নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।। বিচ্যুত শহরে কোনকালে আমি তুমি সে ।।

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

আমি তো মানুষ নই।
কোন এক বিপন্নভোরে রাত্রির ক্লান্তিশেষে চোখ মেলে দেখি-
বদলে গেছি।

ভাবি, আকৃতি নেই- সেই ভালো!
গাঢ় নীল ভূমিতে ভুঁইফোঁড় ব্যাঙের ছাতা আর কোটি মানুষে
আমার স্থিতি নেই। ছিল না কখনো!

ইট পাথরের ভিড়ে আলোছায়া নির্মেঘ কাঁটাতারে ঝুলে থাকে
অপরূপ সোনালুর বুড়ি ছুঁয়ে পালানো এ শহর-
এ এক সাইকোট্রপিক ফ্যান্টাসি।

এখানে স্বপ্ন নেই। সবুজের উত্তাপ নেই। উষ্ণতা নেই।
শব্দের স্পন্দন নেই। চন্দ্র-বিচ্ছুরণ নেই।
আমার ছোট ঘরখানা নেই।

ক্যাকটাসে বিজড়িত আমরা ক'জন
রোদ তেতে উঠার আগে
কুয়াশায় ভেসে আসা কিছু অস্থির জলকণা ছিলাম।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪

আমিনুর রহমান বলেছেন:




দুর্দান্ত +++


সাজঘরে রঙচটা মুখোশের নৈর্ব্যক্তিক প্রকাশে, উদ্গত ধূমমাখা উৎকোচে,
উৎকট গন্ধেভেজা বারোয়ারি খাতায় শত প্রেমপদ্যে, কুঁচিকুঁচি করে কাটা
নীরবতার উল্লাসে আর
একদিন, অপরূপ সোনালুর বুড়ি ছুঁয়ে পালানো এ শহর
_____আজ এক জারজ ইতিহাস

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭

বৃতি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই :)

ভাল থাকবেন।

২| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন:
ক্যাকটাসে বিজড়িত আমরা ক'জন
_____________________রোদ তেতে উঠার আগে
কুয়াশায় ভেসে আসা কিছু অস্থির জলকণা ছিলাম।


অনবদ্য !!!!

মুগ্ধপাঠ , অনুভবে আরো বেশী উষ্ণ !

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:২৯

বৃতি বলেছেন: থ্যাংকস অভি। সব ব্লগারদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন সবসময়- সো নাইস অভ ইউ।

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫২

বৃতি বলেছেন: থ্যাংকস হাসান ভাই।

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

অদৃশ্য বলেছেন:





১ম টার ব্র্যাকেটের কথাগুলোর জন্য লিখাটির ফিলিংস নিতে সময় লাগলো... কথাগুলো না থাকলে কি লিখাটা ফিল করতে সমস্যা হয়... আমার হচ্ছে না, আপনার সমস্যা হলে আলাদা কথা...


_____ সুন্দর _____ খুব সুন্দর _____


শুভকামনা...

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৭

বৃতি বলেছেন: ব্র্যাকেট তুলে দিলাম। পরামর্শের জন্য অনেক ধন্যবাদ অদৃশ্য।

শুভেচ্ছা নেবেন।

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।।

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৮

বৃতি বলেছেন: থ্যাংকস :)

৬| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মুগ্ধপাঠ!

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৯

বৃতি বলেছেন: :) :)

৭| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫

ইমিনা বলেছেন: বৃতি আপুনির লিখা মানেই অসাধারন কিছু :) :)
অনেক ভালো থাকবেন ।।

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৬

বৃতি বলেছেন: কি যে বলো ইমিনা আপু!!

ভাল থেকো তুমিও :)

৮| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন বৃতি ।

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৬

বৃতি বলেছেন:
থ্যাঙ্কু ভাইয়া :)

৯| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত +++++++

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩১

বৃতি বলেছেন: থ্যাংকস ভাইয়া :)

ভাল থাকবেন।

১০| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন এবং মুগ্ধ পাঠ!

