নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

=একটি হারিয়ে যাওয়া সবকিছুর তালিকা, বিজ্ঞপ্তি নয়=

১৩ ই জুন, ২০১৩ রাত ২:০১



হারিয়ে ফেলা খুব কি কঠিন?



মেঝেয় বসে পা ছড়িয়ে শক্ত ঝুঁটিদুটো বেঁধে

ঝাঁপি যখন উপুড় করে

খুব ঝাঁকিয়ে

পৃথিবীটা বাইরে আনি

জানি, আর এ মনই জানে-



হারিয়ে গেছে পাঁচটি তারা, তেপান্তরের

মাঠটি আমার, বুনোফুলের গন্ধমেশা সাতটি ভুবন ।





হারিয়ে ফেলায় ভীষণ পটু, হারিয়েছি আমার ঢাকা(শুধুই ঢাকা?এক মহাদেশ

বলতে পারো), লালচে চুলের ঝিলিকমাখা এরিয়েলের স্বপ্নচোখে সাগরতলে

মুক্তো খোঁজা, মামদোভূতের ভয় দেখানো ভাইয়ের হাসি,

রুমালচোরের সইগুলো সব, রূপকথা এক, অবিনাশী,

বারবি পুতুল,

সিন্ডারেলা কাঁচের জুতো, টম সয়্যার আর

হাকলবেরি ফিনের সাথে সন্ধিশেষে আমার অধীন রাজ্যযত,

লালাবাইয়ের মন্দ্রঘোরে সুরেসুরে আঁধারবন্দী রাত্রি মুছে মায়ের হৃদয়ছোঁয়া চুমু ।





বাবার সাথে তাসপেটানো একটি দুপুর,চায়ের আমেজ, সবুজছায়ায় দোলনাচেয়ার,

একটি পুকুর, হিমসকালে ভাপা পিঠার নরম মোহ, বাদলাদিনের আড্ডাশেষে

সর্ষেইলিশ আর খিচুড়ী, তাথৈ নাচের ছন্দ রুয়ে ঘুঙুর পড়ে

আকাশ ছুঁয়ে বৃষ্টি আনার দিনগুলো সব,

রংধনু এক,

আড়ং কিংবা রাপা প্লাজায় রূপোর দুলের অলকঝরায়

দীঘল চুলের অরণ্যতা, বনলতায় নিজকে দেখা, পাখির নীড়ের

চোখটি তুলে সেই তরুনের প্রতীক্ষাতে দোদুলমনের প্রশ্নরেখা"..কোথায় ছিলেন?"





হারিয়েছি মাতালপ্রহর, চৈত্রদিনের শুষ্কখরায় তোমার পরশ, স্নিগ্ধ আবেশ,

আমার জারুল চোখের ছায়ায় তোমার বসত, চৌরাসিয়ার

বাঁশির সুরে তোমার সাথে ভুবনপাড়ির তীব্র নেশা,

বুকের ভেতর ধুকপুকে এক নষ্ট কাঁপন,

একটি চিঠি,

নীলচে সুরের মূর্ছনাতে অজানা সেই কষ্ট শুধু,

নিঝুম রাতের কান্নাভেজা প্রিয় বালিশ, স্বপ্ন দেখার স্বপ্নটুকু,

তোমার বুনোগন্ধমাখা খামের ভেতর শুকনো ফুলের পাপড়িছুঁয়ে তোমার ছবি,



আর তোমাকে ।

মন্তব্য ৬৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:৪৫

একজন আরমান বলেছেন:
শেষটাতে মন খারাপ হল।
শিরোনামটা চমৎকার হয়েছে।

১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ আরমান । সারাক্ষণ কিছু না কিছু হারাচ্ছি, মন খারাপের কিছু নেই।
অনেক শুভেচ্ছা আপনার জন্য ।

২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ছন্দ নিয়ে পড়ার চেষ্টা করলাম হলনা। একটু ছন্দ হলে মন্দ হতনা। গতানুগতিক লেখার চেয়ে অনেক বেশী আধুনিক তাই ভাল লাগল।

