নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

।।আজ কোন রুপকথা নেই

২৭ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:০৬

এই যে, শুনছেন? আপনাকেই বলছি।
বাসে করে আপিস যাবার পথে আজ আপনিই তো ছিলেন দ্বিতীয় জানালায়!
মাথার ভেতর পেঁজা তুলোর মেঘ, শূন্যচোখ, হাতের ফোল্ডার খুলে কাগজপত্র
আনমনে আরও একবার পরখ করতে করতে
বুড়ি ছুঁয়ে তাকালেন আমার দিকে। পরক্ষণেই ভুলে গেলেন-
শৈশবের প্রথম স্কুলের নাম-ডাকা হাসিখুশি দিদিমণির বেমক্কা নামটির মত।

আর আমি, দেখতেই পেলাম না আপনাকে! কি আশ্চর্য কান্ড, দেখুন!
সময়নাশের চিন্তায় অস্থির ভীতু পথযাত্রীটির সাথে ছুটতে গিয়ে হোঁচট খেলাম একবার
অচেনা সঙ্গীকে পেটে পুরে
বাসের দরজাটা বন্ধ হলো এই হতাশ-মুখের সামনে।

অথচ যাত্রাবৃত্তান্তে সকাল সাতটা দশে আজ আমাদের দেখা হওয়ার কথা ছিল!!

প্রাইভেট ফার্মের যে কেরানীবাবুটি স্বস্তির পান চিবুতে চিবুতে আপনার পাশে
হেলান দিলেন এইমাত্র,
সেখানে- নীল আঁচলটি টেনে বসার কথা ছিল আমারই- 'মারিয়ানা পিনেদা'য়
ডুবে গেছি ততক্ষণে- উন্মুখ কাচ আচ্ছাদন থেকে 'কি যেন নেই'
ভেবে চশমাটা খুলে সহসাই - আমার টিকোলো নাকে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম-
ঠিক এখনই চোখ পড়তো আনমনা এই আপনার।

কথা ছিল-
সাতটা আটাশ নাগাদ ধুঁকে ধুঁকে চলা মতিঝিলগামী ঝক্করমার্কা ৩২ নম্বর বাসটা
ক্যালিফোর্নিয়া হাইওয়ে ওয়ান বরাবর ছুটতে থাকবে,
বুলেট ট্রেনের সাথে পাল্লা দিয়ে-
ঝড়ো বাতাসে অবাধ্য চুলগুলোকে শাসন করতে অপারগ এই আমি; এই তো এখন,
সাতটা বত্রিশে, আপনার কাঁধের ওপর দিয়ে-
অপার নীলাভ প্রশান্তের দিকে চোখ মেলে কান্না পাবে আমার অযথাই।

সকাল সাতটা ছত্রিশে আমার চোখে সমুদ্র দেখে চমকে উঠবেন আপনি, কথা ছিল
সাতটা বেয়াল্লিশে সূর্য ছাড়িয়ে উড়ে যাবো আমরা, হাতে রৌদ্রফুল -
এক সুকুমার কাঁধে হেলে আছে মাথা, বুকের ভেতর দামামাবাদ্যি।
সৌরতারার আলো মেখে আমরা দু'জন, পাশাপাশি- কোন কথা নেই।
স্বাতীনক্ষত্রকে একটিবার ছুঁয়ে আসবো বলে যাচ্ছি তো যাচ্ছি-
এ যে আমার আজন্ম সাধ-
অনবধানে জেনে গেলেন আপনিও আজ-
দীপ্তবাহুকে এক কখন যে আমার দু'হাত মুঠো আঁকড়ে ধরেছে- জানা নেই কারো।

জ্যাকারান্ডা গাছসমূহ কথা দিয়েছিলো, সকাল আটটা সতেরোয়, শুভ্র বেগুনি
কার্পেট বিছিয়ে দেবে ধূসর পাটাতন জুড়ে- আমাদের নেমে আসার প্রতীক্ষায়।
কথা ছিলো,
এক নিখুঁত অনুবাদে বাতাস প্রতিটি অণুর কানে গুঞ্জন তুলবে,
আজ মহাদিন-
আজ কোন দুঃখ নেই, শোক নেই, পীড়া-তাড়া-ক্ষুধা নেই, অসুখ নেই।
আজ কোন যুদ্ধ নেই। ক্রন্দন নেই। আজ মহাদিন।

এই যে, শুনছেন? ঠিক সাতটা দশে
আমাদের দেখা হলো না বলে রুপকথা আজ পড়ে আছে দূরে।


মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৬

আলফ্রেড বি বলেছেন: ভালো লিখেছেন

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪

বৃতি বলেছেন: থ্যাংকস :)

