নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।। তবুও আমি জেগে উঠি ।।

০৩ রা মে, ২০১৩ রাত ১:৫০





ইতিহাসবিদ, আমাকে নিয়ে এক দীর্ঘ ইতিহাস লিখতে পারো,

তিক্তসত্য অথবা চিনিতে জারিত কিছু

আধাপাকা মিথ্যা দিয়ে,

পৃষ্ঠার পর পৃষ্ঠা

লিখে যাও তুমি মার্টিন লুথার কিং, শ্রমদিবস,

আর ২৪শে এপ্রিলের কথকতা,

এক অদ্ভুত গ্লানিময় পথে আমাকে

ধূলো মেখে ছড়িয়ে দাও,

মাড়িয়ে যাও,

পূর্বপুরুষের এনে দেয়া উপহার, দাসখত যদিও, তবু মাথা পেতে নিয়ে

তোমার নির্মোহ কলমের খোঁচাবিদ্ধ আমি

স্বপ্ন আর আশার গোড়ায় বারবার জল দিতে থাকি-



ধূলো হয়েও যেন বেঁচে থাকতে পারি ।





আলোকচিত্রী, আমার রুক্ষতায় কি তুমি বিষাদগ্রস্থ হও?

ঝরে পড়া অশ্রুর মত আমার নুয়ে পড়া কাঁধ

অর্ধনিমীলিত চোখ

নতমুখ

আমার অপ্রকাশিত আর্তনাদ সব,

আধময়লা রঙচটা কাপড়ে ঢেকে রাখা যৌনতা,

বর্ষাকালীন সাজ আর স্মোকি আইজে আমার অবিশ্বাস্য অপটুতা কি

তোমার মন খারাপ করিয়ে দেয়?

র‍্যাম্পে হেঁটে যাওয়া সারি সারি ম্যানিকিনদের

ছুরি-কাঁচিচর্চিত মেদহীন শরীর বনাম

আমার বুভুক্ষ মেদমাংসহীন শরীর

তোমার ডিএসএলআর ক্যামেরার চোখে এক করে দেখো না, দয়া লাগে ।

বিষাদ কেন জড়িয়ে আছে তোমায়?

তবে কি আমায় আরও নুয়ে ভেঙ্গে পড়া দেখতে চাও?



রাজনীতিক আর ব্যবসায়ী, আমার নোনা ঘর্মাক্ত

দু'হাজার টাকার অহংকার কি তোমার জন্য অপমানকর?

মাসশেষে আমি উচ্ছ্বাসে হেসে উঠি যেন স্বর্ণখনি পেয়েছি

আমার উঠোনে ।



মা'র পথ্য, ভাইয়ের বেতন আর ছোট বোনটার পাঁচমাস ধরে

এক নতুন জামার একটানা ঘ্যানঘেনে আবদার,

দয়া করে আমার আনন্দ প্রকটভাবে নিও না ।



আমি শ্রমিক দিবস চিনি না,

উইকেন্ড, পেইড হলিডেইজ, মিনিমাম ওয়েজ, এইট-আওয়ার-ডে

যাবতীয় উচ্চমার্গীয় শব্দসমূহ

আমার সমতল ঘিলুতে কোন বাঁক সৃষ্টি করে না; আমি শিক্ষানীতিতে

নিতান্তই অজ্ঞ, ব্যাঙের অথবা আমার মতই মনুষ্যনামধারীদের জীবনচক্র বা শারীরতত্ত্ব জানি না বলে ক্ষমা চাই; চৌদ্দশিকের

