নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।। একজন মা, একটি বাংলাদেশ ।।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৩







আমার অনিমেষ অপেক্ষার সেখানেই ছিল শুরু অথবা শেষ।



যে দুপুরে সমগ্র পৃথিবী

হঠাৎই

এক পৌরাণিক দক্ষযজ্ঞে পরিণত হলো- সুর অসুর কে জানা নেই, শুধু হলকা আগুন,

টায়ার আর মাংসপোড়া গন্ধে; হাহাকার, মৃত্যুনাদে

অচিরেই নিজেকে খুঁজে পাই ভুঁইফোড় পার্শ্ববর্তী হাসপাতালে

শাদা লাল কালোর ভিড়ে -

সেই থেকে আমার প্রতীক্ষার পালা শুরু, অথবা শেষ।





অজস্র টিভি ক্যামেরা আর ফ্ল্যাশলাইটে কেন যেন

ভিআইপি ভেবে ফেলি নিজেকে,

ডাক্তার আর নার্সদের দরজা ঠেলে

ক্রমাগত আনাগোনায় চমকিত হই, রাজন্যরাও ইতোমধ্যে এসে গেছেন,

"আমাদের আর কিছু দরকার নেই, দরকার কি স্কুল-কলেজ-অফিস-আদালত-ব্যবসাবাণিজ্যে? আমাদের দরকার শুধু হাজার হাজার-বিছানাবিশিষ্ট হাসপাতাল। আজ থেকে

সমগ্র বাংলাদেশকে

হাসপাতাল ঘোষণা করা হলো।

রোগী ছাড়া অন্যরা চলে যান-বিরক্ত করবেন না,

আমাদেরকে প্রাণভরে সেবা করতে দিন।"





আমি পলকহীন পাশে তাকাই,

সারি সারি বিছানা, খটখটে ভালবাসাবর্জিত বিছানা।

হাজার হাজার বিছানা, যাত্রিবাহী ট্রাফিকের মত অদ্ভুতদর্শন বিছানা।

বিকৃত শরীরসমূহ নিয়ে শুন্যতার বিছানা।

লাল ঘৃণার বিছানা।

"আমি মরতে চাই"-বলে চীৎকাররত সেই যুবকের কুঁকড়ে ছোট হয়ে যাওয়া বিছানা।

পৃথিবীর শেষসীমায় পৌঁছে গেছে যে জাহাজ, তার মত বিছানা।

আই.ভি. এর ড্রিপ সেখানে পতাকা হয়ে ওড়ে।





অর্ক, সময় কাটানোর জন্য চলো এই বিছানাগুলো নিয়ে

কিছুক্ষণ বিন্যাস-সমাবেশ খেলি...

কত কম সময়ে ঘরটাতে কে কত বেশি বিছানা আঁটাতে পারি তার পরীক্ষা হয়ে যাক...





প্রিয়তম, ভীষণ ক্লান্ত এখন আমি ...

আমার শূন্যচোখে চোখ রাখো তো!

শরীরের এই শুন্যস্থানে তোমার হাতও রাখতে পারো,

আজ দুপুর একটা পর্যন্ত সেখানে আমার হাত ছিল, তোমার গলা জড়িয়ে রাখত যে হাত।

কান পেতে শোন,

আমি যে চাঁদের মতই থমকে গেছি!

আমার অস্তিত্ব জুড়ে খুব ভালবাসা ছিল, কোলজুড়ে আজ যে চাঁদের আসার কথা ছিল,

ঘুমপাড়ানি মায়াবী এক গান ছিল, "চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা..."

ভয়াল শাদা বিছানায় আমি-চাঁদ-গান অঙ্গারকালো, হারিয়ে গেছি।





ভালবাসা-মায়া-প্রীতি কাগুজে উদ্ভট এসব শব্দ ছুঁড়ে ফেলো! পুড়িয়ে ফেলো!

আমাদেরকে পোড়ানোর মত।

তার চেয়ে এই কি ভাল নয়? আমাদের স্বপ্নের শিশু বেড়ে উঠুক হস্ত-পদ-মস্তিষ্কবিহীন।

কি দরকার মানবীয় পশ্চাদপদতায়?

সচেতনতা, নৈতিকতা- সেতো আর্কাইভের জমে থাকা পুরনো গন্ধ! তামাদি। উচ্ছিষ্ট।

প্রাগৈতিহাসিক অথবা হলোগ্রাফিক এই পৃথিবীই কি আমাদের চাওয়া নয়?