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫১

সুমন কর বলেছেন: কি বলব, বুঝতে পারছি না :(

পড়ে গেলাম।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১

বৃতি বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ, সুমন ভাই।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৬

সুশান্ত হাসান বলেছেন: আরেকটু স্বচ্ছতা থাকলে আরোও ভালো লাগতো,,,,,,,,,,,,,,,,,,

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৫

বৃতি বলেছেন: কোন স্থানে অস্বচ্ছ লেগেছে জানলে ভালো লাগতো।

ধন্যবাদ, সুশান্ত হাসান।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৭

সুফিয়া বলেছেন: ভাল লাগল।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩

বৃতি বলেছেন: ধন্যবাদ, সুফিয়া আপু।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৬

ময়না বঙ্গাল বলেছেন: আজ কোকিলে গেয়েছে কুহু
মু হ্ র্ মু হু ।
আজ কাননে ঐ বাশি বাজে ।
মান করে থাকা
আজ কি সাজে ।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

বৃতি বলেছেন: কাননে বাঁশি বেজেছে
ময়না তাই সেজেছে-
মান করা আজ বোকারই কাজ- বসন্তের এই প্রাতে-
তার মু হ্ র্ মু হু কুহু ডাকে পুরো পাড়া মাতে।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন:



কাজের মাঝে ঢুকে গেছি তোমার পোষ্টে। চোখ বুলিয়ে গেলাম। আবার পড়ে তবে মন্তব্য করতে হবে :)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৮

বৃতি বলেছেন: ঠিক আছে, আমিনুর ভাই :)

৭| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৫

মামুন ইসলাম বলেছেন: ++++

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৯

বৃতি বলেছেন: ধন্যবাদ, মামুন ইসলাম :)

৮| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৭

ডি মুন বলেছেন: সৌরতারার আলো মেখে আমরা দু'জন, পাশাপাশি- কোন কথা নেই।

---- চমৎকার পঙক্তি।


আজ কোন দুঃখ নেই, শোক নেই, পীড়া-তাড়া-ক্ষুধা নেই, অসুখ নেই।
আজ কোন যুদ্ধ নেই। ক্রন্দন নেই। আজ মহাদিন।

এই যে, শুনছেন? ঠিক সাতটা দশে
আমাদের দেখা হলো না বলে রুপকথা আজ পড়ে আছে দূরে।


------ দেখা হলো না, অথচ 'বাসে করে আপিস যাবার পথে আজ আপনিই তো ছিলেন দ্বিতীয় জানালায়!'


++++

দারুণ কবিতা।
এমন কবিতা ভালো লাগে যা দ্বিতীয়বার পাঠককে কবিতার কাছে নিয়ে যায়। তৃতীয়বার, চতুর্থবার এবং বহুবার।

শুভেচ্ছা।


২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৭

বৃতি বলেছেন: থ্যাংকস, মুন :)

অনেক শুভেচ্ছা আপনার জন্যও।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার। ++++++

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, দিশেহারা রাজপুত্র :)

১০| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা :)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫

বৃতি বলেছেন: ধন্যবাদ :)

১১| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে ভীষণ ভাল লেগেছে -- আমি এই ধরণের লেখা পড়তেই বেশি স্বচ্ছন্দ বোধ করি --- অসাধারণ

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০

বৃতি বলেছেন: জেনে ভালো লাগলো আপু :) ভালো থাকবেন।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

হাসান মাহবুব বলেছেন: ভিন্নধর্মী উপস্থাপনে চমৎকার একটি কবিতা।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

বৃতি বলেছেন:
থ্যাংকস, হাসান ভাই :)

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: একটু অন্য রকমের লেখা ।ভাল লেগেছে ।

৩০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৪৯

বৃতি বলেছেন: ধন্যবাদ, ফারজানা ইয়াসমিন তিথি :)

শুভেচ্ছা জানবেন।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০০

এফ.কে আশিক বলেছেন: সত্যি বলছি আমার কাছে অসাধারন লেগেছে.....

৩০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫১

বৃতি বলেছেন: জেনে খুব ভালো লাগলো। থ্যাংকস :)

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৪

ব্লগার মাসুদ বলেছেন: ভাল লাগলো কবিতা :)

৩০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫২

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: বৃতিমনি !!!!!!!

তোমার লেখা মানেই মুগ্ধতা!!!!!!

৩০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০২

বৃতি বলেছেন: :#> :!> :P :P

ধন্যবাদ দিয়ে তোমাকে আর ছোট করবো না শায়মাপু। তুমি এম্নিতেই পিচ্চি মেয়ে !!!!!!!!!!

