নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।। এখনো তোমারই আছি

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫







আমি এখনো তোমারই আছি।



অনুচ্চ সময়ের ঘোরে এক আশ্চর্য ভাস্বর নিয়মে শ্রান্ত দুপুরের মৌনতায়,

ক্লান্তিতে আর হতাশায় যেদিন একঝাঁক হরিয়াল উড়ে গেছে,

বলে গেছে তারা- নেই নেই নেই ...

স্থিততায়, কোথাও নেই আমি, তবু জেনো-

একটি ঝরাপাতায় আছি,

অশ্বত্থের রুখু গায়ে বনলতায়- জড়িয়ে আছি অযাচিত ব্যাপ্তিতে তোমার-

আমি তোমাতেই আছি।



অবুঝ বালিকার নাকছাবিতে

নীলপদ্ম যখন আকাশের ছায়া মেলে ধরে, আনমনা হঠাৎই তুমি-

অপর মাহেন্দ্রক্ষণে প্রেয়সীর রাঙা ঠোঁটে অস্থির চুম্বনে, চুলে-গ্রীবায়-উষ্ণতায়

চিবুকের ইতস্তত তিলে কখনো কি খুঁজেছ আমায়?



মিশে আছি সেখানেও আমি- স্বেদে আর বিচ্ছেদে।



অবরোধে বিক্ষোভে আছি, যুবকের দৃঢ় চোয়ালের খাঁজে,

একশ'চুয়াল্লিশ ধারায়, মিলিটারি বুটে আর হতাশ স্থাপত্যে, অস্থির ধূলোয়,

রাজপথের অবিচল নৈবেদ্যে আমি আছি।



আমাকে কবিতায় রাখো, হৃদয়ে না রাখো, বাক্স- পেঁটরায়- ঝাঁপিতে

ডালাবন্ধ পুরনো গন্ধের সাথে, নিদেনপক্ষে দু'ছত্রে কোন অক্ষরবৃত্তে-

ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে

সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও।



বারোয়ারি মুদির দোকানে নিত্য চাল-ডাল-তেলের হিসেবের খাতায়,

চায়ের মোলায়েম চুমুকে কিংবা বন্ধুর প্রাণখোলা আড্ডায়

যদি কখনো খুঁজে পাও প্রিয়,

সিগারেটে আমায় ধরে একবুক শ্বাস নিও, তারপর জ্বালিয়ে দিও।



মন্তব্য ১২০ টি রেটিং +১০/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

একজন আরমান বলেছেন:
যদি কখনো আমায় খুঁজে পাও প্রিয়,
সিগারেটে আমায় ধরে একবুক শ্বাস নিও, তারপর জ্বালিয়ে দিও।


ডাইরেক্ট টু হার্ট !

বেশি কিছু বলতে নেই। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু আরমান। আমিও বেশি কিছু বললাম না :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

খেয়া ঘাট বলেছেন: বাহ!! শেষের লাইনটি দারুন হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

বৃতি বলেছেন: সিগারেট আমার একদমই অপছন্দের জিনিস, শুধুমাত্র কবিতার স্বার্থে একে কবিতায় আনা।

থ্যাঙ্কু খেয়াঘাট।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

অরুদ্ধ সকাল বলেছেন: so nice. khub valor laglo

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

বৃতি বলেছেন: থ্যাঙ্কু অরুদ্ধ সকাল । আমার ব্লগে স্বাগতম :)

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন:
আমাকে কবিতায় রাখো, হৃদয়ে না রাখো, বাক্স- পেঁটরায়- ঝাঁপিতে
ডালাবন্ধ পুরনো গন্ধের সাথে, নিদেনপক্ষে দু'ছত্রে কোন অক্ষরবৃত্তে-
ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে
সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও।


গত কয়েকদিনে যে কয়েকটা পড়েছি , তার মধ্যে এটা অনবদ্য, অন্যতম সেরা!
বেশী বেশী লিখা শুরু করেন দেখি!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু অভি :)

ভাল থাকুন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: সাথে করে নিয়ে গেলাম :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২

বৃতি বলেছেন: :)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্টে থুকু কবিতায় পেলাস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২

