নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

। প্রযত্নেঃ সুখ

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৯



তাদের ঠিকানায় লেখা ছিল- প্রযত্নেঃ সুখ। বারোমেসে সুখ বুনে

নিত্যসুখী ছিল তারা। সুখলতায় ছেয়ে গেছে ছাত, অনঙ্গে ঝরে সুখ-পরাগ।

মুক্তোও যেন তুলেছিল কবে, সুখসাগর ছেনে।



অভিযোগ নেই কোন। সুখী হোক, তারা আরো সুখী হোক।

সুখ- পোশনের উপচানো বুদবুদে ভরে যাক বাড়ি, ভেসে যাক পাড়া -

মাঠ, তল্লাট, পুরো মর্ত্যলোক। তারা আরো সুখী হোক।



ঠিকানাবিহীন অসুখই আমার সুখ। ছোঁয়াচে পাখা মেলে- যেন

লেপ্টে থাকে তোমার রাতজাগা চোখের কোলে, নিঃশ্বাসে, বালিশের ভাঁজে-

ইরেজারে মুছে ফেলা খাতার কোনে, বুকপকেটের কালির অভিমানে।



শব্দজট হয়ে তুমি-আমি ক্রমাগত কাটাকুটি খেলি, জড়াজড়ি পড়ে রই-

একদিন ভেসে যাই অচিন বিহারে- প্রান্তিক বিকেলের

দমকা বাতাসে উড়ে আসা এক কুঁচকানো খবর-কাগজের পাতায়।

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৪

সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৬

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ, সুফিয়া আপু। ভালো থাকবেন।

২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শব্দজট হয়ে তুমি-আমি ক্রমাগত কাটাকুটি খেলি, জড়াজড়ি পড়ে রই-
একদিন ভেসে যাই অচিন বিহারে- কোনো প্রান্তিক বিকেলে
দমকা বাতাসে উড়ে আসা এক কুঁচকানো খবর-কাগজের পাতায়।//

অসাধারণ লাগল।

+

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৮

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, দিশেহারা রাজপুত্র :)

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার লাগল।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪২

বৃতি বলেছেন: থ্যাংকস, সুমন ভাই :)

৪| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৪

আমি সৈকত বলছি বলেছেন: চমৎকার লেখা,

খুব ভালো লাগলো। :)

ভালো থাকবেন

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৪

বৃতি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে :)

শুভেচ্ছা আপনার জন্যও।

৫| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে অনেক ।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৫

বৃতি বলেছেন: ধন্যবাদ, কলমের কালি শেষ :)

৬| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:

খুব সুন্দর ।

কেমন যেনো কষ্ট কষ্ট অনুভূতি হলো !

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৮

বৃতি বলেছেন: আপনার এই অনুভূতিটুকু আমার বাড়তি পাওয়া :)

ভালো থাকবেন, আরজুপনি আপু ।

৭| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০১

আরণ্যক রাখাল বলেছেন: অনন্যসাধারণ

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, আরণ্যক রাখাল :)

৮| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন...

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২

বৃতি বলেছেন: থ্যাংকস আপু :) অনেক ভালো থেকো সবসময়।

৯| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৩

বৃতি বলেছেন: থ্যাংকস, হাসান ভাই।

১০| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

সায়েম মুন বলেছেন: সুন্দর কবিতায় অনেক ভাললাগা।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৮

বৃতি বলেছেন: ধন্যবাদ, ভাইয়া :)

১১| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৭

সকাল রয় বলেছেন:
হয়তোবা সুখটাই একটা বিমার...
দারুন সাজিয়েছেন কিন্তু শব্দগুলো। ভালো লাগলো বুনন। সুখ নিয়ে দারুন একটা গল্প যেন।


ভালো লাগা।। শুভ কামনা।।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

বৃতি বলেছেন: সুখটাই একটা বিমার হতে পারে, আবার হতে পারে উল্টোটাও। যে যেভাবে দেখে।

পাঠের জন্য থ্যাংকস, সকাল রয় :)

১২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা !

