নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

একটি সুরের জন্ম

২১ শে জুন, ২০১৩ ভোর ৫:৩১



আমি থেমে থাকিনি কখনোই-

হয়ত বুনোফুলের মৌতাতে নিপুণ বুননে

গেঁথেছিলাম এক ঐশী ফাগুণরাত,

ভেসেছিলাম ঢেউয়ের সফেদ ফেনায়, ভোররাতে

টুপটাপ শিশিরের ঝরে পড়ায়, শুকনো

পাতার মর্মরে, প্রথম চুমুর লাজুকতায়

কিংবা

অতৃপ্ত আত্মাদের

প্রার্থনায় বারবার ফিরে আসায় ।



আমার পুরোটুকু তোমার অজানাই ছিল ভাবা যায়, তিনশ' মাইল

ড্রাইভ করে লাস ভেগাসে তিনরাতের

আবছায়া স্মৃতিকাতরতায়

অস্থির আঙ্গুলে রেডিওতে ক্রমাগত স্ক্যান করে

খুঁজে পাওয়া চ্যানেল নাইন্টি সেভেন পয়েন্ট থ্রি'র সাথে

গুণগুণ করে যখন সুর ভেঁজেছিলে,

"Stop! In the Name of Love,"

মিহিসুরে গেয়ে চলা

সেই একাকী গায়কের সাথে,

ভালবেসে যে নিজেই থেমে থাকেনি;

অথবা ফ্রাইডে নাইটে

প্রেয়সীর উচ্ছলতা থেকে

একটি একটি করে বুদবুদ কুড়িয়ে

যখন নীল বেগুনি সবুজের পটচিত্র আঁকো -



আমি ভেসে আসি ।



চন্দ্রালোকে ধীরপায়ে এগিয়ে আসা রমণীর সাথে,

কখনো দীর্ঘশ্বাসের সেতু থেকে

টুপটাপ

ঝরে পড়া

কান্নার বেনোজল

পাক খেয়ে

যখন অকপট সমুদ্রে ঠাই খুঁজে নেয়,

তাতে আমার উজ্জীবন ।



তারপর একদিন,

যেন হঠাৎ সূর্য এলো-

শহরের বুকজুড়ে কোলাহল, চলন্ত ট্র্যাফিক,

ভেঁপুর একটানা শব্দ, মুখর শিশুদের ছোটাছুটি,

রান্নাঘরের টুং টাং আটপৌরে অভ্যস্ততা আর

প্রান্তিক ঝাউবনে একঝাঁক প্রাজ্ঞ মুনিয়ার দমফোট আড্ডায়

মেঘের একটি দীর্ঘ সুতনুরেখার সাথে

আমি প্রসারিত হই,

বজ্রধ্বনি আর আর্তনাদে

একটি দরজা খুলে যায়;

অস্পষ্ট শ্রুতিতে আমি হুড়মুড় করে আসন নিই-

আজ তুমি আর আমি

মুখোমুখি হতে প্রস্তুত ।



আমরা জড়িয়েছিলাম, ছুঁয়ে ছিলাম-পরস্পর

চিরকাল, অথবা অনাদিকাল থেকে

তোমাকে জানার আগে কোন এক

প্রাক ভৈঁরোরাগে,

চাঁদের মৌনতা ছুঁয়ে,

তোমার অকৈতব চারপাশ জুড়ে

একটি বিন্দু হয়ে,

তোমার স্বপ্ন হয়ে,

সবসময় ।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৭

খেয়া ঘাট বলেছেন: SMB
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১২

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট :)

২| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:০৯

যোগী বলেছেন:
জীবনানন্দদাশের ছোঁয়া বা অনেকটা তার চেয়েও বোধগম্য।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১৯

বৃতি বলেছেন: ধন্যবাদ যোগী আপনার মন্তব্যের জন্য ।

আমার শব্দজ্ঞান বলুন বা জ্ঞান বলুন- নিতান্তই স্বল্প । নিজের আনন্দের জন্য লিখি । কেউ পড়লে, মন্তব্য করলে সেটা বোনাস আনন্দ । এখানে আমি=সুর এবং তুমি=সুরের স্রষ্টা বা কারিগর জানা থাকলে আপনার কাছে হয়ত অনেক সহজ মনে হবে লিখাটা ।

আমার ব্লগে স্বাগতম ।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৬

বৃতি বলেছেন: একজন সুরের কারিগর কিভাবে সুর খুঁজে পান জীবনের সব উপকরণ থেকে, তা বলার চেষ্টা এখানে ।

৩| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:০২

বটের ফল বলেছেন: প্লাসে প্লাসে প্লাসায়িত।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ভালো থাকবেন।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৩

বৃতি বলেছেন: আপনাকে দ্বিগুণ ধন্যবাদ বটের ফল :)
শুভকামনা ।

৪| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

রেজোওয়ানা বলেছেন: ভাল লেগেছে.......