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩২

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

১১| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:



অনেক অনেক ভালোলাগা রইলো।
++++++++++++++

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৩

বৃতি বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।

থ্যাংকস শোভন :)

১২| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৫

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: খুব সুন্দর লিখেছে।

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৪

বৃতি বলেছেন: আপনার নিকটা ইউনিক।

শুভকামনা জানবেন।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: লিখেছেন হবে । /:)

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৪

বৃতি বলেছেন: বুঝতে পেরেছি :)

১৪| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৫

বৃতি বলেছেন: থ্যাংকস মাসুম আহমদ।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫০

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ।

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৬

বৃতি বলেছেন: ধন্যবাদ :)

১৬| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১২

সায়েদা সোহেলী বলেছেন: আপনার লেখাগুলো সবসময়ই খুব গোছানো হয় ------- ভালো হয়

১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৬

বৃতি বলেছেন: থ্যাংকস আপু।

অনেক শুভেচ্ছা :)

১৭| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: ক্যাকটাসে বিজড়িত আমরা ক'জন
_____________________রোদ তেতে উঠার আগে
কুয়াশায় ভেসে আসা কিছু অস্থির জলকণা ছিলাম।


তারপর বাষ্প হয়ে উড়ে যাওয়া। সব কিছুর পরিসমাপ্তি ঘটল। এইতো জীবন। কবিতা খুব ভালো লাগলো বৃতি। সহজ সরল ভাষায় গভীর জীবন বোধের গল্প। দারুণ।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩১

বৃতি বলেছেন: :) সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা।

ভাল থাকবেন।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কোন এক বিপন্নভোরে রাত্রির ক্লান্তিশেষে চোখ মেলে দেখি- এ লাইন পড়ে দারুণ একটা কিছু দেখবার আশায় পরের লাইনগুলো পড়ে আশাহত হয়েছি। ঐ লাইনগুলো ঝেঁটে ফেলে এভাবে পড়ে দেখুনঃ

আমি তো মানুষ নই।
কোন এক বিপন্নভোরে রাত্রির ক্লান্তিশেষে চোখ মেলে দেখি-
____________________বদলে গেছি।


এরকম সূচনা কবিতাটাকে আরও অনেক সাবলীল করে তোলে।


নিচের লাইন তিনটি আমার কাছে ন্যাচারাল মনে হয় নিঃ

সাজঘরে রঙচটা মুখোশের নৈর্ব্যক্তিক প্রকাশে, উদ্গত ধূমমাখা উৎকোচে,
উৎকট গন্ধেভেজা বারোয়ারি খাতায় শত প্রেমপদ্যে, কুঁচিকুঁচি করে কাটা
নীরবতার উল্লাসে আর



এ কবিতার সবচেয়ে সাবলীল অংশ আমার কাছে মনে হয় নিচের অংশটুকুঃ

এখানে স্বপ্ন নেই।
সবুজের উত্তাপ নেই। উষ্ণতা নেই।
অস্ফুট শব্দের স্পন্দন নেই। চন্দ্র-বিচ্ছুরণ নেই।
____________________আমার ছোট ঘরখানা নেই।
________ইট আর পাথরের ভিড়ে আলোছায়া নির্মেঘ কাঁটাতারে ঝুলে থাকা
এক সাইকোট্রপিক ফ্যান্টাসি।


ক্যাকটাসে বিজড়িত আমরা ক'জন
_____________________রোদ তেতে ওঠার আগে
কুয়াশায় ভেসে আসা কিছু অস্থির জলকণা ছিলাম।



সবটা মিলিয়ে অনেক ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

বৃতি বলেছেন: কবিতাটা খুব বেশি চিন্তাভাবনা করে লেখা হয়নি। তবে আপনার মত করে ব্যবচ্ছেদ করে এখন দেখলাম, মাঝখানের কয়েকটি লাইন হয়ত কিছুটা ভারি হয়ে গেছে অন্য অংশের তুলনায়।

অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য ভাইয়া। বাংলা নববর্ষের শুভেচ্ছা থাকলো আপনার জন্য :)

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮

অদৃশ্য বলেছেন:





দেখুন লিখা আসলে যার যার নিজস্ব সম্পত্তি... আমি কিছু লিখলাম, আর কেউ আমাকে বললো তার কিছু অংশ ফেলে দেবার জন্য... সেটা আমার মোটেও সহ্য হবেনা... তবে আমি যদি বুঝি যে কেউ আমাকে খুবই আন্তরিক ভাবে দেখিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে কিছু ভুল বা কিছু বাড়তি বা অতিরিক্ত কিছু সৌন্দর্য, তখন তা নিয়ে আমি ভাবি এবং সেটা বুঝে শুধরে নেবার চেষ্টা করি... সেটা তাৎক্ষণিক না হলেও পরবর্তির জন্যতো অবশ্যই... সংযম/ সৌন্দর্য/ ভাব/ কোমলতা/ মোহনীয়তা ইত্যাদির জন্য কিছুটা ভাবা এবং অভিজ্ঞদের প্রকাশের প্রতি মনযোগী হওয়াটা আমার সবসময়ই জরুরি মনে হয়...

আমার কথাতে আপনি যা করলেন তাতে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকলাম... তবে প্রথম লিখাটির ব্যপারে সোনাবীজ ভাই যা বলেছেন তা কিন্তু সৌন্দর্যের কথা আর সংযমের কথা... আমার মনে হয় আপনিও বুঝতে পেরেছেন... আমিও সেটাই বলেছিলাম... ওমন দু'টো লাইন ( ব্রাকেটের অংশটুকু ছাড়া ) আপনি চাইলেই সবসময় লিখে ফেলতে পারবেন না... অংশটুকু অনেক সুন্দর/ অপুর্ব...

শুভকামনা...

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৬

বৃতি বলেছেন: আমি বুঝতে পেরেছি। না, আমি আপনাদের পরামর্শকে স্বাভাবিকভাবেই নিচ্ছি অদৃশ্য। যদি নিজের কোন লেখার প্রশংসাটুকু নির্দ্বিধায় গ্রহণ করতে পারি, লেখার দূর্বলতাকেও সেভাবেই নেয়া উচিৎ। তবে নিজের লেখার ভুল-ভ্রান্তি-অসুন্দরগুলো হয়ত তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না। ব্লগে একজন হয়ত বললেন, ভাল হয়েছে; আরেকজন হয়ত সম্পুর্ণ বিপরীত বললেন। ব্যাপারটা কনফিউজিং। ক'দিন পর আমার নিজের চোখেই হয়ত দূর্বলতাটুকু ধরা পড়বে। কবিতাটা কিছুটা বদলালে আপনাকে দেখিয়ে নেব।

অনেক ধন্যবাদ।

২০| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

এহসান সাবির বলেছেন: চমৎকার।

২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪১

বৃতি বলেছেন: ধন্যবাদ :)

২১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: সাজঘরে রঙচটা মুখোশের নৈর্ব্যক্তিক প্রকাশে, উদ্গত ধূমমাখা উৎকোচে,
উৎকট গন্ধেভেজা বারোয়ারি খাতায় শত প্রেমপদ্যে, কুঁচিকুঁচি করে কাটা
নীরবতার উল্লাসে আর
একদিন, অপরূপ সোনালুর বুড়ি ছুঁয়ে পালানো এ শহর
_____আজ এক জারজ ইতিহাস


এই অংশটুকু মুক্তগদ্যের মত লাগল, বাকিটুকুর চেয়ে একটু ভিন্ন। ভাল লাগা।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২

বৃতি বলেছেন: কবিতাটা আসলে তাৎক্ষণিক কিছু ভাবনা- তারপর আর বদলাইনি। হয়ত কিছুটা বদলাবো একসময়।

অনেক ধন্যবাদ প্রোফেসর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.