আমার চারপাশ জুড়ে ককটেল, বোমা আর বিস্ফোরণে বিজয়ের নবজাগরণ।

অর্ক, এ তো আমাদের বিজয়! অতি-প্রতীক্ষিত বিজয়! চলো, দরজা বন্ধ করে আজ আমরা সশব্দময় অগ্নিঝরা বিজয়োৎসব করি।

আবার আমাদের রক্ত ঝরুক, সাথে ঝরে যাক আমাদের মানবিকতা ...



মন্তব্য ৭২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৪

খেয়া ঘাট বলেছেন: আজ থেকে
সমগ্র বাংলাদেশকে
হাসপাতাল ঘোষণা করা হলো।
++++++++++++++++++

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৭

বৃতি বলেছেন: আপনি তাহলে রাজন্যদের দলে B-) B-)

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আজ থেকে
সমগ্র বাংলাদেশকে
হাসপাতাল ঘোষণা করা হলো।
রোগী ছাড়া অন্যরা চলে যান-বিরক্ত করবেন না,
আমাদেরকে প্রাণভরে সেবা করতে দিন।"


যদি তাই হয়
তবে

রোগী হওয়াটাই উত্তম!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৬

বৃতি বলেছেন: ঠিক বলেছেন, আমরা আমজনতা রোগী-ই থাকতে চাই ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৪

পাঠক১৯৭১ বলেছেন: ওকে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৮

বৃতি বলেছেন: ওকে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: এসব পুড়াপুড়ি আর মারামারি বন্ধ হউক !

কবিতা ভালো লাগছে

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

বৃতি বলেছেন: আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাচ্ছি । এসব পুড়াপুড়ি আর মারামারি বন্ধ হউক !

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩০

রাফা বলেছেন: তিব্র ধিক্কার আর প্রতিবাদের সময় শেষ ।এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে।
৭১-এর মত একতাবদ্ধ হয়ে মোক্ষম আঘাতে এর যবনিকা টানতে হবে।
এর কোন বিকল্প নেই। খালি হাতে তখন যদি জয়ি হোতে পারি-এখন তার চাইতে শহস্রগুন শক্তিশালী আমরা কাজেই জয় আমাদের সুনিশ্চিত।

খুব ভালো লিখেছেন বৃতি~~~
ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

বৃতি বলেছেন: আমাদের মুক্তচিন্তার বিকাশ ঘটুক । আমরা যেন আর পেছনদিকে না হাঁটি ।
অনেক ধন্যবাদ রাফা । ভাল থাকবেন ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

একজন আরমান বলেছেন:
আমি পলকহীন পাশে তাকাই,
সারি সারি বিছানা, খটখটে ভালবাসাবর্জিত বিছানা।
হাজার হাজার বিছানা, যাত্রিবাহী ট্রাফিকের মত অদ্ভুতদর্শন বিছানা।
বিকৃত শরীরসমূহ নিয়ে শুন্যতার বিছানা।
লাল ঘৃণার বিছানা।


এমন লেখায় মন্তব্য করার কিছু খুঁজে পাচ্ছি না।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

বৃতি বলেছেন: মন্তব্য আসলেও নিষ্প্রয়োজন । ধন্যবাদ আরমান ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লিখসেন বৃতি ||

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ মুন ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

ইখতামিন বলেছেন:
এটা কি বাংলাদেশ, না অন্য কোথাও!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

বৃতি বলেছেন:
এটা এই সময়কার বাংলাদেশের ছবি :(

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

অদৃশ্য বলেছেন:





ভালো লেগেছে লিখাটি...



বৃতির জন্য
শুভকামনা...

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য । আপনিও শুভকামনা জানবেন ।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

আকাশদেখি বলেছেন: একটা দেশের কি ভয়াবহ চিত্র

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

বৃতি বলেছেন: ভয়াবহ, অস্বস্তিকর, মর্মান্তিক । আমাদের মানসিকতা বদলে দিচ্ছে এই পরিবেশ ।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: কি আর বলব ! ভাষা খুজে পাচ্ছি না ।
কবিতায় ভাল লাগা থাকল । শুভকামনা রইল । ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

বৃতি বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন ।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন লিখেছেন। পুরো কবিতায় যে লাইনটি আমার কান বাজছে তা হলো,
আজ থেকে
সমগ্র বাংলাদেশকে
হাসপাতাল ঘোষণা করা হলো।

অনেক গভীর অর্থই তা বহন করছে।

যাই হোক, পঞ্চম ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

বৃতি বলেছেন: আমরা অসুস্থ হয়ে যাচ্ছি ক্রমশঃ । কিছু পরিবর্তন দরকার, খুব শিগগীরই ।

পঞ্চম ব্লগ দিবসের শুভেচ্ছা আপনার জন্যও ।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের সচিত্র প্রতিবেদন। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

