নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।।তৃষ্ণা

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

লেইক টাহোর দ্রাক্ষাবন থেকে ঘুরে এসে দৃশ্যতঃ মনে হলো-

তৃষ্ণা পাকদণ্ডী হয়ে কেবলি নিম্নগামী। অভ্যাগতের সম্মুখের তেপয়ে

শুধু দেখেছি

এইসব প্রিয় শৈত্যপ্রবাহ আলগোছে, ধুঁকে ধুঁকে-

ক্যামন বুদবুদ বানালো প্রিয় বেলজিয়ানের গায়ে।



হিমনিদ্রা তো গ্যালো। চৈত্রের ঝলসানো সূর্যের নিচে

জলজ পরিধিতে পা ভেজাই, দেখি নীলাভ শূন্যতা

আঁকড়ে থাকা পাথরের বুকে শৈবালের প্রস্রবণ, হালকা ঘূর্ণি, মৃদু কম্পন-

জলের ভেতরে অটল পাথর কিছুই বোঝে না তা।



পাথরকে বলি, শোনো। নিজেকে উল্টে নাও তো একবার! নৈবেদ্য-অর্চনা নয়,

অতিক্রম নয়; দিগ্বিজয়, অদম্য স্বপ্নও নয়। কিছু নিরেট হাহাকার বুনে স্তব্ধতার

আরেক নাম যেন তুমি! বলয়ের চিহ্ন কিছু মুছে ফ্যালো। সব লেইকের

গভীরতা কি এক? শুধুই কি ধূসর জল? মৃতমাছ? অপার অন্ধকার?



থাকুক না কিছু তৃষ্ণা, কিছু বুদবুদ,

তারপর হোক ভিন্ন প্রস্থের কিছু গল্প।







( "পত্রজ", ঈদসংখ্যা ২০১৪ এ প্রকাশিত )

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার, অনবদ্য আসলে।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ!!

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

বৃতি বলেছেন: থ্যাঙ্কু বঙ্গভূমির রঙ্গমেলায়। ভালো থাকুন অনেক।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: থাকুক না কিছু তৃষ্ণা, কিছু বুদবুদ,
তারপর হোক ভিন্ন প্রস্থের কিছু গল্প। ’’---------- ভীষণ এবং ভীষণ ভাল লেগেছে -----------অসাধারণ

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৮

বৃতি বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা। শুভেচ্ছা ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন কবিতা। ভালো লাগলো খুব।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৩

বৃতি বলেছেন: থ্যাঙ্কু দূর্জয়।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪

মামুন রশিদ বলেছেন: থাকুক না কিছু তৃষ্ণা, কিছু বুদবুদ,
তারপর হোক ভিন্ন প্রস্থের কিছু গল্প।

সুন্দর ।

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

বৃতি বলেছেন: ব্লগারদের প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন মামুন ভাই- সবসময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন :)

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২

ইমিনা বলেছেন: অসাধারন কবিতা লিখেছেন বৃতি আপু :)

অনেক অনেক ভালো থাকুন ।।

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

বৃতি বলেছেন: ধন্যবাদ ইমিনা আপু, অনেক ভালো থেকো তুমিও :)

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৮

ডি মুন বলেছেন: সব লেইকের
গভীরতা কি এক? শুধুই কি ধূসর জল? মৃতমাছ? অপার অন্ধকার?


বাহ , সুন্দর কবিতা।

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬

বৃতি বলেছেন: থ্যাঙ্কু মুন :)

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

বৃতি বলেছেন: থ্যাঙ্কু হাসান ভাই :)

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কয়েকটা শব্দের সাথে অপরিচিত।

হ্যাঁ, থাকুক কিছু তৃষ্ণা, বুদবুদ!

সুন্দর।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

বৃতি বলেছেন: কোন শব্দগুলো অপরিচিত লাগছে? বললে পরিচয় করিয়ে দেব।

থ্যাঙ্কু পড়ার জন্য।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২০

বৃতি বলেছেন: লেইক টাহো = ক্যালিফোর্নিয়ার একটি লেইক।
দ্রাক্ষাবন = vineyard, আঙুরবাগান।
তেপয় = teapoy, তিন পায়া ছোট টেবিল, চা বা অন্য ড্রিঙ্কসের জন্য ব্যবহার করা হয়।
বেলজিয়ান = বেলজিয়ান গ্লাস। এখানে পানির গ্লাস হিসেবে ব্যবহৃত হয়েছে।

১০| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

যাযাবর বেদুঈন বলেছেন: সব কিছুর গভীরতা এক হয় না। গভীর হবে এটা ভেবে নিলে শুধু নিজের সাথেই প্রতারণা করা হবে, কষ্ট বাড়বে।

খুব সুন্দর একটা কবিতা পড়লাম।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৪

বৃতি বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা। অনেক ভালো থাকুন যাযাবর বেদুঈন।

আমার ব্লগে স্বাগতম।

১১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: এত কঠিন কবিতা কম বুঝি। :((

তবে শেষের দিকে পড়তে ভাল লাগল।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫

বৃতি বলেছেন: কবিতাটা কঠিন কিন্তু না :(( তাও কষ্ট করে পড়লেন বলে থ্যাংকস :)