বৃতি বলেছেন: বাক্যে থুক্কু কমেন্টে প্লাস ।

ভাল থাকুন :)

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

মশিকুর বলেছেন:
লেখাটিতে প্রান আছে। খুবই চমৎকার একটা লেখা পড়লাম।


আপনার দাবী সত্য নাকি আপনার ভ্রম? দাবী সত্য হলে সে চরম দুর্ভাগা। আর দাবী ভ্রম হলে সে আপনার যোগ্য না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

বৃতি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে । কিন্তু--

আমার দাবী কোনটা ? :|

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: একটু আগেই ফেবুতে পড়লাম ! ++++++++++++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

বৃতি বলেছেন: থ্যাঙ্কস আপু।

শুভকামনা আপনার জন্য :)

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:২১

সায়েম মুন বলেছেন: কিছুটা এডিট করেছেন মনে হলো। এখন বেশ লাগলো। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০

বৃতি বলেছেন: খুব বেশি বদলাইনি ভাইয়া- কিছুটা। লেখা হয়ে গেলে সেটা নিয়ে আবার ভাবতে আলসেমি লাগে ।

অনেক থ্যাঙ্কস :)

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কস মাসুম আহমদ। শুভেচ্ছা ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৪

অপ্রচলিত বলেছেন: অসম্ভব রকম ভালো লাগল।
++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস আর নতুন বছরের শুভেচ্ছা বরাদ্দ আপনার জন্য।
ভালো থাকুন সর্বদাই।।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

বৃতি বলেছেন: থ্যাঙ্কস অপ্রচলিত। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে আমারও । নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্যও :)

আমার ব্লগে স্বাগতম।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

ইখতামিন বলেছেন: আমাকে কবিতায় রাখো, হৃদয়ে না রাখো, বাক্স- পেঁটরায়- ঝাঁপিতে
ডালাবন্ধ পুরনো গন্ধের সাথে, নিদেনপক্ষে দু'ছত্রে কোন অক্ষরবৃত্তে-
ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে
সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও।


অসাধারণ

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

বৃতি বলেছেন: থ্যাঙ্কস ইখতামিন।

শুভেচ্ছা!

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে বৃতি ||

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

বৃতি বলেছেন: থেঙ্কু মুন :)

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধুমশ্বাস হার্টের জন্য ক্ষতিকর :P


বিষাদে পুড়া কবিতা ভালো লেগেছে :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

বৃতি বলেছেন: :P :P

কেন যে ধূমপানে এত আগ্রহ কারো কারো! কি আছে এই ধোঁয়াতে বলেন তো ভাইয়া!

থ্যাঙ্কু!

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

চাঙ্কু বলেছেন: হুম

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

বৃতি বলেছেন: হুম B-)

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

মশিকুর বলেছেন:
শিরনামকেই আপনার দাবী ধরেছি:(:( যাহোক...

"কবিতার কথা গুলো সত্য নাকি ভ্রম? সত্য হলে সে চরম দুর্ভাগা। আর ভ্রম হলে সে আপনার যোগ্য না।" -কয়েকবার পড়ার পরও এ রকমই মনে হলো।

সহজ করে দুই চারলাইনে বিশ্লেষণ করার অনুরোধ রইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

বৃতি বলেছেন: কবিগুরু বলেছিলেন, "তাই সত্য যা রচিবে তুমি... "
লেখাতে কল্পনার স্থান অনেকখানি। অনুভূতি আর অভিজ্ঞতার সাথে কল্পনাকে যোগ করে সাহিত্য নির্মাণ হয়। তাই সাহিত্যে "সত্য" বলতে এই তিনের সমন্বয়কে আমি বুঝি। বাস্তবকে শুধুমাত্র নির্মোহভাবে উপস্থাপন করলে তা সাহিত্য হবে না, হবে ধারাবর্ণনা।এটা অবশ্য সম্পূর্ণই আমার অভিমত।

আমার লেখা সাহিত্যের ক্যাটাগরিতে পড়ে না, আমি লেখালেখিতে নিতান্তই নতুন আর অনভিজ্ঞ। বিরহ আর বিচ্ছেদের কবিতা পড়তে ভাল লাগে, তাই এই কবিতা আমার সেরকম কিছু লেখার অপচেষ্টা।

আপনার প্রথম মন্তব্য বুঝতে পারিনি ঠিকমত, সেজন্য দুঃখিত।
ভাল থাকবেন মশিকুর।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

বটবৃক্ষ~ বলেছেন:



ওয়াও!!
অসাধারন!!!!


