি বলেছেন: বুঝতে পেরেছি :)

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

শ্রাবণ জল বলেছেন: অন্যরকম।
সুন্দর।

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬

বৃতি বলেছেন: আপু, থ্যাঙ্কু :)

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
পাঠক পড়লেই সার্থকতা, মন্তব্যে নয় !
শুভকামনা সব সময়। :)

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬

বৃতি বলেছেন: ঠিক বলেছেন । আপনার জন্যও শুভেচ্ছা ।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক ভাললাগা রইলো।

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৭

বৃতি বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপু । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

ৎঁৎঁৎঁ বলেছেন:

কি বললে? আমাকে খুঁজে পাচ্ছো না ছবিতে?
তোমার যথেষ্ট উৎসুক সন্ধানীচোখ আর ঋষিসুলভ ধৈর্য
নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো-
আমাকে তুমি দেখতে পাবে ।


অসাধারন! অনেক অনেক ভালো লাগা রেখে যাচ্ছি!

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০

বৃতি বলেছেন: থ্যাঙ্কস ৎঁৎঁৎঁ । আপনার কবিতাগুলো আমার বেশ পছন্দের :)

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

স্বপনবাজ বলেছেন: +++++++++++

ভালোলাগা

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪০

বৃতি বলেছেন: থ্যাঙ্কস স্বপনবাজ :)

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগ মে বি রক্তে মিশে গেছে! তাই ইচ্ছে থাকলেও ছাড়া হবে না! মাঝে মধ্যে এসে পড়ে যাবো কী লিখছেন? খারাপ লিখলে সামুর মাইনাস বাটন আনামু আপনার জন্য! :D


যেসব পোষ্ট ড্রাফটে আছে তা আর ফেরানো সম্ভব না। স্যরি।

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪২

বৃতি বলেছেন: হুম বুঝেছি, আমার জন্যই মাইনাস বাটন আবার আমদানী করতে হবে সামুকে /:)
অনেক শুভকামনা আপনার জন্য ।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



অদ্ভুত ভালো লাগলো পড়তে ... অসাধারণ লিখা ...
মুগ্ধ !!


+++++++++++++++++++++++

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৩

বৃতি বলেছেন: এতগুলো প্লাস আপু!!??

আপনাকে দ্বিগুণ থ্যাংকস!!

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার একটা কবিতা।
ভালো লাগল।

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৪

বৃতি বলেছেন: থ্যাঙ্কস কাল্পনিক_ভালোবাসা :)

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯

এম হুসাইন বলেছেন: Same here.... ;)

ভালো আছেন আশা করি...... যদিও প্রিয় মাতৃভূমি আজ ভালো নেই, মনটা খারাপ......

তবুও ভালো থাকুন।

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫২

বৃতি বলেছেন: কিছুটা ব্যস্ত, তবে আছি মোটামুটি ।

ঠিক বলেছেন । দেশের যে কোন বিপর্যয়ে মনখারাপ হয় । আশা করি সংশ্লিষ্ট সবাই সামলে উঠবেন ।

আপনিও ভাল থাকুন ।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৮

শিপন মোল্লা বলেছেন: বাহ, এক কথায় চমৎকার একটি কবিতা পড়লাম।
++++

২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৭

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ ।

২০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:২১

মায়াবী ছায়া বলেছেন: বাহ চমৎকার।

০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু !! :) :)

২১| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবিটা ছাড়া কবিতা দিলে মনে হয় ভাবা যেত। কবিতা চমৎকার।

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

বৃতি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ স্বর্ণা । কেমন আছেন আপনি?

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

বৃতি বলেছেন: আসলে এটা একটা খেলার মত, কবিতার সাথে ছবি মেলানোর খেলা ।

২২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


অসাধারণ! কবিতার শেষ পরিণতি চমকপ্রদ! আপনার প্রত্যেকটি কবিতা একটা আরেকটা থেকে ভিন্ন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.