নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।।আটকাহনের "তুমি"

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

যখন জলের ভেতর উড়তে গিয়ে পথটি ভুলে

তোমার ঘরের রাজ্যপাটে বসত গেড়ে বসে-

দু’চোখ যখন লয় হারিয়ে তোমার চোখের সলতে ছুঁয়ে প্রদীপ জ্বালে।

বলো তো কে?

জলের ওপর রঙ ছড়িয়ে জলের ছবি আঁকে?

প্রশ্ন তোমার কাছে।



তার গা ছুঁয়ে যায় শনশনে এক হাওয়া- বৃষ্টিজলের

অঝোরধারা জানলা বেয়ে অরক্ষিতে -ঘর দুয়ারের সমস্তটাই ভেজে,

এই পবনে ওলট পালট সবকিছু হয় - নাহয় খানিক

আড়াল দিও! ডানা খুলে মর্ত্যে নামা জলপরীকে

দু'হাত জুড়ে ঢেকো-

পাঁজর খুলে লুকিয়েই নাহয় রেখো!



দোহাই লাগে, অরুন্ধতী পা পিছলে পড়েও যদি খসে,

সপ্তাকাশের কি আসে যায়? জ্যোৎস্নাবালুয় লুকোচুরির শেষে

জলের পরী আঙুল হেলে বজ্র ছুঁড়ে জানান দেবে, "তুমি আমার-

শুধুই আমার," -তাবৎ সৌরপাড়ায়!

ভাবছি, কেমন হবে? যখন

মহোৎসবে জ্বলবে সুখে একশো কোটি তারা।



সফেদ ধবল পালটি তুলে চন্দ্রখেয়ায় দেব-দেবীরা ফুল ছড়াবে পথে -

ভোরের বেলায় আকাশপ্রদীপ ফুঁৎকারে এক নিভিয়ে দিয়ে

স্বপ্নমায়ায় বাঁধবে যখন জলকুমারী- চুড়ির রিনিঝিনির তালে

চিরকালের হতচ্ছাড়া এই তোমাকে-

লজ্জা পাবে? ভীষণ?

অপচায়ী কুয়াশাসব থমকাবে নিশ্চিতে।



নিষ্কৃতি চাই, প্রিয়তম, আজ যে আমার ধ্রুপদী রাত! বিরানভূমি খামে

কিছু স্বপ্ন এঁকে পাঠিয়ে দিলাম জলডাহুকের ডানায়,

সিকামোরের ছায়ায় বসে মনখারাপের ক্ষণগুলোকে বাক্সে বেঁধো, বরং

একটি আদর, নেবে?

জলজ মেয়ের চতুর্পাশের ঢেউয়ে, জেনো-

অষ্টপ্রহর ছড়িয়ে থাকো আটকাহনের "তুমি"!





মন্তব্য ৭৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল! ইদানিং ব্লগে খুব কম দেখছি!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

বৃতি বলেছেন: থ্যাংকস কাভা। ব্লগে কিছুটা নিয়মিত হওয়ার চেষ্টা করব।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

বৃতি বলেছেন: শুভ বসন্ত :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: /নিষ্কৃতি চাই, প্রিয়তম, আজ যে আমার ধ্রুপদী রাত! বিরানভূমি খামে
কিছু স্বপ্ন এঁকে পাঠিয়ে দিলাম জলডাহুকের ডানায়,/


কবিতায় ভালো লাগা জানবেন।

বসন্তের হলুদিয়া শুভেচ্ছা রইল। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

বৃতি বলেছেন: ফাল্গুনী শুভেচ্ছা আপনার জন্যও, দিশেহারা রাজপুত্র :)

কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর!

সিকামোর কোথাকার গাছ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

বৃতি বলেছেন: সিকামোর (Sycamore) অ্যামেরিকাতে দেখা যায়- অন্য দেশের কথা ঠিক বলতে পারছি না। ঘন সবুজ পাতাবিশিষ্ট, ছায়া দেয়া বহুবর্ষজীবী গাছ হিসেবে পরিচিত।

অনেকদিন পর আপনাকে দেখছি, প্রফেসর শঙ্কু! আপনার নতুন গল্প পড়তে চাই :)