১২| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫০

সায়েম মুন বলেছেন: থাকুক না কিছু তৃষ্ণা, কিছু বুদবুদ,
তারপর হোক ভিন্ন প্রস্থের কিছু গল্প।
--খুব সুন্দর। চমৎকার বুনন।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৩

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
হিমনিদ্রা তো গ্যালো। চৈত্রের ঝলসানো সূর্যের নিচে
জলজ পরিধিতে পা ভেজাই, দেখি নীলাভ শূন্যতা
আঁকড়ে থাকা পাথরের বুকে শৈবালের প্রস্রবণ, হালকা ঘূর্ণি, মৃদু কম্পন-
জলের ভেতরে অটল পাথর কিছুই বোঝে না তা।
- ভাল লাগল ৷
কিছু লাইন কিছু শব্দ ছুঁয়ে গেল বেশ কিছুক্ষণ ৷


মেক্সিকোর লেক টাহোর সম্পর্কে জানা ছিল একই নামে ছবি দেখতে দেখতে ৷ প্রান্ত বিস্তৃত নির্জনতার মাঝে হয়ত একাকিত্ব নিঃসঙ্গতা বিস্মৃতির মনযোগাযোগ ঘটে যায় ৷

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

বৃতি বলেছেন: ভাইয়া, লেইক টাহো ক্যালিফোর্নিয়া আর নেভাদা স্টেটদুটোর মাঝামাঝিতে অবস্থিত, মেক্সিকোতে না।

অনেক ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকুন নিরন্তর।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৫

বাংলার পাই বলেছেন: পাথরকে বলি, শোনো। নিজেকে উল্টে নাও তো একবার! নৈবেদ্য-অর্চনা নয়,
অতিক্রম নয়; দিগ্বিজয়, অদম্য স্বপ্নও নয়। কিছু নিরেট হাহাকার বুনে স্তব্ধতার


থাকুক না কিছু তৃষ্ণা, কিছু বুদবুদ,
তারপর হোক ভিন্ন প্রস্থের কিছু গল্প।
----------------------------খুব খুব ভালো লাগলো। চমৎকার কবিতা।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

বৃতি বলেছেন: থ্যাঙ্কু বাংলার পাই। শুভেচ্ছা।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: টাহো হ্রদের কথা যার জানা নাই, ব্যাপারটা তার জন্য ভাবনার। ভাবতেছিলাম, গুগুলে সার্চ দিবো। জাহাঙ্গীর আলম ৫২র মন্তব্য দেখে আমার শ্রম কমলো বটে, কিন্তু-

থাকুক না কিছু তৃষ্ণা, কিছু বুদবুদ,
তারপর হোক ভিন্ন প্রস্থের কিছু গল্প।


এই ব্যাপারটা কেবল একজন কবিই বিশ্বাস করে, হয়তো বিশ্বাস করে যে কোনো শিল্পীই। তবে সাধারণের বোধ এতে সায় দেবে না কখনোই। আর তাই এটি একটি শিল্পকর্ম।

কবিতায় অনেক ভালো লাগা

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১

বৃতি বলেছেন: তৃষ্ণা জরুরী- সৃষ্টিশীল যে কারোর জন্য জরুরী।

থ্যাঙ্কু জুলিয়ান ভাই। অনেক ভালো থাকুন।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



দুর্দান্ত +++ ইদসংখ্যার একটা সৌজন্য কপি দিয়েন ? :)

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

বৃতি বলেছেন: ঈদসংখ্যায় প্রকাশ হয়েছে- সম্পাদকের কাছ থেকে জেনেছি, কিন্তু হাতে পাইনি। দেশের বাইরে উনারা কপি পাঠান কিনা জানা নেই। কার্টেসি দেয়ার কারণ হল, লেখাগুলো হার্ডকপিতে পাব্লিশ হওয়ার আগে অন্য কোথাও প্রকাশ না করার কথা বলা হয়েছিল আগেই।

থ্যাঙ্কু কান্ডারি ভাই :)

১৭| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

বৃতি বলেছেন: থ্যাংকস :)

১৮| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
তথ্য বিভ্রাট ৷ দুঃখিত ৷ usa'র বিখ্যাত টুরিস্ট স্পট ৷

তবে আমার দেখা মেক্সিকান ছবির ট্রেইলার ৷ View this link


পাদটীকার লেইক টাহো'র তথ্যটি যোগ করে দিতে পারেন পাঠকের জন্য ৷ ভাল থাকবেন ৷





৩০ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২২

বৃতি বলেছেন: কমেন্টে লেইক টাহো'র পরিচয় দিয়েছি ভাইয়া।

অনেক ধন্যবাদ :)

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

যমুনার চোরাবালি বলেছেন: অসাধারণ। মুগ্ধ হলাম। আপনাকে অনুসরনে রাখলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

বৃতি বলেছেন: অনেক শুভেচ্ছা।

২০| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২

অদৃশ্য বলেছেন: এটা সত্যই সুন্দর... অপূর্ব সুন্দর...

অনেক লিখা পড়া হয়নি, জানিনা সবগুলো পড়তে পারবো কিনা... চেষ্টা থাকবে... এমন সুন্দর আরো কবিতার অপেক্ষাতে থাকলাম...


শুভকামনা...

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৪

বৃতি বলেছেন: থ্যাংকস অদৃশ্য। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.