নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।।একটি শহর

৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৩

বুকের ভেতর একটি শহর লুকিয়ে থাকে।



খুব গভীরে বটের শেকড় অসুখ বোনে; অথই জলের নীলাভপটে একটি পাথর

ঘরকুনো এক বীজের মত খুব পড়ে রয়।



একটি হলুদ পোকার সাথে

ডালিমফুলের দু'দন্ড সাধ, অনেককালের না দেখা মুখ,

স্পর্শবিহীন দূর্বাঘাসে রাত্রিশেষে জ্বলজ্বলে এক মুগ্ধ শিশির

সূর্যালোকে মিশেই গ্যালো। ঘুমপেড়ে এক শাড়ির ভাঁজে অলস দুপুর,

মেঘের ফাঁকে

জমে থাকা কাব্য যত যাচ্ছে ভেসে। একটি বাতাস কোরাস বাঁধে, বনের ভেতর ঝরাপাতায়

ঘূর্ণি তোলে-

একটি নদী অবুঝ কূলে আটকে থাকে।



একটি তুমি'র অপেক্ষাতে সমস্ত রাত একটি আমি।

একটি শহর যাচ্ছে উড়ে। যাচ্ছে উড়ে।



মন্তব্য ৭২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লেগেছে কবিতাটা। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো থাকবেন আপু। ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫১

বৃতি বলেছেন: থ্যাংকস কাল্পনিক। ঈদের শুভেচ্ছা আপনাকেও :)

ভালো থাকুন সবসময়।

২| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।+
ঈদমোবারক ।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

বৃতি বলেছেন: ধন্যবাদ ভাই। ঈদ মোবারক :)

৩| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৫

অণুজীব বলেছেন: valo laglo.

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

বৃতি বলেছেন: থ্যাংকস অণুজীব।

শুভেচ্ছা।

৪| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।+++

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১১

বৃতি বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। ঈদের শুভেচ্ছা।

৫| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩১

বৃতি বলেছেন: ঈদ মুবারাক ভাই :)

৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩১

পার্থ তালুকদার বলেছেন: একটি তুমি'র অপেক্ষাতে সমস্ত রাত একটি আমি । ------- অসাধারণ।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

৭| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: একটি শহরে যাচ্ছে উড়ে!!
খুব সুন্দর আপু!

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

বৃতি বলেছেন: থ্যাংকস অভি :)

৮| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০০

সাজিদ উল হক আবির বলেছেন: বৃতি আপু, কবিতার ভাব, চিত্রকল্প গুলো বেশ লাগলো।
সবচেয়ে বেশী মুগ্ধ করলো কবিতার ভেতরে ছোট ছোট ছন্দ মিল গুলো -

"খুব গভীরে বটের শেকড় অসুখ বোনে; অথই জলের নীলাভপটে একটি পাথর
ঘরকুনো এক বীজের মত খুব পড়ে রয়।"

তারপর আবার -

"একটি হলুদ পোকার সাথে
ডালিমফুলের দু'দন্ড সাধ, অনেককালের না দেখা মুখ,
স্পর্শবিহীন দূর্বাঘাসে রাত্রিশেষে জ্বলজ্বলে এক মুগ্ধ শিশির
সূর্যালোকে মিশেই গ্যালো।"

আসলে পুরো কবিতাটাই একটা ছন্দে দোল খেয়ে এগুচ্ছে, আবৃত্তি করতে চাইলে করা যাবে দারুণ ভাবে।

আমি নিজেও বেশ কিছু কবিতায় ছন্দ নিয়ে এক্সপিরিমেনট করার চেষ্টা করেছি। তাই এই ধরণের কবিতা আমার বেশ প্রিয়।

মেক্সিকো শহরে ভালো আছেন তো আপু? মারকেজ বলেছিলেন মেক্সিকোর পথে প্রান্তরে জাদু বাস্তবতার উপকরণ ছড়িয়ে ছিটিয়ে থাকে।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

বৃতি বলেছেন: মেক্সিকো থেকে চলে এসেছি সাজিদ :) কিছু কিছু এলাকা আমাদের দেশের মত, তবে প্রতিটা দেশের নিজস্ব কিছু আবহ, নিজস্ব টোন আছে- সেটা স্বীকার করতেই হবে।

কবিতাটা কাল্পনিক ভালবাসা আবৃত্তি করবেন বলেছেন। করলে সবার সাথে শেয়ার করব :)

ভাল থাকবেন।

৯| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২০

মামুন রশিদ বলেছেন: বুকের ভেতর একটি শহর লুকিয়ে থাকে...
দারুণ লিখেছেন । ঈদের শুভেচ্ছা ।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩

বৃতি বলেছেন: থ্যাঙ্কস ভাইয়া, ঈদ মুবারাক :)

১০| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩০

মৃদুল শ্রাবন বলেছেন: বেশ আরাম করে পড়ার মতো একটা কবিতা।

ঈদের শুভেচ্ছা নিবেন।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩

বৃতি বলেছেন: ঈদ মুবারাক মৃদুল শ্রাবন :)