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

১৩| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ঠিকানাবিহীন অসুখই আমার সুখ।

আপনার নিখুঁত ও পরিণত কবিতাগুলো আমাকে অনেক টানে। আপনার কবিতার ফ্যান আমি বহু আগে থেকেই।

শুভেচ্ছা আপু।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২

বৃতি বলেছেন: জেনে আসলেও ভালো লাগলো ভাইয়া। থ্যাংকস :)

শুভেচ্ছা আপনার জন্যও।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৪

যোগী বলেছেন:
কবিতার প্রথম অংশটা যেন কাদেরকে উদ্দেশ্য করে লেখা। সেটা বুঝি নাই।

পরের অংশটা জীবনান্দের রোমান্টিক কবিতার কথা মনে করিয়ে দেয়। :)

কবিতার মূলভাবটা যেন ঠিক মত ধরতে পারিনা। :(
কবিতা বুঝিনা ভালোভাবে। :(

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৪

বৃতি বলেছেন: কবিতার প্রথম অংশটা সুখী মানুষদের জন্য- যাদেরকে আপাতঃদৃষ্টিতে সুখী বলে মনে হয়, তাদের উদ্দেশ্যে। দ্বিতীয় অংশটা কথকের নিজের- তার কিছু অতৃপ্তি, না পাওয়ার কথা বলা হয়েছে। সাম কাইন্ড অফ কম্পেরিজন। কিন্তু কথক তার অতৃপ্তি নিয়েও সুখী। শেষ প্যারাতে এসে অতৃপ্তি নিয়ে জীবন থেকে হারিয়ে যাওয়ার কথা বোঝানো হয়েছে।

কবিতা অনেক সময় আমিও বুঝি না- তবে এটা খুব বিগ ডীল না। না বুঝেও কবিতা পড়তে আমার ভালই লাগে।

ভালো থাকবেন যোগী।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শব্দজট হয়ে তুমি-আমি ক্রমাগত কাটাকুটি খেলি, জড়াজড়ি পড়ে রই-
একদিন ভেসে যাই অচিন বিহারে- কোনো প্রান্তিক বিকেলে
দমকা বাতাসে উড়ে আসা এক কুঁচকানো খবর-কাগজের পাতায়।


দারুণ লাগল।+++

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, বঙ্গভূমির রঙ্গমেলায় :)

ভালো থাকুন সবসময়।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০

অপর্ণা মম্ময় বলেছেন: শিরোনামটা খুবই চমৎকার হয়েছে বৃতি

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮

বৃতি বলেছেন: থ্যাংকস, আপু। নববর্ষের শুভেচ্ছা।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০২

ভ্রমরের ডানা বলেছেন: এতো সুন্দর লেখেন কি করে? অনেকটা কুয়াশায় ঢাকা কষ্টের দেখা পেলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ। ভাল থাকবেন।

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৬

বৃতি বলেছেন: থ্যাংকস :)

নতুন বছরের শুভেচ্ছা জানবেন, ভ্রমরের ডানা।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৩

এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ ভালো লাগা।


নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭

বৃতি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্যও :)

ভালো থাকবেন, এহসান সাবির।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৬

বৃতি বলেছেন: শুভ নববর্ষ, সুমন ভাই :)

২০| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

সাদিয়া দুর্দানা বলেছেন: "সুখী হোক, তারা আরো সুখী হোক।
সুখ- পোশনের উপচানো বুদবুদে ভরে যাক বাড়ি, ভেসে যাক পাড়া -
মাঠ, তল্লাট, পুরো মর্ত্যলোক। তারা আরো সুখী হোক।"
অনেক ভাল লাগা! আপনি সুখী হোন!!

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

বৃতি বলেছেন: সুখী হওয়া অনেক কঠিন কাজ :) পৃথিবীর সবাইকে নিয়ে সুখী হতে পারলে হয়ত আমিও সুখী হবো।
তবে ভালমন্দ মিলিয়ে একমত আছি- নিজেকে দুঃখী ভাবি না, এ ব্যাপারে আমি নিশ্চিত :)
আপনার জন্য অনেক শুভেচ্ছা থাকলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.