নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।। স্বপ্ন ।।

২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৩

একটি স্বপ্নের ভেতর স্বপ্নের প্রতীক্ষায় নির্জনা কেউ

একটি বিশ্বাসহন্তা ঢেউ-একটি নির্যাতিত তীরে-

তোমার হাতে সূবর্ণদানাবালি কিছু দিতে

একটি রাত, অথবা একটি দিন,

অযুত ক্রোশ পাড়ি দেয়া রাজহংসীদের ভিড়ে

আমি ডুবে আছি, ডুবে গেছি।



একটি দৃষ্টি, অথবা শুধু ভ্রম

কখনো তোমার কথা ভেবে

কেউ নেই-তবু মৃত্যুকে গুনে গুনে স্তব্ধতায় জেনে গেছি

আজও হৃদয়ে জোছনা আছে, দীপ্তি আছে।



শূন্যের নীল সংঘর্ষে একদিন সৃষ্টি লোপ পেলে প্রিয়

আমায় জাগিয়ে দিও।

অন্তহীন নিমগ্নতায় শুধু আমরা দুজন

সে সময় শুধু ভালবাসাবাসির।

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৬

ডার্ক ম্যান বলেছেন: ভাইয়া অনেক চমৎকার কবিতা।

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৫

বৃতি বলেছেন: থ্যাংকস ডার্ক ম্যান আপু/ভাইয়া :P B-)

২| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৯

ডার্ক ম্যান বলেছেন: আফনে মনে হয় আফা মনি?

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩২

বৃতি বলেছেন: হুম। আফনে কে?

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪০

ডার্ক ম্যান বলেছেন: ম্যান নাম দেখে বুঝেন নাই আন্টি?

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৭

বৃতি বলেছেন: ডার্ক ম্যান নানা, এইবার বুঝেছি। আপনি আমাকে ভাইয়া ডেকে আপনার জেন্ডার-সেন্স সম্পর্কে কনফিউসড করে দিসিলেন।

আমার ব্লগে স্বাগতম।

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৭

ডার্ক ম্যান বলেছেন: আন্টি কি আর করুম। একেকজনের নিক এত অদ্ভূত যে, বুঝা যায় না কে পুরুষ আর কে মহিলা?

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০

বৃতি বলেছেন: /:) /:) /:)

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮

রাজহংসী বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭

বৃতি বলেছেন: ধন্যবাদ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুন ++++++

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬

বৃতি বলেছেন: থ্যাংকস ভাইয়া :)

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শূন্যের নীল সংঘর্ষে একদিন সৃষ্টি লোপ পেলে প্রিয়
আমায় জাগিয়ে দিও।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫

বৃতি বলেছেন: থ্যাংকস :)

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর কবিতা!!!

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭

বৃতি বলেছেন: থ্যাংকস শোভন :)

৯| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১

অদৃশ্য বলেছেন:






বিঃশ্বাসীরা যখন বিঃশ্বাসকে পদদলিত করে তখন নির্যাতনের মাত্রা অধিক হয়... তীরটি হয়তো এতোদিন শারিরিক নির্যাতন সহ্য করেছে তবে এখন থেকে তাকে মানসিক নির্যাতনও সহ্য করতে হবে...

তারপরেও দুঃখ কষ্টকে পাশ কাটিয়ে শেষটাতে সপ্নিল কোনকিছুর জন্য প্রতিক্ষাটা প্রকৃত চাওয়াটাকে বুঝালো... অনেক আঘাত পেয়ে অনেক মৃত্যুর পরেও সে নিজের মতো করে একবার বেঁচে থাকতে চায়... সেই একবার মৃত্যহীন... সেই একবার যেন কখনো শেষ না হয়... অনন্তকালের...

আপনার এই লিখাটি পাঠ করতে করতে আমার নিজের একটি লিখার কথা মনে পড়ে গেলো, অনেকক্ষন খুঁজে বের করলাম লিখাটি... লিঙ্ক দিয়ে যাচ্ছি ( দ্যাখেনতো ভাবনার সাদৃশ্য পাওয়া যায় কিনা ! )...