পেছনে এক কয়েদীর মতই, আহ্নিক বা বার্ষিকগতি সম্পর্কিত চলমান

কোন ধারণা নেই আমার (ক্ষমা কোরো),

চাইনিজ-ফ্রেঞ্চ- ইতালিয়ান খাদ্যযত

আমার ভোঁতা রসনায় কোন আবেদন আনে না জেনে আমি অতি সঙ্কুচিত ।

দোহাই লাগে, শুধু দু'মুঠো ভাতের হাসিটুকু থেকে আমাকে বঞ্চিত কোরো না ।



মান্যবর,

তোমাদের উচ্চকিত শব্দ দিয়ে আমাকে গুলিবিদ্ধ করতে পারো

তোমাদের চোখ দিয়ে আমাকে কেটে ফেলতে পারো

তোমাদের জিঘাংসায় আমাকে থেঁতলে হত্যা করতে পারো ।



তবু, বায়বীয় হয়ে, আমি প্রতিদিন বেঁচে উঠি ।





সভ্যতাকে মাড়িয়ে আমি জেগে উঠি

ব্যথাক্লান্ত অতীত থেকে আমি জেগে ওঠি

কালোরাতের ভয়কে পিছে ফেলে স্বপ্নচোখে আমি আবার জেগে উঠি ।



চাঁদ এবং সূর্যের মত,

নিশ্চিত তরঙ্গের মত,

মহার্ঘ উচ্চাশার মত,

তবুও আমি জেগে উঠি ।









(আমার একটি অত্যন্ত পছন্দের কবিতার ছায়া অবলম্বনে লিখেছি )

মন্তব্য ৬০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সভ্যতাকে মাড়িয়ে আমি জেগে উঠি
ব্যথাক্লান্ত অতীত থেকে আমি জেগে ওঠি
কালোরাতের ভয়কে পিছে ফেলে স্বপ্নচোখে আমি আবার জেগে উঠি ।
চাঁদ এবং সূর্যের মত, নিশ্চিত তরঙ্গের মত,
মহার্ঘ উচ্চাশার মত,
তবুও আমি জেগে উঠি ।





মানবতা জেগে উঠুক!!!


:(

০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৫০

বৃতি বলেছেন: মানবতা জেগে উঠুক!!!

ধন্যবাদ ।

২| ০৩ রা মে, ২০১৩ রাত ২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেখা। সাভার নিয়ে যতগুলো কবিতা পড়েছি, এটা তার মধ্যে অন্যতম সুলিখিত কবিতা। কেমন যেন একটা প্রতিবাদী মনোভাব সৃষ্টি হয় সামগ্রিক সিস্টেমের উপর।

আমার ভোঁতা রসনায় কোন আবেদন আনে না জেনে আমি অতিসংকুঞ্চিত ।
দোহাই লাগে, আমাকে শুধু দুমুঠো ভাতের হাসিটুকু থেকে বঞ্চিত কোরো না ।
++++


০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৫৩

বৃতি বলেছেন: ঠিক বলেছেন, সামগ্রিক সিস্টেমের উপর প্রতিবাদী মনোভাব ছাড়াও ক্ষোভ আর অনীহার সৃষ্টি হয় ।

ধন্যবাদ ।

৩| ০৩ রা মে, ২০১৩ রাত ২:৩৬

সোহাগ সকাল বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন।

০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৫৪

বৃতি বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল ।

৪| ০৩ রা মে, ২০১৩ রাত ২:৪৫

বাংলাদেশী দালাল বলেছেন:

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেখা। সাভার নিয়ে যতগুলো কবিতা পড়েছি, এটা তার মধ্যে অন্যতম সুলিখিত কবিতা। কেমন যেন একটা প্রতিবাদী মনোভাব সৃষ্টি হয় সামগ্রিক সিস্টেমের উপর।



সহমত।

++++++++++++

০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৫৫

বৃতি বলেছেন: ধন্যবাদ বাংলাদেশী দালাল ।

৫| ০৩ রা মে, ২০১৩ ভোর ৪:১০

একজন আরমান বলেছেন:
মা'র পথ্য, ভাইয়ের বেতন আর ছোট বোনটার পাঁচমাস ধরে
এক নতুন জামার একটানা ঘ্যানঘেনে আবদার,
দয়া করে আমার আনন্দ প্রকটভাবে নিও না ।


০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৫৫

বৃতি বলেছেন: :( :(

৬| ০৩ রা মে, ২০১৩ ভোর ৫:২৩

এম হুসাইন বলেছেন: রক্তে আগুন ধরানোর মতো একটা কবিতা...... সত্যি অসাধারণ।

১০০ টা + দিলাম (ভার্চুয়ালি) আর প্রিয়তে নিলাম ;)



আশা করছি ভালো আছেন...

শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকুন, নিরন্তর।

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:০০

বৃতি বলেছেন: থ্যাঙ্কু এম হুসাইন ।
সাভারের দুর্ঘটনা একটা বড় ধাক্কা দিয়ে গেছে, ভালো আছি বলতে পারছি না ।

আপনার জন্য শুভকামনা ।

৭| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:০৪

সায়েদা সোহেলী বলেছেন: ।দুর্দান্ত !!!!

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:০১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু সায়েদা সোহেলী ।

৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:০৫

বৃতি বলেছেন: আমাকে কেউ এই বানানগুলো ঠিক করে দিতে পারবেন? আমি লিখতে পারছি না ।


মারটিন, উচ্চমারগীয় ।

৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৩

রাফা বলেছেন: kbiTata porar por na log inn kore parlam na.osadharn Ekta kobita porlam briti.


Thanks.

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৭

বৃতি বলেছেন: পড়ার জন্য আপনাকেও থ্যাঙ্কস রাফা ।
ভালো থাকবেন ।

১০| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বেশ ভালো লাগলো। :)

১০ ই মে, ২০১৩ রাত ৯:২২

বৃতি বলেছেন: থ্যাঙ্কু আজ আমি কোথাও যাবো না । :)

১১| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আহ্‌ অসাম। কয়েকটা জায়গায় সুর কাটা পড়সে মনে হইতাসে।
ভালো লাগলো।


মার্টিন, উচ্চমার্গীয়, বিষাদগ্রস্থ, (ঘর্মাক্ত/ঘামার্ত কনফিউজড)।
ইতালিয়ান উচ্চারণ করতে পড়তে বেশি ভালো লাগে।

১০ ই মে, ২০১৩ রাত ৯:৩৭

বৃতি বলেছেন: শব্দগুলো ঠিক করে দিলাম আলাউদ্দিন । আপনি সবসময়ই বেশ helpful. আপনার এই গুণটা অবশ্যই appriciate করার মত । থ্যাঙ্কস আ বাঞ্চ!

হ্যাঁ, রি-টাচ করতে হবে কবিতাগুলোকে ।

০৩ রা জুন, ২০১৩ রাত ১:০২

বৃতি বলেছেন: **appreciate

১২| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৫৬

এম হুসাইন বলেছেন: মার্টিন, উচ্চমার্গীয় ;)

১০ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

বৃতি বলেছেন: থ্যাঙ্কস এম হুসাইন । বাংলা টাইপিং এ এখনও অনেক কাঁচা আমি ।

১৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০২

সায়েম মুন বলেছেন: আমি আপনার কবিতার মত করে কিছু বলতে চেয়েছিলাম। পারিনি। আপনি আমার মনের কথাগুলো বলে দিলেন যেন। এ কবিতায় অনেক ভাললাগা থাকলো।

১০ ই মে, ২০১৩ রাত ৯:৪০

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন ।

১৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৩০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বেশ ভাল হইছে. আবার আসব

১০ ই মে, ২০১৩ রাত ৯:৪১

বৃতি বলেছেন: থ্যাঙ্কস ভাঙ্গা কলমের আঁচড় ।

১৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:২১

এম হুসাইন বলেছেন: হুম আপু, সাভারের ঘটনায় আমিও স্তব্দ হয়ে ছিলাম... সামুতে আসি নি বেশি... এতোগুলো তাজা প্রাণ...... অকালে, অকারনে চলে গেলো......


সৃষ্টিকর্তা এই শোক কাটিয়ে উঠার শক্তি দিন এই কামনা করছি...
ভালো থাকুন।

১০ ই মে, ২০১৩ রাত ৯:৪৪

বৃতি বলেছেন: এতোগুলো তাজা প্রাণ...... অকালে, অকারনে চলে গেলো......


এর দায়ভার কে নেবে?