২১ শে জুন, ২০১৩ রাত ১০:২২

বৃতি বলেছেন: অনেক থ্যাঙ্কস আপু ।
শুভেচ্ছা ।

৫| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

সায়েম মুন বলেছেন: দমফোট শব্দটার সাথে পরিচিত নই। অর্থ জানালে উপকৃত হই।

বেশ লিখেছেন। সুন্দর একটা আবহে ছিলাম।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৯

বৃতি বলেছেন: দমবন্ধ করা, দম আটকানো ।
মুনিয়ারা বেশি কিচিরমিচির করে তো, তাই দমফোট শব্দটা তাদের জন্য B-) B-)
অনেক থ্যাঙ্কস ভাইয়া ।

৬| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: নীল বেগুনি সবুজের পটচিত্র আঁকো -

আমি ভেসে আসি ।


----------- এই পর্যন্ত লিখে শেষ হলে কবিতাটা পড়তে আরও ভালো লাগত !

পরের প্যারাগুলো আমার কাছে মনে হয়েছে কবিতাটা দীর্ঘ হয়েছে।

তবে -

চ্যানেল নাইন্টি সেভেন পয়েন্ট থ্রি'র সাথে
গুণগুণ করে যখন সুর ভেঁজেছিলে,
"Stop! In the Name of Love,"

====== এই প্যারার পুরোটাই অনবদ্য ! খুব সুন্দর ।

শুভকামনা বৃতি ।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩১

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৭| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৪

স্বপনবাজ বলেছেন: দুর্দান্ত বাকী কিছু পরে বলবো !

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭

বৃতি বলেছেন: ঠিক আছে । থ্যাঙ্কস স্বপনবাজ ।

৮| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: স্বপনবাজ বলেছেন: দুর্দান্ত বাকী কিছু পরে বলবো !

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৪১

বৃতি বলেছেন: দুই নিক, এক চেহারা, এক কমেন্ট /:)

৯| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

মাক্স বলেছেন: লিখাটি ভালো লাগলো!!

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স :)

১০| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ সুন্দর!!!

একরাশ ভাললাগা।

+++++++++

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫২

বৃতি বলেছেন: আপনার জন্যও একরাশ শুভেচ্ছা । ভাল থাকবেন ।

১১| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম!

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩

বৃতি বলেছেন: আমিও ধন্য হলাম :) :) থ্যাঙ্কু ।

১২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :)

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

বৃতি বলেছেন: হুমম :) :) :)

১৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, এটা আবৃত্তি করে ফেলেন।শুনতে চাই।


মুগ্ধপাঠ।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯

বৃতি বলেছেন: আবৃত্তি করার মত হয় নাই । থ্যাঙ্কস আলাউদ্দিন ।

১৪| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

(তিনি এখন প্রয়াত, খোদা তার আত্মাকে শান্তি দিক)

এই অংশটা কবিতায় মানাচ্ছে না। পাদটীকা হিসেবে দিতে পারেন।

২১ শে জুন, ২০১৩ রাত ১১:০০

বৃতি বলেছেন: লাইনটা মুছে দিলাম হাসান ভাই । তেমন জরুরী কিছু না, তাই পাদটীকা হিসেবে দিলাম না । অনেক থ্যাঙ্কস পড়ার জন্য ।

১৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

এহসান সাবির বলেছেন: আমরা জড়িয়েছিলাম, ছুঁয়ে ছিলাম-পরস্পর
চিরকাল, অথবা অনাদিকাল থেকে.................

খুব ভালো লাগলো।

২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৯

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির :)

১৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাললাগা সীমাহীন ++++++++++++++

২১ শে জুন, ২০১৩ রাত ১১:২১

বৃতি বলেছেন: ধন্যবাদও সীমাহীন :)

১৭| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর ++++++

২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৪

বৃতি বলেছেন: থ্যাঙ্কস অপূর্ন :)

১৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪৪

আমিনুর রহমান বলেছেন:

Before you break my heart



অসাধারণ ভালো লেগেছে +++

২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৪০

বৃতি বলেছেন: হাহাহাহাহাহাহ =p~ =p~ =p~
one of the oldies.

আপনার প্রোপিকটা খুব পছন্দ হল ।
ভাল থাকবেন :)

১৯| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর কবিতা অনেক ভালো লেগেছে। দ্বাদশ ভালোলাগা :)

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:০১

বৃতি বলেছেন: আপনার নিকটা দেখলে প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ গল্পটা মনে পড়ে । আমার ব্লগে স্বাগতম কুনোব্যাঙ । অনেক ধন্যবাদ :)

২০| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৩৪

রাফা বলেছেন: অসাধারণ ,বৃতি।

এমন করেই বোধ হয় সৃস্টি হয় তার স্রস্টার হাত ধরে।
সুন্দর বর্ননায় ভালো করেই ফুটে উঠেছে সুরের সৃস্টি।

ধন্যবাদ,কেমন আছেন আপনি?