যেমন

হারিয়ে গেছে পাঁচটি তারা, তেপান্তরের
মাঠটি আমার, বুনো ফুলের গন্ধমেশা সপ্তভুবন ।

এখানে একটু মিল থাকলে অসাধারন হয়ে যেত।


পোস্টে ++++++++++++++++++++

১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৬

বৃতি বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো । ছন্দ মিলিয়ে লিখার কথাটা মাথায় ছিল না । তবে আবৃত্তি করলে একটা রিদম হয়ত টের পাবেন ।

এতগুলো প্লাস??!! আপনাকেও ঠিক ততগুলো ধন্যবাদ!! ভাল থাকবেন :) :)

৩| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: প্লটটা সাজিয়েছেন খুব সুন্দর করে। ভাল লেগেছে।

১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৭

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম-উদ-দৌলা । ব্লগে স্বাগতম :)

৪| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

আরজু পনি বলেছেন:

গদ্য কবিতা পড়তে ভালো লাগলো।

১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

বৃতি বলেছেন: থ্যাঙ্কস আপু :) :)

৫| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পড়তে বেশ ভালো লাগলো। :)

১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ, আজ আমি কোথাও যাবো না :) :)

৬| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: দারুণ! ছন্দকবিতা আমার খুব ভালো লাগে।

১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৩

বৃতি বলেছেন: হামা ভাই যে!

ছন্দকবিতা আমারো খুব ভালো লাগে।থ্যাঙ্কু! :)

৭| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার +++

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭

বৃতি বলেছেন: থ্যাঙ্কু ! :) :)

৮| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ছন্দ পাইনি কিন্তু পুরো লেখাটাই জোশ ! খুব্বব্বব্বব্বব্বব্বব্বব সুন্দর লাগছে কারণ এই একটা প্যারাতে সব খুঁজে পাইলাম --


হারিয়ে ফেলায় ভীষণ পটু, হারিয়েছি আমার ঢাকা(শুধুই ঢাকা?এক মহাকাশ
বলতে পারো), লালচে চুলের ঝিলিকমাখা এরিয়েলের স্বপ্নচোখে সাগরতলে
মুক্তো খোঁজা, মামদোভূতের ভয় দেখানো ভাইয়ের হাসি, সিন্ডারেলা
কাঁচের জুতো, রুমালচোরের সইগুলো সব,
বারবি পুতুল,
টম সয়্যার আর হাকলবেরী ফিনের সাথে
সন্ধিশেষে আমার অধীন রাজ্যযত, রুপকথার এক সন্ধেবেলা,
লালাবাইয়ের নির্জনতায় আঁধারবন্দী রাত্রি মুছে মা'র হৃদয়ছোঁয়া চুমু ।

--------- চমৎকার হয়েছে।

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৯

বৃতি বলেছেন: অনেক অনেক থ্যাঙ্কস আপু! :)

৯| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন সুন্দর! ! !

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৪

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ :) :)
আমি আপনার কবিতার ভক্ত । আগে বলেছি কিনা মনে নেই । শুভকামনা আপনার জন্য ।

১০| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মায়াবী ছায়া বলেছেন: ঠিক... আমরা প্রতিদিনই কিছু না কিছু হারাচ্ছি... আর হারানো স্মৃতি গুলি জমা হচ্ছি সোনালী ডায়রিতে ।।
ভালো লাগলো ।ভালো থাকুন ।

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

বৃতি বলেছেন: আমার ব্লগে স্বাগতম মায়াবী ছায়া । আপনার নিকটা চমৎকার!

১১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক অনেক হারানোর গল্প বলে ফেললেন দেখি !
ভালোলাগা জানিয়ে গেলাম !

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:০২

বৃতি বলেছেন: হুম, সুযোগ পেয়ে লম্বা তালিকা দিয়ে দিলাম :P :P

আরেকবার নাহয় একটা সবকিছু পাওয়ার তালিকা দেবো । থ্যাঙ্কস । ভাল থাকুন ।

১২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: মাঝে মাঝে ছন্দ দেখে খারাপ লাগে নি , ভালো হয়েছে :)

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

বৃতি বলেছেন: থ্যাঙ্কু ঘুড্ডির পাইলট :) :)

১৩| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

কালোপরী বলেছেন: :)

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

বৃতি বলেছেন: আপনার মত আমিও হাসলাম কালপরী :)

আপনার এই হাসি অম্লান থাকুক সারাজীবন ।

১৪| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পড়ি নাই। দাগ দিয়া গেলাম! অনেক দিন না পড়তে পড়তে কোন কিছুই পড়তে পারি না। আশাকরি ভালো আছেন।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩০

বৃতি বলেছেন: এই হাবিজাবি পড়ার দরকারও নাই B-)
ভাল আছি । তোমার কি খবর?