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: বৃতি ,




সত্যি বলতে কি , ছন্দটা ঠিক ধরতে পারিনি ! মনে হয় দারুন ছন্দময় হতে পারতো ।

জলের ওপর রঙ ছড়িয়ে জলের ছবি আঁকে তো - আকাশ ! তার গা ছুঁয়েই তো বৃষ্টিজলের শনশনে এক হাওয়া বয় ! সেই আকাশ থেকেই তো অরুন্ধতী পা পিছলে খসে পড়ে । চাঁদের খেয়া সে আকাশেই তো ভাসে ফুল পরীদের পাশে ! অষ্টপ্রহর সেই আকাশই তো ছড়িয়ে থাকে চোখে আটকাহনের "তুমি" হয়ে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

বৃতি বলেছেন: এই কবিতাকে একটা নির্দিষ্ট ছন্দে ফেলতে চাইনি ইচ্ছে করেই। তবে আবৃত্তি করলে কিছুটা ছান্দসিক লাগতেও পারে :) এটা জলপরী এবং তার ভ্যালেন্টাইনের কবিতা। যেহেতু পরী- স্বর্গ থেকে সে মর্ত্যে এসেছে ধরা যায়, আবার জলেও তার অবাধ বিচরণ। জলপরী তার কিছু স্বপ্নের কথা লিখে পাঠাচ্ছে ভ্যালেন্টাইনকে।

হালকা কবিতা- তারপরও মনোযোগ দিয়ে পড়েছেন। অনেক ধন্যবাদ আহমেদ জী এস :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

বৃতি বলেছেন: জলের ওপর রঙ ছড়িয়ে জলের ছবি আঁকে কে? জলপরী। প্রশ্নগুলোর মাধ্যমে সে তার নিজের অনভূতির কথাই লিখেছে, চিঠিতে- তার গা ছুঁয়েই শনশনে হাওয়া বয়।

আকাশ থেকে অরুন্ধতীর পা পিছলে খসে পড়া একটি রূপক হিসেবে ধরতে পারেন। স্খলন বা পতন। জলপরী কিছুটা দুষ্টু মেয়ে মনে হয় :P

আর আটকাহনের "তুমি" হচ্ছে তার ভ্যালেন্টাইন।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: পড়তে চমৎকার লাগল। তবে এত কঠিন কি অামি বুঝি !!


৪র্থ ভাল লাগা দিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

বৃতি বলেছেন: সুমন ভাইয়া, এটা কি কঠিন কবিতা???!!! :( :((

বসন্তের শুভেচ্ছা জানবেন :)

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

সায়েম মুন বলেছেন: বেশ লেগেছে। শুভকামনা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, মুন ভাইয়া। শুভ বসন্ত :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

বৃতি বলেছেন: আপনার জন্যও বসন্তের শুভেচ্ছা, এহসান সাবির :) ভাল আছেন নিশ্চয়ই?

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৩

জাফরুল মবীন বলেছেন: মুদ্ধ হলাম কবিতা পাঠে।

আপনার জীবনে বসন্ত বাতাস বয়ে যাক আনন্দ সুখ ছড়িয়ে ---এ শুভকামনা রইলো। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

বৃতি বলেছেন: আপনার বসন্তও সুন্দর কাটুক, ভাইয়া :)

অনেক শুভেচ্ছা।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার আরও একটা অনবদ্য কবিতা পড়লাম। ভালোবাসার প্রকাশটা দারুণ লাগলো বৃতি। প্রকট না হলেও ছন্দের দ্যোতনা কিন্তু আছে। আবৃত্তি করার সময় একটু কৌশলী হলেও ছন্দময় হয়ে উঠবে কবিতাটা। ভালো লাগলো অনেক। বাসন্তী শুভেচ্ছা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

বৃতি বলেছেন: গল্প লিখতে আমার প্রচুর সময় লাগে- কিন্তু কবিতা লিখতে কেন যেন বেশি সময় নিতে ভালো লাগে না- তাড়াহুড়ো করে লিখে পোস্ট করে ফেলি। সময় দিলে হয়ত এই কবিতাতে আরো অনেক ছন্দ আনা সম্ভব। আপনি অনেক মনোযোগী পাঠক, বিদ্রোহী ভাই।

বসন্তের শুভেচ্ছা আপনার জন্যও।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

এহসান সাবির বলেছেন:
:) :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

বৃতি বলেছেন: বোঝা যাচ্ছে, ভাল আছেন :)

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: দারুন লাগল..
শুভ কামনা বৃতি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