আমাকে কবিতায় রাখো, হৃদয়ে না রাখো, বাক্স- পেঁটরায়- ঝাঁপিতে
ডালাবন্ধ পুরনো গন্ধের সাথে, নিদেনপক্ষে দু'ছত্রে কোন অক্ষরবৃত্তে-
ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে
সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও।



:)

মুগ্ধতা নিয়ে গেলাম!!আপি!!

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

বৃতি বলেছেন: থ্যাঙ্কু টিংকু'র মা! :) :)

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

শুঁটকি মাছ বলেছেন: অবুঝ বালিকার নাকছাবিতে
নীলপদ্ম যখন আকাশের ছায়া মেলে ধরে, আনমনা হঠাৎই তুমি-
অপর মাহেন্দ্রক্ষণে প্রেয়সীর রাঙা ঠোঁটে অস্থির চুম্বনে, চুলে-গ্রীবায়-উষ্ণতায়
চিবুকের ইতস্তত তিলে কখনো কি খুঁজেছ আমায়?

মিশে আছি সেখানেও আমি- স্বেদে আর বিচ্ছেদে।

দারুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

বৃতি বলেছেন: শুঁটকি মাছের কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগছে :)

শুভেচ্ছা।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

মুনেম আহমেদ বলেছেন: কবিতা পড়তে ভাল লাগে। তবে অধিকাংশ সময়ই বেশী কিছু বুঝতে পারি না। শুধু পড়েই মূগ্ধ হই। ভাল লাগা রইল +++++++++ :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

বৃতি বলেছেন: অনেক কবিতা আমিও বুঝি না, এবং তা স্বীকার করতে আমার লজ্জা লাগে না। কবিতা একজন কবির বিশেষ মুহূর্তের ভাবনা, তা একজন পাঠকের পক্ষে ঠিকমত হৃদয়ঙ্গম করতে পারাটা সত্যি কঠিন । তবে আমার মনে হয় কবিতার মূল আবেদন হচ্ছে এর রহস্যময়তায়- একজন পাঠক যেভাবে একে বুঝে নেন, কবিতার সৌন্দর্য সেখানেই।

অনেক ধন্যবাদ মুনেম আহমেদ :)

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

লেখোয়াড় বলেছেন:
এত সুন্দর কবিতা অনেকদিন পড়িনি।
ধন্যবাদ আপনাকে বৃতি।

ছবিটা নির্মল।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ লেখোয়াড় :)

ছবিটা আমার কাছেও অনেক ভাল লেগেছে।
শুভেচ্ছা।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি বরাবরই অসাধারন লিখেন। এই কবিতা পড়ে আমি সত্যি মুগ্ধ হলাম। বার তিনেক পড়ে নিয়ে মন্তব্য করছি। এটা আবৃত্তি করে অনেক ভালো লাগল। শব্দচয়ন এবং প্রয়োগটাও খুব চমৎকার লাগল। এইভাবেই একটি প্রিয় কবিতা তৈরী করেছেন। বহুদিন আগে ব্লগার লক্ষীপেঁচার একটি কবিতা পড়ে ভীষন উচ্ছসিত হয়েছিলাম। আজকেও তেমনটাই হলাম। প্রিয়তে নিলাম।

'স্বেদে' শব্দটির মানে যদি একটু বলতেন, জেনে নিতাম। পরিশেষে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা কবিতা উপহার দেয়ার জন্য। মনটাই ভালো হয়ে গেল।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

বৃতি বলেছেন: ব্লগার লক্ষীপেঁচার কবিতাটা পড়লাম, ভালবাসার সহজ এবং চমৎকার প্রকাশ- মুগ্ধ করার মতই। থ্যাঙ্কস নিন শেয়ার করার জন্য, এই ব্লগের অনেক সুন্দর লেখা এখনও অজানা রয়ে গেছে আমার কাছে। শায়মা আপুর একটা পোস্টের লিঙ্ক ধরে অনেক পুরনো ব্লগারদের ভাল লেখা পড়ছি এবং মুগ্ধও হচ্ছি। উনাকেও একটা বিশাল থ্যাঙ্কস দিতে হবে :)