১৫| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দেশ থেকে ঘুরে যান! আর আশার সময় আমার জন্য একটা বারবি নিয়ে আইসেন! ওটার চোখ দিয়ে যেন আলো ঠিকরে বের হয়।

পুতুলের চোখ নিয়া একটু কবিতা আসছে! :D আপনার জন্য---


চোখের তারা; তার কার্নিশে আলোর ফোয়ারা
হাস্যজ্জ্বল চোখ; ম্রিয়মান রেখাগুলোয়
দুইটা একটা লন্ঠন জ্বালিয়ে
দূরতম বন্দরের প্রারম্ভিকা রচনা করবে।

প্রজাপতির রঙ্গিন পাখা সবুজ প্রান্তর ছেড়ে
পাথুরে নদী আর বেলাভূমি পেছনে ফেলে
উড়ে আসবে সদ্যপ্রসূত বন্দরে
রচনা করবে রঙ্গের বিলাসী অট্টালিকা!

ইথারে ছড়িয়ে দেয়া প্রাণের আর্গলে
মুনিয়া, বুলবুলির দ্বৈত সঙ্গীতে
কবিমন যাপিত জীবনের রোজানার
কূটকৌশল ছেড়ে লিখবে চোখ নিয়ে
চোখ ঠিকরে বের হওয়া আলো নিয়ে
গাইবে মোহন কলীর একটি দুইটা লাইন!!


বানান ভুল হইলে আমি দায়ী না! অনেকদিন বাংলা না লিখতে লিখতে বাংলা বানান ভুলে যাওয়াই স্বাভাবিক।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯

বৃতি বলেছেন: পুতুলের চোখ নিয়া কবিতাটা খুব সুন্দর! থ্যাঙ্কস!

কিন্তু আলাউদ্দিনের জন্য বারবি?
নিজের real-life barbie আগে নিজে খুঁজে বের করো । তোমার মেয়ের জন্য অনেকগুলো বারবি নিয়ে আসব। সত্যি সত্যি ।

১৬| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

নাছির84 বলেছেন: গতানুগতিকের বাইরে। দু-একটা লাইন মিলে গেলে আরও জমে যেত। শিরোনামটা চমৎকার। পোষ্টে ++++++++++++++।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩

বৃতি বলেছেন: দু-একটা লাইন তাহলে যেভাবেই হোক মেলাতে হবে :)
অনেক ধন্যবাদ আপনাকে ।

১৭| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বারবি লইয়া একটা মজার কাহিনী আছে! এর জন্যই আনতে বলসি।

রিয়েল বলতে কিছু আছে নাকি! যা আমার জন্য বাস্তব তা আরেকজনের জন্য পরাবাস্তব! কিংবা যাচ্ছে তাই! :|

এসব নিয়া এখন ভাবি না। এর জন্যই আগের মতো কবিতা লিখিতে পারি না। :-/

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:১২

বৃতি বলেছেন: যতই মজার কাহিনী থাকুক না কেন, তোমাকে আমি বারবি গিফট দেবো না । ভাল দেখায় না /:)

১৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থাউকগ্যা আইনেন না। গিফটও কইরেন না। তবে আসার সময় চকলেট নিয়া আইসেন এক বস্তা। একটা দাঁত গেছে, তাও চকলেট দেখলে মুখ সামলাইতে পারি না। B-))

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২১

বৃতি বলেছেন: ওক্কে ।

১৯| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হারিয়েছি মাতালপ্রহর, চৈত্রদিনের শুষ্কখরায় তোমার পরশ, স্নিগ্ধ আবেশ,
আমার জারুল চোখের ছায়ায় তোমার বসত, চৌরাসিয়ার
বাঁশির সুরে তোমার সাথে ভুবনপাড়ির তীব্র নেশা,
বুকের ভেতর ধুকপুকে এক নষ্ট কাঁপন,
একটি চিঠি,
নীলচে সুরের মূর্ছনাতে অজানা সেই কষ্ট শুধু,
নিঝুম রাতের কান্নাভেজা প্রিয় বালিশ, স্বপ্ন দেখার স্বপ্নটুকু,
তোমার বুনোগন্ধমাখা খামের ভেতর শুকনো ফুলের পাপড়িছুঁয়ে তোমার ছবি,
আর তোমাকে ।


উফ! চমৎকার। চমৎকার। !!
দারুন লেগেছে আমার!!!