বৃতি বলেছেন: থ্যাংকস, প্রিয় মুনিরা আপু।

বসন্তের শুভেচ্ছা রইল :)

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

বেলায়েত মাছুম বলেছেন: পড়ে আনন্দ লাগে।

এইতো অনেক।

শুভেচ্ছা রইল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

বৃতি বলেছেন: ধন্যবাদ, বেলায়েত মাছুম।

আপনার জন্যও অনেক শুভেচ্ছা।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।+++

ভাল লাগল খুব। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

বৃতি বলেছেন: ধন্যবাদ, বঙ্গভূমির রঙ্গমেলায় :)

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার রিদম রয়েছে কবিতাটিতে। মুগ্ধ হলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, হাসান ভাই :)

শুভ বসন্ত।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

জুন বলেছেন: দোহাই লাগে, অরুন্ধতী পা পিছলে পড়েও যদি খসে,
সপ্তাকাশের কি আসে যায়?

তাইতো কি আসে যায় ?
অনেক অনেক ভালোলাগলো আপনার কবিতা বৃতি ।
+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

বৃতি বলেছেন: থ্যাংকস, আপু। ফাল্গুনী শুভেচ্ছা আপনার জন্য :)

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: নিষ্কৃতি চাই, প্রিয়তম, আজ যে আমার ধ্রুপদী রাত! বিরানভূমি খামে
কিছু স্বপ্ন এঁকে পাঠিয়ে দিলাম জলডাহুকের ডানায়,
সিকামোরের ছায়ায় বসে মনখারাপের ক্ষণগুলোকে বাক্সে বেঁধো, বরং
একটি আদর, নেবে?

সুন্দর ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

বৃতি বলেছেন: থ্যাংকস, সেলিম ভাই :)

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

যোগী বলেছেন: হাই! কবিতা পছন্দ হইছে :)
সাথে নিচের ছবিটাও।
এই কথাটা বেশি ভাললাগছে -

ডানা খুলে মর্ত্যে নামা জলপরীকে
দু'হাত জুড়ে ঢেকো-
পাঁজর খুলে লুকিয়েই নাহয় রেখো!


নাহ! প্রতিটা কথাই সুন্দর। আবার পড়ে মনে হলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

বৃতি বলেছেন:
হ্যালো যোগী, থ্যাঙ্কু :P

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর সুন্দর। চমৎকার কবিতা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫

বৃতি বলেছেন: ধন্যবাদ অতন্দ্র :) ভালো থাকুন সবসময়।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন: কবিতা বেশ লেগেছে! ভাল লাগা জানবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ শঙ্খচিল_শঙ্খচিল :)

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

তুষার কাব্য বলেছেন: চমৎকার কথামালার কবিতায় ভালোলাগা।

ভালো থাকবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭

বৃতি বলেছেন: থ্যাংকস তুষার কাব্য :) অনেক ভাল থাকুন- সবসময়।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মিষ্টি পাঠ্য হয়েছে আপু ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

বৃতি বলেছেন: থ্যাংকস, অভি :)

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

আরমিন বলেছেন: সুন্দর কথামালায় ভালোলাগা! :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ আরমিন :) ভাল থাকুন সবসময়।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

পার্থ তালুকদার বলেছেন: খুবই ভাল লাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

বৃতি বলেছেন: ধন্যবাদ, পার্থ তালুকদার :)

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: নিষ্কৃতি চাই, প্রিয়তম, আজ যে আমার ধ্রুপদী রাত! বিরানভূমি খামে
কিছু স্বপ্ন এঁকে পাঠিয়ে দিলাম জলডাহুকের ডানায়,

শুভেচ্ছা কবি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

বৃতি বলেছেন: থ্যাংকস, নাজমুল হাসান মজুমদার :) ভাল থাকবেন।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

শায়মা বলেছেন: আপুনি সাতকাহন আটকাহন কাব্য অনেক অনেক সুন্দর!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

বৃতি বলেছেন: পড়ার জন্য অনেক থ্যাংকস, শায়মাপু :)

তোমার কবিতা এর থেকে অনেক সুন্দর হয়।

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

যোগী বলেছেন:
একটা কবিতা লিখতে নরমালি কত দিন সময় লাগে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

বৃতি বলেছেন: এটা ডিপেন্ড করে যোগী :) সারাদিন তো আর কবিতা নিয়ে ভাবলে চলবে না - কিছু কবিতায় হয়ত বেশ সময় লাগে। তবে আমার একটি কবিতা "একটি শহর" লিখতে ছয়/সাত মিনিটের মত লেগেছিল। আমার এই লেখাগুলো কি কবিতা হয়? আমার সন্দেহ আছে :P এরজন্য এর পেছনে বেশি সময় দিতে ইচ্ছে করে না ।

আপনি একটা কবিতা আজকে লিখে ফেলুন না!

