নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।।শিরোনামহীন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

যেন হারিয়ে গেছি অমোঘ দুপুর থেকে।



চিরকুটের সেই ভাঁজের ভেতর একটি আঁচড়, বিড়াল পায়ে,

একটি যতির দুঃখ নিয়ে লোপাট হলো। খামের ভেতর সুগন্ধিসব কষ্টভেজা গন্ধ রেখে উবে যে যায়!



বসতবাড়ির ছায়ার ভেতর হারিয়ে থাকি - ও আঙিনায়

ফুঁপিয়ে ওঠার দৃশ্য আছে, রোদের স্মৃতি আঁকড়ে ধরে ঘুম সাঁতারে

ভেসে থাকে তোমার চিবুক। ও আঙিনায় বেতসবনের নরম বুকের স্পর্শ আছে। ও আঙিনায় আর যাব না।



আরশি থেকে বিম্ব বলে- অনেক হলো নিজকে দেখা! গেলুম তবে!



এই আলো-ঘর পড়ন্ত হয়, অবশেষে। নিঃস্ব হাওয়ায় স্বপ্ন কেন ঝাঁপ দিয়ে যায়? অতল জলে?

ইচ্ছেগুলো পাখির পাখায়, ধরতে গেলো শূন্যতাকে। সুনির্জনে পায়ের পাতার চিহ্ন ধরে রাস্তা খুঁজি। কেউ যেন নেই, কেউ যেন নেই-

লুসিফেরিন আলোর ভেতর হারিয়ে গেছে পথটি বেঁকে- নিরুদ্দেশে।



কোথায় যেন হারিয়ে গেছি- অন্ধকারে; আটকে আছি সব-হারানোর তক্ষশীলায়।

মন্তব্য ৫৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: বৃতিমনি!!!!!!!!!

প্রিয়তে তোমার কবিতা!!!:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮

বৃতি বলেছেন: শায়মাপু, তুমি নিজেই আমার অনেক প্রিয়তে। ভালো থেকো সবসময় :)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

যোগী বলেছেন:
অনেক দারুন শব্দের আয়োজন। আপনার লেখার এটা একটা প্রধান দিক।
তবে বেতসবন শব্দটার মানে বুঝিনাই, এমনিতেই কম বুঝি আমি /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫১

বৃতি বলেছেন: ধন্যবাদ যোগী :) বেতস এক ধরনের প্ল্যান্ট।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

আবু শাকিল বলেছেন: কবিতা ভাল লাগল আপু।
+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯

বৃতি বলেছেন: থ্যাংকস শাকিল। ভালো থাকবেন :)

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

এনামুল রেজা বলেছেন: কোথায় যেন হারিয়ে গেছি- অন্ধকারে; আটকে আছি সব-হারানোর তক্ষশীলায়।[/si

ভাল লাগলো কবিতাটি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬

বৃতি বলেছেন: ধন্যবাদ এনামুল রেজা।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫

বৃতি বলেছেন: থ্যাংকস, হাসান ভাই :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যাক এই বেলায় চমৎকার একটি কবিতা পাঠে মনটাই ভরে গেল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

বৃতি বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে আমারও অনেক ভালো লাগলো আপু :) শুভেচ্ছা জানবেন।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

অশ্রুত প্রহর বলেছেন: অনেক সুন্দর কবিতা। খুব ভাল লাগল। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ অশ্রুত প্রহর। আপনার নিক বেশ পছন্দ হলো :)

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর কবিতায় ৫ম ভালোলাগা।



কোথায় যেন হারিয়ে গেছি- অন্ধকারে; আটকে আছি সব-হারানোর তক্ষশীলায়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, শোভন :)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++্

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৯

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, নাজমুল হাসান মজুমদার :)

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম । মুগ্ধ হলাম ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

বৃতি বলেছেন: ধন্যবাদ, অভি :) ভালো আছেন নিশ্চয়ই?

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

ডট কম ০০৯ বলেছেন: লুসিফেরিন আলো জিনিশটা কি?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

বৃতি বলেছেন: এর মাধ্যমে জোনাকির আলো বুঝাতে চেয়েছি। জোনাকির আলোয় দুটো রাসায়নিক উপাদান থাকে- লুসিফেরাজ আর লুসিফেরিন। লুসিফেরিন তাপ প্রতিরোধী হিসেবে আলোকে ঠাণ্ডা রাখে। নিচে সহব্লগার বিদ্রোহী বাঙালী এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।

অনেক ধন্যবাদ ডট কম ০০৯ :)

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো আপু...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, তুষার কাব্য :) শুভেচ্ছা আপনার জন্য।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

সুমন কর বলেছেন: পড়তে দারুণ লাগল !