Click This Link

লিখাটি আমার দারুন লেগেছে...


শুভকামনা...

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮

বৃতি বলেছেন: চমৎকার একটা কবিতা খুঁজে বের করে দিলেন অদৃশ্য। প্রিয়তে নিলাম। আপনার লেখা আমার বেশ পছন্দের।

অনেক ধন্যবাদ।

১০| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

বৃতি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

১১| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !@

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

বৃতি বলেছেন: থ্যাংকস অভি।

১২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে ।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

বৃতি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আপনি বরাবরই ভালো লিখেন!

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬

বৃতি বলেছেন: বরাবর ভাল লিখি না :)

অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮

অদৃশ্য বলেছেন:







লিখাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই আপ্লুত হলাম... আমার লিখাটির সাথে আপনার এই লিখাটির ভাবের বেশ সাদৃশ্য লক্ষ্য করা যায়... আবারো বুঝলাম মানুষের ভাবনাগুলো প্রায়শই একে অপরের গা ঘেঁসাঘেঁসি করে ঘুরে বেড়ায়... সেটা আগে হোক বা পরে... অদ্ভুৎ ... লিখাটি আপনার কাছে রাখলেন বলে কৃতজ্ঞতার শেষ থাকলোনা...


শুভকামনা...

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

বৃতি বলেছেন: আপনাদের অনেকের পুরনো লেখাগুলো পড়া হয়নি। ইচ্ছে আছে সময় করে পড়ব। আপনার মন্তব্য ভাল লাগলো অদৃশ্য।

ভাল থাকবেন।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩০

জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল লাগল ৷

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২

বৃতি বলেছেন: ধন্যবাদ আলজাহাঙ্গীর।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮

শংখনীল কারাগার বলেছেন: প্রিয় কিছু ব্লগারের ব্লগে জ্বালাময়ী মন্তব্য দিয়া আসমু কইছিলাম কারন আমি আজ জেনারেল হইছি....।

একটি স্বপ্নের ভেতর স্বপ্নের প্রতীক্ষায় নির্জনা কেউ!!! এইটা কি আজগুবি লেখা লিখলেন!?

স্বপ্নের ভেতর স্বপ্নের প্রতীক্ষায় থাকতে পারে?

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

বৃতি বলেছেন: জেনারেল শংখনীল কারাগার, অভিনন্দন !:#P

জেনারেলরা আজগুবি কবিতা পড়তেই বা আসে ক্যান?? /:) /:) 8-|

আমার ব্লগে স্বাগতম।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা পড়লাম।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১১

বৃতি বলেছেন: থ্যাংকস :)

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই :)

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: এটাও চমৎকার!

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪

বৃতি বলেছেন: থ্যাংকস :)

২০| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬

ইমিনা বলেছেন: অনেক অনেক চমৎকার।
আমি যদি বৃতি আপুর মতো লিখতে পারতাম তবে প্রতিদিন ই হাজারটা কবিতা লিখে ফেলতাম। কিন্তু তা হওয়ার নয় :( :(
ভালো থাকবেন আপু ।।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯

বৃতি বলেছেন: আহা ইমিনা আপু! তোমার মুখে ফুলচন্দন পড়ুক :P :P

২১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: না জাগলে হয় না?? কি প্রয়োজন এতো ভালবাসাবাসির ??

সুন্দর কবিতা, তারচেয়ে সুন্দর ভিতরের ভাবটা । শুভেচ্ছা জানবেন । ভালো থাকবেন :)

০১ লা মে, ২০১৪ রাত ১০:২৭

বৃতি বলেছেন: ঠিকই তো! কি দরকার এতো ভালবাসাবাসির?? :) :)

ভাল থাকবেন।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু বরাবরের মতই সুন্দর ।

০১ লা মে, ২০১৪ রাত ১০:৪৪

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া।

ভাল থাকবেন।

২৩| ২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:০২

মেঘপিয়ন বলেছেন: ভালো লেগেছে

২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৩

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

আরমিন বলেছেন: চমৎকার!

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

বৃতি বলেছেন: থ্যাঙ্কু আরমিন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.