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

যোগী বলেছেন:
আমি, কবিতা - কখনো হবে না। কোন দিন পারবো না :(

আপনার অনেক আগের একটা কবিতা (তবুও আমি জেগে উঠি) অনেক ভালো লেগেছিল।

কী নিয়ে বেশি ব্যাস্ত থাকেন?

মরুভূমি বেড়ানো নিয়ে কোন পোষ্ট আসবে না?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

বৃতি বলেছেন: মরুভূমি খুবই কাছে- ২ ঘন্টার ড্রাইভের ভেতর। প্রায়ই যাওয়া হয় সেখানে। বিখ্যাত মোহাবি ডেজার্টও খুব কাছে।

কেন যেন ভ্রমণ পোস্ট দিতে ইচ্ছে করে না :)

২৮| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আটকাহনের "তুমি"

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

দোহাই লাগে, অরুন্ধতী পা পিছলে পড়েও যদি খসে,
সপ্তাকাশের কি আসে যায়?


ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।

১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে :) আপনিও ভাল থাকুন সবসময়।

২৯| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪২

আরজু পনি বলেছেন:

দারুণ লাগলো পড়তে।
সকালবেলা মুগ্ধ হবার মতো একটা কবিতা পড়লাম

কেমন যেন বেশ ছন্দে ছন্দে পড়লাম...

অনেকদিন পর শাহেদ খানের লেখার ঘ্রাণ পেলাম যেন।
অনেক শুভকামনা রইল।

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৪

বৃতি বলেছেন: শাহেদ খান চমৎকার লিখেন :) তাঁর কবিতা বেশ পছন্দ করি। পাঠের জন্য অনেক থ্যাংকস আরজুপনি আপু।

ভাল থাকবেন সবসময় :) :)

৩০| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৬

শায়মা বলেছেন: বৃতিমনি

নয়কাহন দশকাহন কবে আসবে?

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০০

বৃতি বলেছেন: আপি, জানি না :) একদম সময় পাচ্ছি না ক'দিন ধরে।

৩১| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন লেখা চাই।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৮

বৃতি বলেছেন: :) :)

৩২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৯

মহামহোপাধ্যায় বলেছেন: কবিতাটি ভালো লাগলো খুব। কতকটা বুঝেছি, অনুভব করতে চেয়েছি তার থেকে বেশি। অনন্য .........




ভালো থাকুন। শুভেচ্ছা :)

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৯

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও শুভেচ্ছা জানবেন :)

৩৩| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৫

যোগী বলেছেন:
মাঝে মাঝে ডুব দেন কাহিনিটা কী?

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩

বৃতি বলেছেন: কাহিনী হলো, মাঝে মাঝে ডুব দেয়াটা খুব পছন্দ করি :P কেমন আছেন, যোগী? আপনার কবিতা পোস্ট করেন, পড়ে আসি।

৩৪| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৫

যোগী বলেছেন:
খাইছে :P
আরে নাহ জীবনেও কবিতা লিখতে পারবো না :(( :((

বেটার গানটা শুনেন

https://www.youtube.com/watch?v=qErYBjNA26A

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯

বৃতি বলেছেন: কে খাইসে? /:) /:) লিংকের জন্য অনেক থ্যাংকস :)

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

নক্ষত্রচারী বলেছেন: অনবদ্য!
মুগ্ধ হলাম আপনার লেখনীতে । আপনার লেখা আগেও পড়েছি । কিন্তু কমেন্ট করা হয়নি । ব্লগেও আসি কদাচিৎ ।

লিখতে থাকুন । শুভকামনা রইল ।

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু নক্ষত্রচারী :) অনেক ভালো থাকুন, সবসময়।

৩৬| ২৯ শে মে, ২০১৫ রাত ১১:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম একদম /।

৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৫৩

বৃতি বলেছেন: থ্যাংকস :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.