আপনার কাছে কবিতাটা ভাল লেগেছে জেনে সত্যি ভাল লাগছে।
"স্বেদ" মানে ঘাম।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সুমন কর বলেছেন: বুঝি কম!! পড়তে ভাল লাগল। আজকাল কবিরা অশ্বথ শব্দটি বেশী ব্যবহার করে।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

বৃতি বলেছেন: আজকাল কবিরা অশ্বথ শব্দটি বেশী ব্যবহার করে।

তাই নাকি? সত্যি জানা ছিল না =p~ =p~ তবে আমি তো কবি না, আমি ব্যবহার করলে মনে হয় অসুবিধা হবে না।

ভাল থাকবেন সুমন কর।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

মাহমুদ০০৭ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি বরাবরই অসাধারন লিখেন। এই কবিতা পড়ে আমি সত্যি মুগ্ধ হলাম। বার তিনেক পড়ে নিয়ে মন্তব্য করছি। এটা আবৃত্তি করে অনেক ভালো লাগল। শব্দচয়ন এবং প্রয়োগটাও খুব চমৎকার লাগল।
আর কি বলার থাকে !

স্থিততায় এটা বুঝিনি ।

আমিও মুগ্ধ /

ভাল থাকুন আপনি ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

বৃতি বলেছেন: স্থিততায় বলতে শরীরী অবস্থানে (by physical existence) বুঝিয়েছি।

থ্যাঙ্কস মাহমুদ।
শুভেচ্ছা।

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ!
এক বারে মুগ্ধ করা কবিতা।
এমনতর মুগ্ধ হতে চাই অসংখ্যবার।

এসব লিখা পড়লে নিজের ছাইপাশ নিয়ে লজ্জাটা বেড়েই যায়।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

বৃতি বলেছেন: দূর্জয়, আপনি খুব বিনয়ী। আপনার "ছাইপাশ" লিখা আমদের অনেক পছন্দের।

শুভেচ্ছা।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: শেষ লাইন টা অন্যরকম ! সুন্দর !!!

কবিতা পড়তে ইচ্ছে করে না কারণ না লিখতে পারার অক্ষমতাটা মনে পড়ে যায় !!!
নতুন বছরের শুভেচ্ছা তোমাকে

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

বৃতি বলেছেন: অপর্ণা আপু, আপনাকে এখন খুব কম দেখি ব্লগে। অনেকদিন কবিতা লিখছেন না, কেন আপু?

আপনাকে, বাবুইকে নতুন বছরের শুভেচ্ছা :)

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

শাকিল ১৭০৫ বলেছেন: কোথাও নেই আমি, তবু জেনো-
একটি ঝরাপাতায় আছি,
অশ্বত্থের রুখু গায়ে বনলতায়- জড়িয়ে আছি অযাচিত ব্যাপ্তিতে তোমার-
আমি তোমাতেই আছি
চরম লাগলো !!

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

বৃতি বলেছেন: থ্যাঙ্কস শাকিল।

শুভেচ্ছা!

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

এহসান সাবির বলেছেন: ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে.....
সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও.......

.........................................

শুভকামনা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

বৃতি বলেছেন: :) :)


শুভকামনা আপনার জন্যও।
ভাল থাকবেন।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

মোবাইল থেকে কমেন্ট করা মেলা ঝামেলার, কেবল একটা শব্দই বলি--

মুগ্ধ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কস :)

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

সাদাসিধা মানুষ বলেছেন: চমৎকার হয়েছে!

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ সাদাসিধা মানুষ। আমার ব্লগে স্বাগতম :)

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে
সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও। '',,,,,,,,,,,,,,,,,,অসম্ভব সুন্দর একটি কবিতা পড়লাম,,,,,,,মনটাই জুড়িয়ে গেল,,,,,,,,,,,,,

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

বৃতি বলেছেন: আপনার ভাল লাগায় আমারও ভাল লাগা :) :)

অনেক ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা।
শুভেচ্ছা!