অ।।ট।।-৩ দিন আগেই পড়েছিলাম কবিতাটা। কিন্তু বাংলায় কমেন্ট করবো বলে কমেন্ট করিনি তখন।

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:২৯

বৃতি বলেছেন: রাফা, আপনার কমেন্টেও অনেক ভাল লাগা । বাংলায় লিখবেন বলে অপেক্ষা করলেন- সেটা জেনেও ভাল লাগলো ।

বেশ ভাল আছি । জিজ্ঞেস করার জন্য থ্যাংকস । শুভকামনা আপনার জন্য :)

২১| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ফাস্ট ক্লাস কবিতা ।
আমার খুব ভাল লেগেছে ।
ভাল থাকুন ।

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ । শুভকামনা থাকল আপনার জন্যও ।

২২| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, এটা আবৃত্তি করার মতোই হইসে। যদিও আমি আবৃত্তি করতে পারি না বাট নিয়মিত আবৃত্তি শোনার কারনেই হোক অথবা নিয়মিত কবিতা পাঠের কারনেই হোক এটা পড়ে মনে হচ্ছে দারুণ একটা আবৃত্তি করার মতো কবিতা হইসে।

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

বৃতি বলেছেন: অনেক অনেক থ্যাঙ্কস আলাউদ্দিন । তোমার কবিতাগুলো এর থেকে অনেক ছন্দময়; আমার মত নতুনদেরকে অনুপ্রেরণা দাও-ব্যাপারটা সত্যি ভালো লাগার মত ।

২৩| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা কবিতা!! দারুন ও দূর্দান্ত। আমারও মনে হয় এটা আবৃতি করার জন্য পারফেক্ট! প্রিয়তে নিলাম।

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৪| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি তো ছন্দে লিখি না বুবু। যা আসে তাই লিখি।

বাই দ্যা ওয়ে নতুন লেখা নামান। মেলাদিন হইল পোষ্ট দিসেন।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৯

বৃতি বলেছেন: আমি অন্ত্যমিল ছন্দের কথা বলি নাই ছোটভাই, যে ছন্দ গদ্যের থেকে পদ্যকে আলাদা করে সেই ছন্দের কথা বলেছি ।

নতুন লেখা নামানোর টাইম পাচ্ছি না । তুমি নামাচ্ছো না কেন?

২৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর কবিতা :)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২০

বৃতি বলেছেন: খুশি হলাম রহস্যময়ী কন্যা । ভালো থাকবেন ।

২৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৬

বটবৃক্ষ~ বলেছেন: অনেক সুন্দর! !!!

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২১

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ!!!

২৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:০১

শায়মা বলেছেন: বুঝলাম তুমি সেই ছায়াসঙ্গী আপুনি!:)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:০৬

বৃতি বলেছেন: ঠিক বলেছ, আমিই সেই ছায়াসঙ্গী :) :) B-)

২৮| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

রোমেন রুমি বলেছেন: বাহ ;
বেশ হয়েছে ।

শুভ দুপুর
ভাল থাকবেন ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ!!!

২৯| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২৪

আমি সাজিদ বলেছেন: বেশ ভালো লেগেছে।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

বৃতি বলেছেন: থ্যাঙ্কু সাজিদ ।

৩০| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

আদম_ বলেছেন: কবিরা কবিতা কেন লিখে?
আমার মনে হয় পাঠকের জন্য না, নিজের জন্য।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

বৃতি বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখছি । কেমন আছেন আদম?
আমি তো কবি না, তাই ঠিক উত্তর জানি না ।
তবে আমি আমার জন্যই লিখি ।

ভালো থাকবেন ।

৩১| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

আদম_ বলেছেন: "আমি যদি কবি হইতাম, তবে কবিতা লিখিয়া ইহার প্রতিদান দিতাম" রবীন্দ্রনাথের লেখা এই লাইনটা আমার খুব পছন্দের। বন্ধুদের সাথে ভাব নেয়ার জন্য মাঝে মাঝে ব্যবহার করি।

ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় কবিতা লিখো...।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

বৃতি বলেছেন: "আপনি তো লিখক, কিছু লিখিয়া প্রতিদান দিতে পারেন ।" :P :)

ভালো থাকুন সবসময় ।

৩২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

আরজু পনি বলেছেন:

পড়ছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম ।
অনেক সুন্দর ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:০১

বৃতি বলেছেন: থ্যাঙ্কস আপু । আপনি হয়ত সহজেই মুগ্ধ হন :) অনেক সুন্দর একটা গুণ । ভালো থাকবেন ।

৩৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯

মায়াবী ছায়া বলেছেন: অসাধারন সুন্দর লিখা । মুগ্ধ হলাম আপু ।
ভাল থাকুন ।।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া । আপনিও ভাল থাকুন ।

৩৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


প্রেমময় কাব্য! সুনিপুণ লেখনশৈলী! ভাল লাগবে সহস্রবার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.