নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।। গোপন কথা

১৪ ই জুন, ২০১৪ ভোর ৪:৪৬

পূবের জানালা খুলে এক দূরের পাহাড়কে দেখি।



শূন্যতায় হেলে থাকা নির্জন আনমনা এক পাহাড়। দিগন্ত ছুঁয়ে-

বুনো কিছু ঝোপের ভেতর সেঁধিয়ে যেতে চাওয়া এক ধূসর অবুঝ পাহাড়।



এখানে, এই একলা ঘরে, তার মৌনতায় কান পেতেছি অনেক। মাপতে পারিনি সে নীরবতা।

শুধু একদিন, দেখেছি, মা কয়োটের বিষন্ন আর্তিতে

রক্তাক্ত চাঁদের আলোর হাত ধরাধরি করে কিছুটা বড় হয়ে গেলো সে।



আমার স্বপ্নে সেই অনন্ত আছে, দিবাস্বপ্নেও।



এই মৃতবৎসা ঋতুতে, খরতাপে

শুকনো বাতাসের ঝটপট আওয়াজে, আধো বিস্মৃতিতে যেদিন শাদা মেঘ এক

পাখি হতে চেয়ে ডানা ভেঙে সমুদ্রে গলে গেলো-

অপার সেই পাহাড়ের কাছে সৌরতারার সুরভি মেখে

একটি প্রশ্ন ভাসিয়ে দেই।



কেউ জানেনি,

শুধু এক পাহাড় জেনেছে আমার গোপন কথা।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৪ ভোর ৫:৩৪

আরজু মুন জারিন বলেছেন: এই মৃতবৎসা ঋতুতে, খরতাপে
শুকনো বাতাসের ঝটপট আওয়াজে, আধো বিস্মৃতিতে যেদিন শাদা মেঘ এক
পাখি হতে চেয়ে ডানা ভেঙে সমুদ্রে গলে গেলো-
অপার সেই পাহাড়ের কাছে সৌরতারার সুরভি মেখে
একটি প্রশ্ন ভাসিয়ে দেই।
X( X( সেই চমত্কার লেখা বৃতি। ধন্যবাদ লেখক কে। শুভেচ্ছা রইল।

১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:০৩

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ আরজু মুন জারিন।

ভালো থাকুন খুব।

২| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ জানেনি,
শুধু এক পাহাড় জেনেছে আমার গোপন কথা।


তাই পাহাড়ের সাথে আর কোন সংঘার নয় !
অনেক ভালো লাগলো !

১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৩২

বৃতি বলেছেন: পাহাড়ের সাথে সংঘাতের কথা ভাবতেই পারি না B-) B-)

ধন্যবাদ অভি। ভালো থাকবেন।

৩| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:২০

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন বৃতি ।

১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৮

বৃতি বলেছেন: থ্যাংকস মামুন ভাই :)

৪| ১৪ ই জুন, ২০১৪ রাত ১০:৫১

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: চমৎকার।।

১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬

বৃতি বলেছেন: থ্যাংকস :)

৫| ১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার পোস্ট ------শুভকামনা

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৪

বৃতি বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার জন্যও শুভেচ্ছা :)

৬| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:০০

জাহাঙ্গীর.আলম বলেছেন: শূন্যতায় হেলে থাকা নির্জন আনমনা এক পাহাড়-- মায়াই লাগল কিন্তু ৷


খানিকটা দীর্ঘ হবে আশা ছিল ৷ পাহাড় ছন্দের পরশে সিক্ত হোক কবি ও কবিতার ৷

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৮

বৃতি বলেছেন: পাহাড়ের জন্য মায়া??!! আমারও লেগেছিল। :P

ভালো থাকবেন আলজাহাঙ্গীর।

৭| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: শুকনো বাতাসের ঝটপট আওয়াজে, আধো বিস্মৃতিতে যেদিন শাদা মেঘ এক
পাখি হতে চেয়ে ডানা ভেঙে সমুদ্রে গলে গেলো-
অপার সেই পাহাড়ের কাছে সৌরতারার সুরভি মেখে
একটি প্রশ্ন ভাসিয়ে দেই।

দারুন! ভালো লাগা রইলো কবিতায়!

কয়োটের ডাকের কথা বইতে পড়েছি, আপনার কবিতায় পেলাম!

১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৮

বৃতি বলেছেন: কয়োট দেখেছি সামনাসামনি- বনের ভেতর, এবং বেশ ভয় পেয়েছি।

থ্যাংকস ৎঁৎঁৎঁ । শুভেচ্ছা জানবেন।

৮| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:২১

বৃতি বলেছেন: থ্যাংকস হাসান ভাই :)

৯| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৭

ইমিনা বলেছেন: বরাবরের মতই অসাধারন লেখা :) :)

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:২৬

বৃতি বলেছেন: বরাবরের মত ইমিনা আপুর মুখে ফুলচন্দন পড়ুক :)

কষ্ট করে এসব পড়ার জন্য অনেক থ্যাংকস আপু ।

১০| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৭

ডি মুন বলেছেন: বাহ, বেশ চমৎকার

২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:১৬

বৃতি বলেছেন: ধন্যবাদ :)

১১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: সাধারণ শব্দে অসাধারণ কবিতা। কয়োটের ব্যাপারটা ভাল লাগল।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৮

বৃতি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু :)

১২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪

শুঁটকি মাছ বলেছেন: দারুন লিখেছো আপু!!!!!!!

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫

বৃতি বলেছেন: পড়ার জন্য থ্যাংকস শুঁটকি মাছ আপু :)

ভাল থেকো।

১৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১

লিরিকস বলেছেন: +

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯

বৃতি বলেছেন: :) :) ধন্যবাদ।

১৪| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৬

আহসানের ব্লগ বলেছেন: লেখাটা ভালো লাগলো,
আমার যা বলার ছিলো তা তো শ্রদ্ধেয় ব্লগার গণ বলেই দিয়েছেন।
ভালো থাকবেন। :)

১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭

বৃতি বলেছেন: ধন্যবাদ আহসান।

আপনিও ভালো থাকুন :)

১৫| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

পড়তে দারুন লাগলো, বৃতি।

শুভেচ্ছা রইল।।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

বৃতি বলেছেন: থ্যাংকস আপু। ভাল থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.