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৩

বৃতি বলেছেন: থ্যাঙ্কু কাল্পনিক_ভালোবাসা ।
আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম ।

২০| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪০

লেখোয়াড় বলেছেন:
এখানে অনেকেই বলেছেন ছন্দ তারা ছন্দ পাচ্ছেন না।
আমার কিন্ত তা মনে হয়নি।
বিশেষ করে শেষের কটি লাইন অনেক ছন্দময়।

আপনার কল্পনাজগত সুদুর প্রসারিত। অনেক অনেক বিস্তৃত।
আপনার লেখাগুলো পড়ে সেটাই মানে হয়েছে।

এই কবিতাটি এতই ভাল লাগল যে সাথে করে নিয়ে গেলাম।
মাঝে মাঝে পড়তে হবে, বিশেষ করে শেষদুটি প্যারা।

ভাল থাকুন বৃতি।

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৫০

বৃতি বলেছেন: যারা ছন্দের কথা বলছেন, তাঁরা কি mean করছেন আমি হয়ত বুঝতে পেরেছি । আমি কবিতাটার গঠনের দিকে নজর রেখেছি বেশি, সময় পেলে একে ভেঙে অন্যভাবে চেষ্টা করব । এটাও থাকবে।

অনেক ধন্যবাদ লেখোয়াড় :)

২১| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব সুন্দর লিখসেন, বেশ ভাল্লাগসে।
শুভরাত্রি ||

২৭ শে জুন, ২০১৩ ভোর ৪:০৮

বৃতি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম । ভাল থাকবেন ।

২২| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

অলওয়েজ ড্রিম বলেছেন: লালাবাইয়ের/ মন্দ্রঘোরে/ সুরেসুরে/ আঁধারবন্দী/ রাত্রি মুছে/ মা'র হৃদয়/ছোঁয়া চুমু
বাবার সাথে/ তাসপেটানো/ একটি দুপুর/, চা'র আমেজ/, সবুজছায়ায়/ দোলনাচেয়ার

পুরো কবিতাটিই দলবৃত্ত ছন্দে লেখা। শুধু বোল্ড করা দুটি জায়গায় ছন্দ পতন হয়েছে। "মা'র" এবং "চা'র" বদলে মায়ের এবং চায়ের লিখলে দলবৃত্তের চার মাত্রার যে দাবি সেটা পূরণ হয়।
একটা ব্যাপার কিছুতেই বুঝলাম না পুরাটাই ছন্দের মাত্রাবিন্যাস ঠিক রেখে (ব্যতিক্রমটুকু বাদে) লেখা একটা কবিতাকে কিভাবে অনেকেই ছন্দহীন কবিতা বলে সাব্যস্ত করলেন!! আমাদের সকলের বিশেষকরে যারা কবিতা চর্চা করি জেনে রাখা উচিত যে অন্তমিল কোনো ছন্দ বা ছন্দের উপাদান নয়।
যেমন:
কোথায় যাবি আমার কাছে বল
তোরে সেখানে নিয়া যাব চল।

অন্তমিল আছে কিন্তু এটা কোনো ছন্দের মধ্যে পড়ে নি। এটাকে যদি একটু অন্যভাবে লিখি:
কোথায় যাবি/ আমার কাছে/ বল
তোরে সেখানে/ নিয়েই যাব/ চল।

তাহলে এটা মাত্রাবৃত্ত ছন্দ। কিংবা

কোথায় যাবি/ আমার কাছে/ বল
তোরে সেথা/ নিয়া যাব/ চল।

তাহলে এটা দলবৃত্ত ছন্দ।

কোথায় যাবি/ বলতো আমার/ কাছে
আমার কাছে/ বাইসাইকেল/ আছে
তোরে সেথা/ নিয়া যাব/ আমি
যেতে চাইলে/ চলরে আমার/ সাথে।

এটাও দলবৃত্ত ছন্দ। এখানে শেষের দুই লাইনে কিন্তু অন্তমিল নাই। তাই বলে পড়তে গিয়ে মোটেই কি বেসুরো লাগছে?