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ লাগলো বৃতি।

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

বৃতি বলেছেন: শুনে খুব খুশি হলাম হাসান ভাই।

শুভদুপুর!

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: বৃতি, কবিতা তো তেমন লেখা হয় না আমার।
আর আলসেমি, ব্লগিং অনীহা এসব কারণেই একটু কম দেখেছ আমাকে।
সময় সুযোগ মতো আবার নিয়মিত হবার ইচ্ছা আছে। ভালো থেকো

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

বৃতি বলেছেন: আপনার কিছু কবিতা পড়েছিলাম আগে, বেশ সুন্দর।

ব্যস্ততা কেটে গেলে আবার নিয়মিত হয়ে যেয়েন আপু। ভাল লাগবে আমাদের :)

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

আরজু পনি বলেছেন:
কবিতাটা বেশ সুন্দর তবে যেই লাইনটা অনেকেই খুব পছন্দ করবে ...সিগারেটে আমায় ধরে একবুক শ্বাস নিও, তারপর জ্বালিয়ে দিও।...মানতে ইচ্ছে করছে না এমন করে ...

শুভকামনা রইল , বৃতি ।।

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

বৃতি বলেছেন: এইটা ঠিক বলেছেন আরজুপনি আপু, সিগারেটের নামটা দেখেই অনেকের কাছে ভাল লাগবে এই লাইনটা B-) B-)

শুভকামনা আপনার জন্যও।

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: মিশে আছি সেখানেও আমি- স্বেদে আর বিচ্ছেদে।

সুন্দর +

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

বৃতি বলেছেন: থ্যাঙ্কস সেলিম আনোয়ার।

শুভেচ্ছা জানবেন।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

জনাব মাহাবুব বলেছেন: মুগ্ধ করার মত একটি কবিতা।


সুন্দর এবং ভালো লাগা কবিতার জন্য +++++++++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

বৃতি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে বেশ ভাল লাগলো।

শুভকামনা জনাব মাহাবুব এর জন্য।

৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

সুরঞ্জনা বলেছেন: খুব ভালো লেগেছে!

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

বৃতি বলেছেন: অনেক থ্যাঙ্কস আপু।

আমার ব্লগে স্বাগতম :)

৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

নাছির84 বলেছেন: কবিতাটা কি ভীষন ভাল লেগেছে ? নাকি লাইনগুলো হৃদয় এঁফোড়-ওফোঁড় করে দিয়েছে ?
জানিনা। তাই প্রিয়তে।
শেষের লাইনটা না থাকলে গোটা কবিতার অর্ন্তনিহিত মানেটা ধরতে পারতাম না। শেষের লাইনে+++++++++++++++ ।
কিন্তু খুঁতখুঁতে বদঅভ্যাস থাকলে যা হয় আর কি....‌‌
'যদি কখনো আমায় খুঁজে পাও প্রিয়'.....তারপরের লাইনে ‌'আমার' শব্দটা না থাকলে হয়তো হৃদয়ের আর্তিটা আরও শাণিত হতো।
ভাল থাকবেন। শুভ কামনা।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

বৃতি বলেছেন: শুনে সত্যি খুশি হলাম যে আপনার ভাল লেগেছে। শেষের আগের লাইনটা একটু মডিফাই করলাম, এখন পড়তে হয়ত বেটার লাগবে।

অনেক শুভকামনা ।

৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২

শাহেদ খান বলেছেন: দুর্দান্ত লিখেছেন, বৃতি ! শেষ লাইন'টা পড়ে মনে পড়ে গেল রবি'ঠাকুরের কথা: "...সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়"

মন'কে ভাসিয়ে নেয়ার মত সুন্দর। ভাল থাকবেন, এবং লেখায় অনেক শুভকামনা।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

বৃতি বলেছেন: অনেক থ্যাঙ্কস শাহেদ খান।

আপনার কবিতা আমার বেশ পছন্দের, হয়ত সেভাবে মন্তব্য করা হয়নি আপনার ব্লগে।

শুভকামনা আপনার জন্যও :)

৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দ নির্বাচন...কিছু বলার নেই। এই কবিতা বারবার পড়া যায়।