১১| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর কবিতা।

ঈদ মুবারক বৃতি ।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫

বৃতি বলেছেন: ঈদ মুবারাক বীথি :)

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১২| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

সুমন কর বলেছেন: একটি তুমি'র অপেক্ষাতে সমস্ত রাত একটি আমি ।
একটি শহর যাচ্ছে উড়ে। যাচ্ছে উড়ে।


অনেকদিন পর আপনার লেখা পেলাম। ভাল লাগল।

ঈদের শুভেচ্ছা রইলো।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩

বৃতি বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনাকেও, সুমন কর :)

ভালো থাকুন প্রতিনিয়ত।

১৩| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৫

ডি মুন বলেছেন: বাহ, বেশ সুন্দর কবিতা।

আবৃত্তি শোনার অপেক্ষায় থাকলাম।

ঈদ মোবারক আপু

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬

বৃতি বলেছেন: থ্যাংকস মুন। আমিও আবৃত্তি শোনার অপেক্ষায় আছি ।

ঈদের শুভেচ্ছা :)

১৪| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। শুভেচ্ছা।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

বৃতি বলেছেন: হাসান ভাই, ঈদের শুভেচ্ছা সমুদ্রকন্যা আর মিতিনসহ আপনাকে :) ভাল আছেন নিশ্চয়ই?

১৫| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৮

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দের কবিতা ,খুব ভাল লাগল ।ঈদের শুভেচ্ছা রইল ।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪

বৃতি বলেছেন: ঈদ মুবারাক দৃষ্টিসীমানা :)

১৬| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছন্দময়। গানের মতন। বাতাসের মতন।

অনেক সুন্দর লাগল।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

বৃতি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু :) ঈদ শুভেচ্ছা।

১৭| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪

ইমিনা বলেছেন: বৃতি আপুর কবিতা পড়তে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি :(
তবুও ভালো এই হারিয়ে যাওয়াতে ...
ঈদ মোবারক :) :) :)

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

বৃতি বলেছেন: ঈদ মুবারাক আপু :)

তুমি কিন্তু তোমার ব্লগে রিপ্লাইয়ে ফাঁকি দিয়েছ /:) B-) B-)

১৮| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১০

অরুদ্ধ সকাল বলেছেন:


গ্যালো____ অভিনব শব্দচয়ন___

কবিতা যদিও তিসি পরিমানও অনুধাবিত করিয়া উঠিতে পারিনাই তবু্ও শব্দগুলোর সুচয়ন বেশ মনোহর লাগিল বিশেষ করিয়া____

একটি তুমি'র অপেক্ষাতে সমস্ত রাত একটি আমি


শুভরুপম_শব্দকর

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

বৃতি বলেছেন: গেলো > গ্যালো। উচ্চারণ কিন্তু এখানে এভাবেই হবে। শব্দ নিয়ে পরীক্ষা করতে তো কোন বাধা নেই।

কবিতা তিসি পরিমাণও অনুধাবন করতে পারেননি শুনে দুঃখ লাগলো- কি লিখলাম তাহলে??!! :( :(

যাই হোক। ঈদের শুভেচ্ছা নিন।

১৯| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:২১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার লিখেছেন।

ঈদের শুভেচ্ছা :)

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৩:৩৫

বৃতি বলেছেন: ঈদ মুবারাক আপনাকেও ফ্রাস্ট্রেটেড :)

থ্যাংকস পড়ার জন্য।

২০| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৩:৩৬

বৃতি বলেছেন: ঈদ মুবারাক এহসান সাবির :)

ভাল আছেন নিশ্চয়ই?

২১| ০১ লা আগস্ট, ২০১৪ ভোর ৪:০১

সোনালী ডানার চিল বলেছেন:
একটি শহর যাচ্ছে উড়ে-
ভালোলাগা এখানেই থমকালো।

শুভেচ্ছা রইল।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৩:৩৭

বৃতি বলেছেন: পাঠের জন্য থ্যাংকস কবি। ভাল থাকুন প্রতিনিয়ত।

২২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

সায়েম মুন বলেছেন: লিরিক্যাল কবিতায় অনেক ভাললাগা!

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩

বৃতি বলেছেন: ঈদের শুভেচ্ছা মুন ভাইয়া :) কেমন আছেন?

২৩| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বৃতি। ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। :)

১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৪১

বৃতি বলেছেন: হ্যাঁ ভাইয়া, ভাল আছি :) থ্যাংকস ফর আস্কিং।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

মাহমুদ০০৭ বলেছেন: অনেক সুন্দর । অনেক ।
বুকের ভেতর একটি শহর লুকিয়ে থাকে। আসলেই ।
ঈদের শুভেচ্ছা ।
ভাল থাকবেন ।

১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৪

বৃতি বলেছেন: অনেক দেরিতে হলেও ঈদ শুভেচ্ছা আপনাকেও মাহমুদ :) প্রতিটা দিনই সুন্দর কাটুক আপনার।

২৫| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধ করা লেখা।

১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কু দূর্জয় :)

২৬| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন:
বুকের ভেতর একটি শহর লুকিয়ে থাকে।

একটি তুমি'র অপেক্ষাতে সমস্ত রাত একটি আমি।
একটি শহর যাচ্ছে উড়ে। যাচ্ছে উড়ে।


খুব চমৎকার লাগলো কবিতাটা! একদম মুগ্ধপাঠ! ছন্দ, দৃশ্যকল্প- সব মিলিয়ে অসাধারণ!