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম

আহা , দেখা হলোনা :(

ভালোলাগা রইলো আপু

৩০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০৩

বৃতি বলেছেন: আহা!! দেখাই হলো না :(

থ্যাঙ্কু, অভি :)

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা। অনেক।

আমাদের দেখা হলো না বলে রুপকথা আজ পড়ে আছে দূরে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৩০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০৭

বৃতি বলেছেন: আপনার অকৃত্রিম শুভেচ্ছা অনেক খুশি হয়ে গ্রহণ করলাম :)

আপনিও ভালো থাকুন অনেক।

১৯| ০২ রা মে, ২০১৫ সকাল ৭:৫১

যোগী বলেছেন:
ম্যাম, উড ইউ প্লিজ টিচ মি 'কবিতা'?
ভাব বুঝিনাই ব্যাপারটা বলতে লজ্জা পাচ্ছি :(

০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:৪০

বৃতি বলেছেন: কবিতা তো শেখানো যাবে না আপনাকে, যোগী :( :(

ওস্তাদের নিষেধ আছে /:) /:)

২০| ০২ রা মে, ২০১৫ সকাল ৭:৫৬

যোগী বলেছেন:
আজবতো! আপনার আগের পোষ্টটায় কমেন্ট করতে পারিনা কেন???????????

০৩ রা মে, ২০১৫ দুপুর ১:৩৮

বৃতি বলেছেন: ওই ব্লগটা শুধু পড়ার জন্য, ডিসকাশনের জন্য নয়।

কেমন আছেন, যোগী?

২১| ১১ ই মে, ২০১৫ রাত ১০:৪৩

নক্ষত্রচারী বলেছেন: ভালো লাগলো বেশ কবিতাটি ।

অন্যরকম!

শুভকামনা :)

১৪ ই মে, ২০১৫ সকাল ১১:৪১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :) শুভেচ্ছা আপনার জন্যও।

২২| ১৩ ই মে, ২০১৫ সকাল ৭:৫৬

যোগী বলেছেন: আপনার ওস্তাদ আমারে বোধহয় ভালো থাকতে দিলোনা। তাই জানিনা কেমন আছি :(

১৪ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫

বৃতি বলেছেন: B-) B-) এখন ভালো আছেন তো?

নতুন ভার্সনে সব উল্টাপাল্টা লাগছে, অভ্যাস হতে কতদিন লাগে কে জানে!

২৩| ১৬ ই মে, ২০১৫ সকাল ৭:৩০

যোগী বলেছেন: মনে হচ্ছে আমারও এ্যাডাপ্ট করতে সময় লাগবে। সবই ঠিক আছে তবুও নতুন ভার্সানের কিছু কিছু জিনিশ ভাললাগছে না।
সব কথাতেই কেন যেন অনেক মিল খুঁজে পাচ্ছি এই গানটার

১৮ ই মে, ২০১৫ সকাল ১১:৩৭

বৃতি বলেছেন:
সুন্দর গান। শেয়ার করার জন্য থ্যাংকস :)

২৪| ২৬ শে মে, ২০১৫ দুপুর ১:২৪

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ কবিতা।
এমন কবিতা ভালো লাগে যা দ্বিতীয়বার পাঠককে কবিতার কাছে নিয়ে যায়। তৃতীয়বার, চতুর্থবার এবং বহুবার।

মুনের সাথে আমি একমত /।

চমৎকার চমৎকার ।

ভালো থাকবেন ।

৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৫২

বৃতি বলেছেন: থ্যাংকস, মাহমুদ :)

শুভেচ্ছা আপনার জন্যও।

২৫| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৫১

এহসান সাবির বলেছেন: ৮ নং ভালো লাগা আমার।

শুভ কামনা।

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:২৫

বৃতি বলেছেন: থ্যাংকস :)

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

আমি তুমি আমরা বলেছেন:


কথা ছিল-
সাতটা আটাশ নাগাদ ধুঁকে ধুঁকে চলা মতিঝিলগামী ঝক্করমার্কা ৩২ নম্বর বাসটা
ক্যালিফোর্নিয়া হাইওয়ে ওয়ান বরাবর ছুটতে থাকবে,
বুলেট ট্রেনের সাথে পাল্লা দিয়ে-
ঝড়ো বাতাসে অবাধ্য চুলগুলোকে শাসন করতে অপারগ এই আমি; এই তো এখন,
সাতটা বত্রিশে, আপনার কাঁধের ওপর দিয়ে-
অপার নীলাভ প্রশান্তের দিকে চোখ মেলে কান্না পাবে আমার অযথাই।

অসাধারন।নবম ভাল লাগা। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :) ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.