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

বৃতি বলেছেন: আপনার মন্তব্য থেকে অনেক কিছু জানতে পারলাম । ছন্দের প্রকারভেদ সম্পর্কে ধারণা হলো । ভুলগুলো ঠিক করলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

২৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

অলওয়েজ ড্রিম বলেছেন: O vul r o 1 jaygate ace. 1dom prothom linei. 'Ki' word ta bad dilei matra thik hoye jabe.
Kingba evabe likhle r o valo hoy: HARIYE FELA KHUB KI KOTHIN?
dukkhito banglay likhte parlamna. Amr mobile diye bangla lekha jayna pora jay. Banglay lekhar jonno amk varsity te jete hoy. Varsity'r computer use kore ami sadharonoto post dei.

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

বৃতি বলেছেন: বাংলা বা ইংলিশ- এ দুটো ভাষার কোনটাতেই আমার আপত্তি নেই ।

আবারো থ্যাঙ্কস ।

২৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

অলওয়েজ ড্রিম বলেছেন: আমরা অনেকেই ভাল কবিতা লেখি, কিন্তু ছন্দ সম্পর্কে কিছুই জানি না। ফলে যা হবার তাই - ভুল ছন্দে লেখি। ভাবছি ছন্দ নিয়ে একটা পোস্ট দেব। সেখানে ছন্দের একদম প্রাথমিক বা মূল নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা থাকবে। সহজ সূত্র সহজ ব্যাখ্যা। অন্তত এতে ছন্দের পথে হাঁটার একটা দিকনির্দেশনা পাওয়া যাবে। এবং ছন্দহীনভাবে বা ছন্দের বাঁধা এড়িয়ে চলারও একটা দিকনির্দেশনা পাওয়া যাবে।
কেমন হবে বলেন তো?

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

বৃতি বলেছেন: chhondo nie apnar post ta din, eta obosshyoi onek ke guide korbe, notun kichu janbe oneke. tobe amar ekta vabna holo- jara niyom vangen tarai onek boro kichu korte paren. sahittyer khetre pratishthanik shikkhar theke nijer creativity matter kore beshi. tobe basic shikkhata joruri- eta ami swikar kori.

apnar post er opekkhay thaklam. dolbritto chhondo ta hoyto kichuta bujhte perechi-matrabritto chhondo ekhono osposto.

valo thakben.

২৫| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

খেয়া ঘাট বলেছেন: প্রথমেই ধন্যবাদ মনিরা সুলতানাকে । উনি এ কবিতাটির কথা না বললে - চমৎকার একটা কবিতা পাঠ থেকে বন্চিত হতাম।
+++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯

বৃতি বলেছেন: মনিরা সুলতানা আপুকেও তাহলে ধন্যবাদ দিতে হয়!
আপনার থেকে একগুচ্ছ প্লাস পেতে ভালই লাগে B-) থ্যাঙ্কু ।

২৬| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১০

অলওয়েজ ড্রিম বলেছেন: tobe amar ekta vabna holo- jara niyom vangen tarai onek boro kichu korte paren.
আমি এখানে একটু নিজের মতামত যোগ করে দিয়ে আপনার সাথে একমত।
যারা নিয়ম জেনে নিয়ম ভাংগেন তারাই শেষ পর্যন্ত অনেক বড় কিছু করতে পারেন।
একজন বড় কবির উদাহরণ আপনি দিতে পারবেন না যিনি ছন্দ সম্পর্কে অজ্ঞ ছিলেন। আমি যদি নিয়মটাই না জানি তাহলে নিয়ম ভাঙাটা হচ্ছে আমার লোকদেখানো ফ্যাশন। আর এই ফ্যাশন করতে গিয়ে আমি শুধু জগাখিচুড়িই পাকাব। না হবে নিয়ম ভাঙা, না হবে নিয়মের আনুগত্য করা।