১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৮

বৃতি বলেছেন: থ্যাংকস ৎঁৎঁৎঁ। শুভেচ্ছা জানবেন :)

২৭| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

লেখোয়াড় বলেছেন:
অপূর্ব।

আরো নতুন লেখা চাই।

১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫১

বৃতি বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখছি লেখোয়াড়। ভাল আছেন তো?

২৮| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০

মায়াবী ছায়া বলেছেন: খুব ভাল লাগলো আপু।।

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

বৃতি বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মায়াবী ছায়া। ভাল থাকুন সবসময়।

২৯| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: বৃতি ,



দারুন এক কাব্যিক হাতে লেখা । ছন্দময় ।

ঠিক যেন ------

ঘুমপেড়ে এক শাড়ির ভাঁজে
লুকিয়ে থাকা ছন্দগুলো
আলসে দুপুরে ঘূর্ণি তোলে
বুকের মাঝের শহরটাতে বসতি গাড়ে,
স্বস্তি বাড়ে ।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৫

বৃতি বলেছেন: এই কবিতা কার লিখা? কখনো পড়িনি, আমি নিশ্চিত- কিন্তু কিছু মিল দেখে সত্যি অবাক হলাম।

অনেক ধন্যবাদ আহমেদ জী এস।

৩০| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: আমার ব্লগের প্রিয়তে আপনার এই কবিতা তুলে রেখেছি ,আজ আবার পড়তে গিয়ে মনে হলো বৃতি কে আমার ব্লগ বাড়িতে নিমন্ত্রণ করি । প্লিজ সময়
করে একবার আসুন ।শুভ সকাল ।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬

বৃতি বলেছেন: প্রিয়তে নিয়েছেন শুনে খুব ভালো লাগলো। অবশ্যই যাব আপনার ব্লগে।

অনেক ভালো থাকুন দৃষ্টিসীমানা।

৩১| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৫

আদম_ বলেছেন: বাহ্ ভালো তো।
কবিতার মানুষ আমি নই, তারপরও মনে হলো, কিছু একটা যেন আছে কবিতাটায়- তাকিয়ে থাকা যায় কিন্তু দেখা যায়না।

৩০ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২৪

বৃতি বলেছেন: :) :) ভালো আছেন নিশ্চয়ই ?

৩২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: বৃতি ,



কবিতাটি এই অধমেরই লেখা ।

ভালো করে খেয়াল করলেই বুঝতেন , কবিতাটির শাড়ির ভাঁজে ভাঁজে যে শব্দের ছন্দগুলো দিয়ে ঘূর্ণি তুলেছেন আমি তাকেই সাজিয়েছি আপনার কবিতার শহরের মন-মেজাজ বুঝে ।

তাই মন্তব্যে বসত গড়েছি মুগ্ধতার ।

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

বৃতি বলেছেন: বাহ, কবিতার কমেন্টে একটি সুন্দর কবিতা!

চমৎকার! এবং ধন্যবাদ! :)

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৯

দুখাই রাজ বলেছেন: অসাধারণ +++++ শুভ সকাল ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

বৃতি বলেছেন: শুভ সকাল। সারাদিন সুন্দর কাটুক আপনার।

৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২৭

দ্য ইলিউশনিস্ট বলেছেন: পর পর ৩ বার পড়লাম। অসাধারণ কবিতা। চমৎকার ছন্দ। সুন্দর দৃশ্যপট।
খুব ভাল লাগল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

বৃতি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। থ্যাংকস :)

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: সকালে এই কবিতা পড়েছি থেকে মাথাই বেজেই চলেছে। ছন্দের জন্য বোধহয়। আবার পড়তে এলাম। প্রিয়তেও নিয়ে রাখলাম সাথে।
এখন সামুতে পড়া সব কবিতা থেকে সেরা ১০ টা কবিতার সংকলন করলে নিঃসন্দেহে আপনার এই কবিতা প্রথম ৫ টার মধ্যে থাকত।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

বৃতি বলেছেন: কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময় :)

৩৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

একলা ফড়িং বলেছেন: খুব ভালো লাগল কবিতাটা। প্লাস!



একটি তুমি'র অপেক্ষাতে সমস্ত রাত একটি আমি।
একটি শহর যাচ্ছে উড়ে। যাচ্ছে উড়ে।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

বৃতি বলেছেন: :) :) থ্যাঙ্কু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.