বৃতি বলেছেন: দুঃখজনক সচিত্র প্রতিবেদন ।

শুভেচ্ছা ।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

মামুন রশিদ বলেছেন: অসাধারণ! প্রাগৈতিহাসিক আর হলোগ্রাফিক কবিতা!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

বৃতি বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই । এরকম কবিতা চাই না, মানবিক কবিতা চাই ।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর হইছে বৃতি আপু!!!!!!!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু শুঁটকি মাছ । ভাল থাকবেন ।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

সুমন কর বলেছেন: ভাল লাগল। আমরা এসব সমস্যার শীঘ্রই সমাধান চাই।।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

বৃতি বলেছেন: শুধুমাত্র কিছু মানুষের স্বার্থরক্ষার জন্য তৈরি এই অমানবিক পরিবেশ চাই না ।

ধন্যবাদ সুমন কর ।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: খুবই চমৎকার লিখেছেন! মুগ্ধপাঠ !


ভালবাসা-মায়া-প্রীতি কাগুজে উদ্ভট এসব শব্দ ছুঁড়ে ফেলো! পুড়িয়ে ফেলো!


কিছু অঙ্ক আবার প্রথম থেকে করা দরকার, উত্তর মিলছেনা!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু ৎঁৎঁৎঁ ।

আমাদের আত্মসমালোচনা দরকার, জরুরীভাবে ।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সায়েম মুন বলেছেন: সামগ্রিক সময়চিত্র ফুটিয়ে উঠেছে কবিতায়। খুব ভাল লিখেছেন। ঝাঁঝালো।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

বৃতি বলেছেন: ধন্যবাদ সায়েম মুন । সমসাময়িক বাংলাদেশের কিছু ছবি দেখে আমি শিউরে উঠেছি, জানি না দেশের মানুষ কিভাবে সামলে নিচ্ছেন এই পরিস্থিতিকে ।

খুব তাড়াতাড়ি এই ভয়াবহ চিত্র বদলে যাক ।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন: আজ থেকে
সমগ্র বাংলাদেশকে
হাসপাতাল ঘোষণা করা হলো।
রোগী ছাড়া অন্যরা চলে যান-বিরক্ত করবেন না,
আমাদেরকে প্রাণভরে সেবা করতে দিন


দারুন লিখছেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

বৃতি বলেছেন: থ্যাঙ্কু নাজিম-উদ-দৌলা ।
শুভকামনা থাকল আপনার জন্য ।

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: কবিতার কনসেপ্ট এবং এক্সিকিউশন দুটোই খুব ভালো হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

বৃতি বলেছেন: থ্যাঙ্কু হাসান ভাই ।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

মশিকুর বলেছেন:
দুর্ভাগার আর্তনাদ। দুঃখজনক:(

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

বৃতি বলেছেন: দুর্ভাগাদের এর থেকে উত্তরণের উপায় জানা নেই । সত্যি দুঃখজনক ।

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: "আমাদের স্বপ্নের শিশু বেড়ে উঠুক হস্ত-পদ-মস্তিষ্কবিহীন " ধাক্কা দিয়ে গেলো । শুভেচ্ছা , ভালো লাগা !

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

বৃতি বলেছেন: শিশুদের জন্য একটা সুন্দর আগামী নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল । তার বদলে তাদেরকে কিছু ভীতিকর অভিজ্ঞতা দিচ্ছি আমরা ।

শুভেচ্ছা জানবেন আপনিও ।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

শায়মা বলেছেন: :(


মন খারাপের কবিতা

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

বৃতি বলেছেন: মন খারাপের কবিতা লিখতে চাই না, তবু লেখা হয়ে যায় । এবার একটা মন ভালোর কবিতা লিখব আপু :)

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি ভালো লিখেন।
আজকের পর বলবো, আপনি অদ্ভূত রকমের ভালো লিখেন।
সমসাময়িক স্বদেশ কি দারুণ ফুটিয়ে তুললেন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

বৃতি বলেছেন: কবিদের কাছ থেকে কবিতার সমালোচনা পেতে বেশ ভাল লাগে । আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো । তবে কবিতার দুর্বল দিকগুলো ধরিয়ে দিলেও খুশি হব ।

ভাল থাকবেন দূর্জয় ।

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাহ! চমৎকার !

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

বৃতি বলেছেন: থ্যাঙ্কু মাননীয় মন্ত্রী মহোদয় ।

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চারপাশে মৃত্যুর উৎসব ,
আমার বুকের ওপর দাঁড়িয়ে
রাজপথে আমায় পোড়ায়
বীভৎস রাজনীতি ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

বৃতি বলেছেন: কার কবিতা এটা?