১৬| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: valo laglo kobi...................daroon likhechhen

১০ ই মে, ২০১৩ রাত ৯:৪৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কস সেলিম আনোয়ার । আমার ব্লগে স্বাগতম ।

১৭| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৮

অদৃশ্য বলেছেন:




______ দূর্দান্ত ______




শুভকামনা...

২১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৬

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য । শুভকামনা আপনার জন্যও ।

১৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম :)

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫৮

বৃতি বলেছেন: লগ ইন করতে পারছিলাম না বেশ ক'দিন ধরে, উত্তর দিতে তাই দেরি হল । অনেক ধন্যবাদ ঘুড্ডির পাইলট :)

১৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ছায়া হলেও দুর্দান্ত হয়েছে।

০৩ রা জুন, ২০১৩ রাত ১:০১

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব । ব্লগে স্বাগতম।

২০| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৪

ইনকগনিটো বলেছেন: কোন কবিতার ছায়া এটি?

পোস্ট প্রিয়তে নিসি।

০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৯

বৃতি বলেছেন: কবিতাটা পড়তে পারেনঃ

Still I Rise

You may write me down in history
With your bitter, twisted lies,
You may trod me in the very dirt
But still, like dust, I'll rise.

Does my sassiness upset you?
Why are you beset with gloom?
'Cause I walk like I've got oil wells
Pumping in my living room.

Just like moons and like suns,
With the certainty of tides,
Just like hopes springing high,
Still I'll rise.

Did you want to see me broken?
Bowed head and lowered eyes?
Shoulders falling down like teardrops.
Weakened by my soulful cries.

Does my haughtiness offend you?
Don't you take it awful hard
'Cause I laugh like I've got gold mines
Diggin' in my own back yard.

You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I'll rise.

Does my sexiness upset you?
Does it come as a surprise
That I dance like I've got diamonds
At the meeting of my thighs?

Out of the huts of history's shame
I rise
Up from a past that's rooted in pain
I rise
I'm a black ocean, leaping and wide,
Welling and swelling I bear in the tide.
Leaving behind nights of terror and fear
I rise
Into a daybreak that's wondrously clear
I rise
Bringing the gifts that my ancestors gave,
I am the dream and the hope of the slave.
I rise
I rise
I rise.


Maya Angelou

০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৮

বৃতি বলেছেন: প্রিয়তে নিসেন, শুনে সত্যিই খুশি হলাম । ধইন্যা :)

Dr. Maya Angelou এর Still I Rise কবিতার ছায়া । তাঁর কবিতাটির প্রেজেন্টেশন দেখুন ।

২১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:১৮

মায়াবী ছায়া বলেছেন: দারুণ লিখেছেন ।
অনেক ভালো লাগলো ।
ভালো থাকুন ।

০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫০

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া । আমার ব্লগে স্বাগতম । আপনার জন্যও অনেক শুভকামনা ।

২২| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮

লেখোয়াড় বলেছেন:
এমন কবিতায় বা আপনার এমন মেধায় শুধু ভাল বা দারুন হয়েছে বা ধন্যবাদ এগুলো বড়ই বেমানান।
সময়ের অভাবে শুধু তুলনাহীন বলে চলে গেলাম।
সময় পেলে আবার কথা হবে।

ভাল থাকুন বৃতি।

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৫১

বৃতি বলেছেন: লেখোয়াড়, এতো চমৎকার করে বললেন!! আমি ভাষাহীন!

আপনার জন্যও অনেক শুভেচ্ছা ।

২৩| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর একটা কবিতা ! ভালো লেগেছে।

১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৩

বৃতি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম আপু :)

২৪| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৩

পেন আর্নার বলেছেন: অন্যের কষ্টকে উপলব্ধি করে আমরা কমবেশি অনেকেই লিখি। কিন্তু লেখাটায় এই লাইনগুলো পড়ে-
''রাজনীতিক আর ব্যবসায়ী, আমার নোনা ঘর্মাক্ত
দু'হাজার টাকার অহংকার কি তোমার জন্য অপমানকর?
মাসশেষে আমি উচ্ছ্বাসে হেসে উঠি যেন স্বর্ণখনি পেয়েছি
আমার উঠোনে ।
মা'র পথ্য, ভাইয়ের বেতন আর ছোট বোনটার পাঁচমাস ধরে
এক নতুন জামার একটানা ঘ্যানঘেনে আবদার,
দয়া করে আমার আনন্দ প্রকটভাবে নিও না ।''

আমার মনে হল, আপনার উপলব্ধির অংশগুলো নিজেরাই যেন এক একটা বাস্তবতা।
একজন কষ্টকে পালতে থাকে, আর অন্যজন সেই একজনের কষ্টকে বর্ণনা করে। এরকম বর্ণনা ক'জনইবা করার শক্তি রাখে!