** মাঝে মাঝে কোথায় ডুব মেরে যান !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

বৃতি বলেছেন: ডুব দিতে আমার সত্যি অনেক ভালো লাগে B-) B-) :)

ধন্যবাদ ভাইয়া ।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩

অদ্বিতীয়া আমি বলেছেন: কোথায় যেন হারিয়ে গেছি- অন্ধকারে; আটকে আছি সব-হারানোর তক্ষশীলায়।

এমন একটা অনুভূতি ইদানিং খুব বেশি মনে হয় আমার , কবিতায় অ-নেক ভালো লাগা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

বৃতি বলেছেন: মানুষজন্ম নিয়েও আমরা জন্মের আগেকার কোন এক অন্ধকারের কথা ভাবি কখনো কখনো। এই ভাবনাগুলো কোনটাই ফেলনা নয় অদ্বিতীয়া। আবার একসময় খুব উজ্জ্বল আলোর কথাও ভাবনাতে আসবে।

অনেক ভালো থাকবেন :)

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৯

লিট্রিমিসটিক বলেছেন: একজন লেখক আগে একজন পাঠক। শব্দের নাগোরদোলায় খুজে পায়রার পালকের স্পর্শের মত লাগল। পদ্যে লেখক সার্থক। কিন্তু পাঠক হিসেবে নিজেকে স্বার্থক বোধ করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

বৃতি বলেছেন: আপনার মন্তব্যেও আমার খুব ভালো লাগলো :) ধন্যবাদ।

আমার ব্লগে স্বাগতম, লিট্রিমিসটিক।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: পুরো কবিতায়ই ছন্দের দ্যোতনাটা অসম্ভব ভালো লাগলো। সহজ সাবলীল ঢঙে মোটামুটি সহজ শব্দচয়নেই লেখা, কিন্তু অনুভূতিগুলো মারাত্মক প্রগার। অনেক গভীরে গিয়ে স্পর্শ করার মতো।
কয়েকটা শব্দের ভিন্ন ধরণের ব্যবহারও মুগ্ধ করেছে। যেমন বেতগাছের বন বা বেতবনের জায়গায় আপনি বেতসবন লিখেছেন। এখানে কেমন জানি একটা নমনশীলতা অনুভূত হয়।
আবার চাইলেই আপনি জোনাকির আলো লিখতে পাড়তেন। কিন্তু আপনি লিখেছেন 'লুসিফেরিন'। এতে করে শব্দটাকে আপনি আরও বেশী বিস্তৃত করে দিয়েছন। কারণ অক্সিজেন ও টিএসপি'র মিশ্রণে তৈরি লুসিফেরিন জোনাকি ছাড়াও সৃষ্টি সম্ভব, যা বাতাসের স্পর্শ পেলেই জ্বলে উঠবে কিন্তু কোন তাপ থাকবে না। প্রচলিত শব্দের বাহিরে এই লুসিফেরিন শব্দটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। তাছাড়া এই শব্দটায় এক ধরণের ভালোবাসার ছোঁয়াও আছে। কারণ লুসিফেরিন জ্বলে উঠার জন্য বাতাসের স্পর্শ প্রয়োজন হয়।
'তক্ষশীলা' শব্দটাও আমার কাছে খুব ভালো লেগেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত তক্ষশীলা একটি পৃথিবী বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান। পৌরাণিক এই শহরকে ঘিরে হিন্দু এবং বৌদ্ধ ধর্মালম্বীদের অনেক ইতিহাস রচিত হয়েছে, যা পরবর্তীতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আপনার কবিতায় একে রূপক হিসাবে ব্যাবহার করে হারানোর ক্ষতটা কত গভীর সেটা বুঝাতে সক্ষম হয়েছেন।
অনেক ভালো লাগা একটা কবিতা। আপনাকে অনুসরণে নিলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

বৃতি বলেছেন: আপনি এতো চমৎকারভাবে বিশ্লেষণ করলেন সবকিছু! ভালো একজন পাঠক আপনি- খুব ভালো করে পর্যবেক্ষণ করেন বোঝা যাচ্ছে :)

থ্যাংকস, বিদ্রোহী বাঙালী।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
হয়ত কিছু বিষয় কখনও হারায় না ৷ রয়ে যায় ....