প্রিয়তে নিয়ে নিলাম।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

বৃতি বলেছেন: প্রোফেসর শঙ্কু, অনেকদিন পর আপনাকে দেখছি। কেমন আছেন? :)

অনেক ধন্যবাদ।

৪০| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারণ কবিতা ++++++

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কস ভাইয়া :)

৪১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

গ্রীনলাভার বলেছেন: কবিতার পাঠক নই তেমন। তবে আপনার কবিতাটা চমৎকার লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

বৃতি বলেছেন: থ্যাঙ্কস। জেনে বেশ ভাল লাগলো।

৪২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২

অদ্বিতীয়া আমি বলেছেন: কোথাও নেই আমি, তবু জেনো-
একটি ঝরাপাতায় আছি

কবিতাটা অসাধারণ ভাল লেগেছে আপু ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

বৃতি বলেছেন: থ্যাঙ্কস অদ্বিতীয়া।

শুভেচ্ছা!

৪৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

রাইসুল সাগর বলেছেন: গদ্য কবিতা অসাধারন হয়েছে। +

শুভকামনা নিরন্তর।

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

বৃতি বলেছেন: শুভকামনা বুঝে পেলাম :)

আপনিও ভাল থাকুন। অনেক ধন্যবাদ।

৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৭

খেয়া ঘাট বলেছেন: সিগারেটে আমায় ধরে একবুক শ্বাস নিও, তারপর জ্বালিয়ে দিও।----
বেনসন এন্ড হেজেস ব্রান্ড সিগারেটের কাহিনী জানেন???

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৪

বৃতি বলেছেন: নাহ, কাহিনীটা কি?

৪৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

মায়াবী ছায়া বলেছেন: অসাধারন লিখেছেন আপু।।
কিছু কবিতা অমর বারবার পড়ে মুগ্ধতা হারাবার নয় এমনি এ কবিতা পড়ে মুগ্ধ হলাম।।
ভাল থাকুন।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

বৃতি বলেছেন: জেনে সত্যি খুশি এবং ধন্য হলাম মায়াবী ছায়া :)

ভাল থাকুন আপনিও ।

৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

অদৃশ্য বলেছেন:





দারুন হয়েছে লিখাটি... স্পর্শ করলো...

আর ভাবছিলাম বিকেলের সিগারেটটা ধরাবার আগে আপনার সুসাস্থ প্রার্থনা করবো...


নতুন লিখা দিন...

বৃতির জন্য
শুভকামনা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

বৃতি বলেছেন: =p~ =p~ যাই হোক, কোনকিছুর সৌজন্যে আমাকে তো মনে করলেন! যদিও আমি আর সিগারেট দুই মেরুর বাসিন্দা!

ফাল্গুনের শুভেচ্ছা নিন অদৃশ্য।

৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: যদি কখনো আমায় খুঁজে পাও প্রিয়,
সিগারেটে আমায় ধরে একবুক শ্বাস নিও, তারপর জ্বালিয়ে দিও।

বাহ..................

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

বৃতি বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা :)

৪৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

অদৃশ্য বলেছেন:





ফাগুনের শুভেচ্ছা রইলো আপনার জন্যও...


বৃতির জন্য
শুভকামনা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

বৃতি বলেছেন: আপনার জন্যও শুভকামনা অদৃশ্য। ভাল থাকুন নিরন্তর।

৪৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

রাসেলহাসান বলেছেন: দারুন!! দারুন!! খুব ভালো লেগেছে।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৬

বৃতি বলেছেন: থ্যাঙ্কস। শুভেচ্ছা।

৫০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

সাজিদ উল হক আবির বলেছেন: কবিতাটা পড়ে বলতে চেয়েছিলাম তো অনেক কিছুই, কিন্তু প্রশংসার ডালি আগের মন্তব্যগুলোতেই ভরাট হয়ে গিয়েছে।

জমিয়ে রাখলাম , আপনার এরকম আরেকটি কবিতার জন্যে ।


১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

বৃতি বলেছেন: ঠিক আছে, আমিও ধন্যবাদ এখন দিলাম না-জমিয়ে রাখলাম :) :)