ভাল থাকুন সবসময়। মানবতা বেঁচে থাকুক।

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

বৃতি বলেছেন: উপলব্ধি আমরা সবাই করি, কিন্তু প্রকাশের ভঙ্গি হয়ত আলাদা থাকে ।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পেন আর্নার । আমাদের অশেষ অক্ষমতাকে স্বীকার করে নিয়েও বলি, মানবতা বেঁচে থাকুক ।
শুভকামনা আপনার জন্যও ।

২৫| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৯

পেন আর্নার বলেছেন: প্রকৃত লেখার ছায়া আপনাকে ভালই মনোবল দিয়েছে এটা লিখবার। :)

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৫

বৃতি বলেছেন: Maya Angelou এর কবিতাটা অনেক শক্তিশালী । বর্ণবাদের উপর, অসাম্যের উপর ভিত্তি করে লেখা-তাঁর নিজস্ব অভিজ্ঞতা থেকে এই উপলব্ধির জন্ম ।
আমাদের দেশের শ্রমিকরাও অনেক অসমতার শিকার, আশা করি তাঁরা খুব তাড়াতাড়ি তাঁদের ন্যায্য অধিকার পাবেন ।

আবারো, অনেক ধন্যবাদ আপনাকে :)

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

এরিস বলেছেন: আমি শ্রমিক দিবস চিনি না,
উইকেন্ড, পেইড হলিডেইজ, মিনিমাম ওয়েজ, এইট-আওয়ার-ডে
যাবতীয় উচ্চমার্গীয় শব্দসমূহ
আমার সমতল ঘিলুতে কোন বাঁক সৃষ্টি করে না; আমি শিক্ষানীতিতে
নিতান্তই অজ্ঞ, ব্যাঙের অথবা আমার মতই মনুষ্যনামধারীদের জীবনচক্র বা শারীরতত্ত্ব জানি না বলে ক্ষমা চাই; চৌদ্দশিকের
পেছনে এক কয়েদীর মতই, আহ্নিক বা বার্ষিকগতি সম্পর্কিত চলমান
কোন ধারণা নেই আমার (ক্ষমা কোরো),
চাইনিজ-ফ্রেঞ্চ- ইতালিয়ান খাদ্যযত
আমার ভোঁতা রসনায় কোন আবেদন আনে না জেনে আমি অতি সঙ্কুচিত ।
দোহাই লাগে, আমাকে শুধু দুমুঠো ভাতের হাসিটুকু থেকে বঞ্চিত কোরো না ।



আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে এই কথাগুলো!!
গল্প কবিতা সব মাথায় নিয়ে বসে আছেন!! পারেন কি করে!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

বৃতি বলেছেন: এরিস, তুমি যে কত সুন্দর লিখো! কাকে কি বলছো? :!>

তোমার লেখা গল্প কবিতা দুটোই পড়েছি- আগে বলো তুমি কি করে পারো? :P

২৭| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

ইখতামিন বলেছেন:
মনেই হয়না এক বছর আগের কবিতা পড়ছি
অসাধারণ লাগলো

২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

২৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার একটা কবিতা। Maya Angelou-র কবিতা ভাল লাগে।

প্রিয়তে নিলাম।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭

বৃতি বলেছেন: থ্যাংকস প্রোফেসর শঙ্কু :)

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৭

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার!

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

বৃতি বলেছেন: থ্যাংকস, দ্য ইলিউশনিস্ট :)

৩০| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতায় অনেক ভাল লাগা! এই কবিতা ইতিহাস হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.