নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My scrapbook!

বৃতি

অলস সময়ে শব্দ নিয়ে কিছু কাটাকুটি খেলা চলে। সাহিত্য, গভীর চিন্তাশীলতা, দর্শন- ইত্যাদি ইত্যাদি এখানে না খোঁজাই ভালো।

বৃতি › বিস্তারিত পোস্টঃ

অপালার ঘর

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬


অপালার উঠোনে শুয়ে থাকে নম্র এক দিন। কোমল বিষন্ন পিঠ সরু পথ
জানালা বেয়ে নেমে আসা ঝুরো কথা, আহা!
শিশুদের হাসি আর চীৎকার।

অপালা বলেছে, 'ভালবাসি'। অবধ্য বুদবুদে আরও, আরও বেশি
ভালবাসা ভিড় করে ঘরে, আরও বেশি
ভালবেসে ফেলে কেউ তাকে।

তখন সূর্য সূর্যের মতন, গাছেরা গাছের মতন হুটোপুটি-
অপার ঝর্ণার মতন বয়ে চলা দিন, গ্রীষ্মের প্রলম্বিত দিন। আহা!
অপালার দীর্ঘ বিনুনী। এই পীচ ট্রি অপালার মুখাবয়ব- জাজ্বল্য দীপ্ততা
অবিরাম কথা বলে যায়; সুখ! ঝি ঝি ডাকা পুরনো সুখগুলো
রান্নাঘরে ঝুলে থাকা মাকড়সার জাল, উড়ো খই
জ্বলে আর নেভে, পোড়ে আর পোড়ায়।

অপালার বিছানায় কমলাফুল- অনুচ্চার, মেঘের চাঁদোয়া লাজুক মুখ
বইয়ের পাতায় হারায়, চৌকাঠ পেরোয় না।


মন্তব্য ৬০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১২

নক্ষত্রচারী বলেছেন: ভালো থাকুক অপালা । এবং আপনিও :)

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৮

বৃতি বলেছেন: ভালো থাকুন আপনিও :) ধন্যবাদ।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আহা, পড়তে বেশ লাগছিলো। ভালোলাগা রইলো। :)

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৫

বৃতি বলেছেন: আহা! শুনে সত্যি খুশি হলাম :) থ্যাংকস।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেকদিন পরে দেখছি মনে হয় ?
নান্দনিক পেইন্ট ,সুন্দর পদ্য !

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৮

বৃতি বলেছেন: ঠিকমত নিয়মিত হতে পারি না। ধন্যবাদ ভাইয়া,পড়ার জন্য।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সুমন কর বলেছেন: বেশ লাগল।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, সুমন ভাই।

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথম লাইনটা মনে ধরেছে, অপালার উঠোনে শুয়ে থাকে নম্র এক দিন।

ভালো থাকুন, শুভকামনা রইল।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৬

বৃতি বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা, বোকামানুষ।
ভাল থাকুন।

৬| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৯

জেন রসি বলেছেন: বাহ!

চমৎকার!

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :)

৭| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
+

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, সেলিম ভাই।

৮| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৫

ডি মুন বলেছেন:
বেশ ভালো লেগেছে কবিতাটা।
অপার ঝর্ণার মত বয়ে চলা দিন, গ্রীষ্মের প্রলম্বিত দিন। আহা!

শুভেচ্ছা বৃতি আপু

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৬

বৃতি বলেছেন: থ্যাংকস, মুন :) শুভেচ্ছা।

৯| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৯

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন: " অপালার উঠোনে শুয়ে থাকে নম্র এক দিন। কোমল বিষন্ন পিঠ সরু পথ
জানালা বেয়ে নেমে আসা ঝুরো কথা, আহা! "


কবিতায় ভাললাগা। ভাল থাকুন, শুভ কামনা।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৮

বৃতি বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা :) ভাল থাকবেন।

১০| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০

সাজিদ উল হক আবির বলেছেন: বৃতি আপু, আপনার কবিতা লেখার অনুপ্রেরণা কি ? আপনার কবিতার জন্ম হয় কিভাবে ?