৫১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

চতুষ্কোণ বলেছেন: বেশ ভাল লাগল। যদিও বেশ কিছু পুরনো শব্দের ব্যবহার ছিল এবং কিছুটা চোখেও লাগছিল। কিন্তু আবেগটা ছুঁয়ে গেছে। শুভকামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩

বৃতি বলেছেন: ধন্যবাদ।

৫২| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

ইমিনা বলেছেন: এই কবিতা যেই দিন প্রথম শুনতে পেয়েছিলাম সেই দিন ই বৃতি আপুনির জন্য আমার মনে ভিন্ন রকম একটা পৃথিবী তৈরী হয়ে যায়।
সেই পৃখিবীর একমাত্র রাজকন্যা "বি ফর বৃতি"
:) :)

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

বৃতি বলেছেন: তোমার মন ভাল করে দেয়া মন্তব্যে অনেক ভাললাগা আপু :)

ভাল থেকো।

৫৩| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৫৭

অবাকবিস্ময়২০০০ বলেছেন: এরকম লিখতে মন চাই ,.। শেখাবেন ???

০৮ ই মে, ২০১৪ সকাল ৯:৪০

বৃতি বলেছেন: :| :|

আমিও কবিতা লিখা শিখছি। Join the club!

৫৪| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৮

জাহাঙ্গীর.আলম বলেছেন: আমাকে কবিতায় রাখো, হৃদয়ে না রাখো, বাক্স- পেঁটরায়- ঝাঁপিতে
ডালাবন্ধ পুরনো গন্ধের সাথে, নিদেনপক্ষে দু'ছত্রে কোন অক্ষরবৃত্তে-
ভরা ভাদরের পুর্নিমায় সেই অলস অর্গল খুলে
সুর তোলো বাঁশিতে, আমাকে বাজাও।



স্নিগ্ধতায়,ধারায়,পথে, যাপিতক্ষণে ও চূড়ান্ত সিদ্ধান্তে রয়ে যায় বিহবলে ৷

৩১ শে মে, ২০১৪ রাত ৯:৩৫

বৃতি বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা রইল :)


ভাল থাকবেন আলজাহাঙ্গীর ।

৫৫| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

এম. এ. হায়দার বলেছেন: সিগারেটে আমায় ধরে একবুক শ্বাস নিও, তারপর জ্বালিয়ে দিও


+++

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:১৮

বৃতি বলেছেন: ধন্যবাদ এম. এ. হায়দার।

শুভেচ্ছা জানবেন।

৫৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা!


আচ্ছা আপনি কি তুলা বা কন্যা রাশির কেউ? খুব মিলে যাচ্ছে পরিচিত একজনের সাথে! =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

বৃতি বলেছেন: নাহ, তুলা বা কন্যা আমার রাশি নয় :) তবে জানতে ইচ্ছে করছে আর কে এরকম কবিতা লিখলো? 8-|

৫৭| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:




আছে একজন! কবিতার ঝাপিটা আমাকে দিয়ে সটকে পড়েছে! :P কবিতায় খুবই ভাল লাগা!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

বৃতি বলেছেন: একসময় কবিতা লিখতাম!!!!! একসময় কবিতা লেখার চেষ্টা করতাম!!!!!!

৫৮| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৬

অক্পটে বলেছেন: " মিশে আছি সেখানেও আমি- স্বেদে আর বিচ্ছেদে।" আহ্ কী অসাধরণ উক্তি।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

বৃতি বলেছেন: :)

৫৯| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

মুগ্ধতায় ছড়িয়ে গেল শীত সকালে চায়ের চুমুর উষ্ণতায় :)

++++

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

বৃতি বলেছেন: ধন্যবাদ :)

৬০| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:২৬

উদাসী স্বপ্ন বলেছেন: আপনার পুরো ব্লগটা মিস করেছি কোনো কারনে। আপাতত এই কবিতাটা প্রিয়তে নিলাম পরে একসময় পড়বো পুরো ব্লগ

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

বৃতি বলেছেন: এই ১৯৫৩ সালের কবিতা কীভাবে আপনার চোখে পড়ল, তা-ই বুঝলাম না 8-| প্রিয়তে নেয়ার জন্য থ্যাঙ্কু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.