শুভকামনা জানবেন ।

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
চমৎকার লিখেছেন বৃতি।

আপনার আমার সবার নিরাপদ জীবন কামনা করছি। আর কিছু করার নেই আমার।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

বৃতি বলেছেন: ঠিক তাই, চাইলেই রাতারাতি কিছু বদলে যায় না । তবে সচেতনতা সবার মাঝে আসুক সেটাই কাম্য ।

শুভকামনা জানবেন ।

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

অদ্বিতীয়া আমি বলেছেন: আজ থেকে
সমগ্র বাংলাদেশকে
হাসপাতাল ঘোষণা করা হলো।

চমৎকার লিখেছেন বৃতি আপু । এখনকার বাংলাদেশ ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া ।

ভাল থাকবেন ।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতাটা আমার লেখা ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬

বৃতি বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতার অংশটুকু ।

৩০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০

যোগী বলেছেন:
আপনার এই সমসাময়িক বিষয় গুলোকে নিয়ে লেখার প্রবনতা সত্যিই অনুকরনীয় হওয়া উচিৎ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

বৃতি বলেছেন: অনেক থ্যাঙ্কস যোগী :)

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনিমেশ অপেক্ষা, এই শব্দযুগল ভালো লাগে নাই।

ক্রমাগত আনাগোনায় চমকিত হই, রাজন্যরাও ইতোমধ্যে এসে গেছেন,
"আমাদের আর কিছু দরকার নেই, দরকার কি স্কুল-কলেজ-অফিস-আদালত-ব্যবসাবাণিজ্যে? আমাদের দরকার শুধু হাজার হাজার-বিছানাবিশিষ্ট হাসপাতাল। আজ থেকে
সমগ্র বাংলাদেশকে
হাসপাতাল ঘোষণা করা হলো।
রোগী ছাড়া অন্যরা চলে যান-বিরক্ত করবেন না,
আমাদেরকে প্রাণভরে সেবা করতে দিন।"



আমাদের রাজকন্যারা এসে গেছেন, শ্লাগা মিশ্রিত অভিব্যাক্তি আপু। সাব্বাস, কলম এমনটাই ধারালো হোক।

শুভেচ্ছা আপু।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

বৃতি বলেছেন: থ্যাঙ্কস আলাউদ্দিন। দেরিতে উত্তরের জন্য দুঃখিত, ব্লগে লগ-ইন এ কিছুটা অসুবিধা হচ্ছিল।

শুভেচ্ছা তোমার জন্যও ।

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

এহসান সাবির বলেছেন: দারুন ।

নতুন বছরের শুভেচ্ছা!

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

বৃতি বলেছেন: থ্যাঙ্কু এহসান সাবির। নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও :)

আমি কিন্তু এখনো ৩১শে ডিসেম্বর, ২০১৩ এ আছি ।

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

ইখতামিন বলেছেন:
নতুন বছর শুভ হোক

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

বৃতি বলেছেন: অনেক থ্যাঙ্কস ইখতামিন । নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও :)

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৯

খেয়া ঘাট বলেছেন: আমি কোন্দলে নাই মানে কোন দলে নাই। !:#P !:#P !:#P
নতুন বছরের শুভকামনা রইলো প্রিয় বৃতি আপু।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

বৃতি বলেছেন: কোন্দলে না থাকাই ভাল।

আপনার জন্যও শুভকামনা খেয়াঘাট।

৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

সকাল রয় বলেছেন: প্রিয়তম, ভীষণ ক্লান্ত এখন আমি ...
আমার শূন্যচোখে চোখ রাখো তো!
শরীরের এই শুন্যস্থানে তোমার হাতও রাখতে পারো,
আজ দুপুর একটা পর্যন্ত সেখানে আমার হাত ছিল, তোমার গলা জড়িয়ে রাখত যে হাত।
কান পেতে শোন,
আমি যে চাঁদের মতই থমকে গেছি!
আমার অস্তিত্ব জুড়ে খুব ভালবাসা ছিল, কোলজুড়ে আজ যে চাঁদের আসার কথা ছিল,
ঘুমপাড়ানি মায়াবী এক গান ছিল, "চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা..."
ভয়াল শাদা বিছানায় আমি-চাঁদ-গান অঙ্গারকালো, হারিয়ে গেছি।



।।।। ভাষার ব্যবহার মুগ্ধতা এনে দেয়! যেন আবৃতি শুনছিলাম। খুব ভালো লাগলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কু সকাল রয় । আপনার ভাল লাগায় আমারও ভাল লাগলো ।

শুভেচ্ছা।

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৪

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
নীরবতাই হয়তো লিখাটির যোগ্য মন্তব্য ...
ভালো থাকুন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৭

বৃতি বলেছেন: ব্লগে স্বাগতম জোবায়েদ-অর-রশিদ।

আপনিও ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.