একটা ব্যাপার আপনার কল্পনাশক্তি অনেক প্রখর। নিঃসন্দেহে আপনি অনেক ভাল করতে পারবেন যদি লেগে থাকেন।

আশা করি আপনি সেটা থাকবেন।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯

বৃতি বলেছেন: আমি ঠিক তাই বলতে চেয়েছিলাম- প্রথমে বেসিক জ্ঞান থাকতে হবে অবশ্যই, তারপর নিয়ম ভাঙার চিন্তা ।

আমার লিখা অবশ্য নিতান্তই সাধারণগোছের । আপনার কাছে হয়ত পড়তে ভালো লেগেছে । অনেক ধন্যবাদ অলওয়েজ ড্রিম । শুভকামনা থাকলো আপনার জন্য । আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।

২৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: আহ আমি কমেন্ট করার আগেই ধন্যবাদ পেয়ে গেলাম :) মি হাপ্পি
আসলে কালকে অফলাইনে পড়েছিলাম এত ভালোলাগ্ল , মনে হল নিজের হারিয়ে যাওয়া সবকিছু র তালিকা এটা ,তখন শেয়ার করেছিলাম খেয়া ঘাট এর সাথে আমার ভালোলাগা ...


আমি খুব ই দুঃখ পেয়েছি নিজের জন্য যে কেন আমি এতদিন আপনার লেখা পড়ি নাই ... ইনশাআল্লাহ্‌ আর মিস হবে না আশা করছি

অনেক অনেক শুভকামনা আপু :)
চমৎকার থাকুন আর চমৎকার সব লেখা আমাদের উপহার দিন

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

বৃতি বলেছেন: আপু, আমার লেখা খুব সাধারণ, সংখ্যাতেও কম । এই কবিতাটা হয়ত আপনার কাছে ভালো লেগে গেছে এনিহাউ , মি হাপ্পি ট্যু :) :)

আমার ব্লগে স্বাগতম ।

২৮| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৩

আমি সাজিদ বলেছেন: অনেক অনেক অনেক ভালো লেগেছে কবিতাটা।প্রিয়তে নিলাম।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

বৃতি বলেছেন: আমিও অনেক অনেক অনেক খুশি হলাম । ভালো থাকবেন ।

২৯| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫

সায়েদা সোহেলী বলেছেন: :( জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে , যাচ্ছে প্রতিনিয়ত
প্রতি পলকে এক একটি জীবন মুহুর্ত! ! ।সবচাইতে মুল্যবান যা হারিয়েছি তা আমার শৈশব , শ্যামা বর্ন বার্বি , লুকোচুরি , ঘুম দুপুরে চরুইভাতি , বিকেল বেলার কানামাছি !!!

খুব করে ফিরে পেতে ইচ্ছে করে

কবিতায় ভালো লাগা +

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

বৃতি বলেছেন: আমি মাঝেমাঝে খুব নস্টালজিক হই আপু । ঠিক বলেছেন, খুব করে ফিরে পেতে ইচ্ছে করে সেই সুন্দর দিনগুলো ।

শুভকামনা রইল আপনার জন্য ।

৩০| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর। আপনি দূর্দান্ত লিখেন।

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

বৃতি বলেছেন: থ্যাঙ্কস ভাই ।
অনেক শুভকামনা আপনার জন্য ।

৩১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আরিফা হক বলেছেন: আপু আপনার সব পোস্টই মনে হয় প্রিয় তালিকায় রাখতে হবে। অনেক বেশি ভালো হয়েছে। keep it up! ^_^

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

বৃতি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি খুশি আরিফা হক । ধন্যবাদ।

এবং শুভেচ্ছা।

৩২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই কি লিখলেন এটা?


নিঝুম রাতের কান্নাভেজা প্রিয় বালিশ, স্বপ্ন দেখার স্বপ্নটুকু,
তোমার বুনোগন্ধমাখা খামের ভেতর শুকনো ফুলের পাপড়িছুঁয়ে তোমার ছবি,

আর তোমাকে ।


হৃদয় ছোঁয়া কবিতায় ভালোলাগা সাথে প্রিয়তে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ বোকামানুষ । ভাল থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.