পাঠ তৃপ্তি ৷

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

বৃতি বলেছেন: ধন্যবাদ, জাহাঙ্গীর আলম ভাই :)

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

জাফরুল মবীন বলেছেন: পাঠে ও বোধে মুগ্ধ হলাম :)

অভিনন্দন ও ধন্যবাদ কবি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, জাফরুল মবীন ভাইয়া :) :)

অনেক ভালো থাকুন।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কারুকাজের কবিতা
খুব ভাল লেগেছে।

শুভ কামনা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

বৃতি বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা আপু :) অনেক থ্যাংকস পড়ার জন্য।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।+++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

বৃতি বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় :) ভালো আছেন আশা করি?

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

যোগী বলেছেন: এইটা?

http://bn.wikipedia.org/wiki/বেত

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

বৃতি বলেছেন: !:#P !:#P :P যাক, আমার থেকেও টেকি জ্ঞান কম- এমন ব্লগার আছেন! জেনে খুবই সুখী হলাম :-0

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

বৃতি বলেছেন: যোগী, জাস্ট দুষ্টামি করে কথাগুলো বলেছি, কিছু মনে করেননি তো?

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

যোগী বলেছেন: লিংক

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

যোগী বলেছেন: ধুর লিংক দিতে পারিনা :( উইকিতে দেখলাম 'বেত'

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

বৃতি বলেছেন: =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

বৃতি বলেছেন: বিদ্রোহী বাঙালী ভাই চলন্ত wiki, বোঝা যাচ্ছে । উনি বেতসকে বেত বলেছেন যখন- আমার ধারণা সেটাই ঠিক হবে। আমি সেটা জানতাম না :)

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

সাজিদ উল হক আবির বলেছেন: "বসতবাড়ির ছায়ার ভেতর হারিয়ে থাকি - ও আঙিনায়
ফুঁপিয়ে ওঠার দৃশ্য আছে, রোদের স্মৃতি আঁকড়ে ধরে ঘুম সাঁতারে
ভেসে থাকে তোমার চিবুক" -

পুরো কবিতাটায় স্নিগ্ধ মায়াবী একটা ভাব আছে। উল্লেখ করা অংশটুকু আপন মনে হল বেশী।

শুভেচ্ছা আপু !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, আবির :) ভাল থাকবেন।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

যোগী বলেছেন:
হা হা হা হ্যাব্বি মাইন্ড খাইছি, দয়া করে মাইন্ড ভাঙ্গান ;) ;) :P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

বৃতি বলেছেন: থেঙ্কু :P কোন সাড়াশব্দ নেই দেখে চিন্তা করছিলাম।

মাইন্ড ভাঙানো আমাদের কাজের মধ্যে পড়ে না, তাই , নো থ্যাংকস B-) B-)

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

যোগী বলেছেন: আজব ! নাহ্ মাইন্ডটা এবার দেখি সিরিয়াসলি খাইতে হবে X(( /:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

বৃতি বলেছেন: X( X( B:-/

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

স্বদেশ হাসনাইন বলেছেন:
সব-হারানোর তক্ষশীলা ..শেষের এটাতে কি বোঝালেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

বৃতি বলেছেন: উপরে বিদ্রোহী বাঙালি ভাই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তক্ষশীলার। আমি কপি করে দিলাম-

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত তক্ষশীলা একটি পৃথিবী বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান। পৌরাণিক এই শহরকে ঘিরে হিন্দু এবং বৌদ্ধ ধর্মালম্বীদের অনেক ইতিহাস রচিত হয়েছে, যা পরবর্তীতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

ধন্যবাদ।

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

যোগী বলেছেন:
বেত বনে অনেক কাঁটা থাকে; ভয়ংকর ব্যাপার :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

বৃতি বলেছেন: রুনা লায়লার একটা একটা গান আছে, শুনেছেন কিনা জানি না। "আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধানশালিকের গাঁয়।" সেখানে এই শব্দটা আছে- বেতসলতা। আমি শুনে ভেবেছিলাম খুব কোমল কিছু হবে- কাঁটা থাকতে পারে মনে হয়নি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.