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩১

বৃতি বলেছেন: আমার কলেজ, ইউনিভার্সিটি জীবনের প্রথমদিকে জার্ণাল লিখতাম অনেক- সেগুলো গল্প-কবিতা-গদ্যই ছিল। কিন্তু সে সবই ছিল নিজের জন্য। প্রকাশের জন্য তাগাদাবোধ করিনি কখনো, দেশের বাইরে আসাতে একসময় সেগুলো হারিয়েও গেছে। এখন সেই লিখাগুলোর জন্য কিছুটা দুঃখ হয়।

কবিতা আমার ভালো লাগা, আমার প্রেম। ঘুমাতে যাবার আগে দুই একটা কবিতা না পড়লে আমার ভালো লাগে না, অনেকের যেমন গান ছাড়া ঘুম আসে না- ঠিক তেমনই। কবিতা আমার রিল্যাক্সের স্থান। সবাই কি সুন্দর সুন্দর কবিতা লিখে! ভাবলাম, ব্লগেই নাহয় দুই একটা ভাবনা পোস্ট করতে থাকি। কিছু কবিতা দীর্ঘদিন সময় নেয়। কিছু কবিতা তৎক্ষণাৎ লেখা। এই কবিতাটাও কম সময়ে লেখা- যখন কিছুটা মানসিক প্রেশার থাকে, তখন জাস্ট একটা ভাবনাকে কবিতার আকারে লিখতে ইচ্ছে করে। কবিতা হলো কি হলো না সেটা নিয়ে চিন্তাভাবনা একেবারেই করি না আমি। নিজের ইচ্ছেটাকে কিছু শব্দে আটকাই। কারো যদি ভাল লাগে, সেটা অনেক বেশি পাওয়া আমার জন্য।


উত্তর কি ঠিকমত দিতে পারলাম? শুভেচ্ছা, আবির :)

১১| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৩

রাবেয়া রব্বানি বলেছেন: ভাল্লাগলো

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৫

বৃতি বলেছেন: ধন্যবাদ, রাবেয়া রব্বানী। অনেক শুভেচ্ছা।

১২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৮

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতা । ++

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৯

বৃতি বলেছেন: থ্যাংকস :)

১৩| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

লেখোয়াড়. বলেছেন:
ভালবাসায় পাওয়া আছে, হারানো আছে। ভালবাসায় সুখ আছে, জ্বালা আছে।
সবচেয়ে বড় কথা ভালবাসা ছুটে চলে, কখনো ধীরে কখনো দুর্বার।

আপনা অপালা ভালবাসায় সুখে থাকুক।

অবধ্য বুদবুদে............. এখানে কি অবোধ্য না অবাধ্য হবে?

ভাল থাকুন বৃতি।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:২১

বৃতি বলেছেন: অবধ্য, যাকে বধ করা যায় না। অবধ্যই হবে :)
পাঠের জন্য ধন্যবাদ, লেখোয়াড়। আপনিও ভাল থাকবেন।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: বৃতি ,



অপালার বিষন্ন (?) পিঠ সরু পথ হয়ে নিতম্বের সুডৌল ঢাল পেরিয়ে উত্তাল হাওয়ায় নেচে নেচে গেছে । অপালার দীর্ঘ বিনুনী খোঁপা হয়ে গেঁথে আছে তার পীচ ফলের মতো মুখাবয়বে । অমন ঝর্নার মতোন বয়ে চলা শরীর নিয়ে অপালা তো গাছেদের মতোন ঋজু ভঙ্গীমায় নৃত্য করতেই পারে ! অবিরাম কথা বলে যাওয়া এমন অপালাকে মনঘরের চৌকাঠ পেরিয়ে ভালো তো বেসে ফেলতেই পারে কেউ ......

অপালার ঘরের বেত্তান্ন্ত নয়, আপনার দেয়া তার ছবিটি দেখে এই মন্তব্য । কবিতা ভালো না লাগলে এতোকিছু বলা হতোনা ।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৫

বৃতি বলেছেন: কিছু সুখের সাথে এখানে চৌকাঠ না পেরোবার গল্পও আছে। আপালা হয়ত আর দশটা বাঙালি মেয়ের মতই।
থ্যাংকস, আহমেদ জী এস।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু। বেশ লাগলো পড়তে। ভালো থাকবেন।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৬

বৃতি বলেছেন: থ্যাংকস, তনিমা। আপনিও ভাল থাকুন প্রতিনিয়ত।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

একলা চলো রে বলেছেন: কবিদের কবিতা আর মহিলা কবিদের কবিতার মধ্যে একটা বড় পার্থক্য আছে। শব্দ চয়ন, নুভূতির বিশ্লেষণ আমার কাছে মাঝে মাঝে অচেনা মনে হয়।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩০

বৃতি বলেছেন: কিছুটা পার্থক্য তো থাকবেই। চিন্তাভাবনা, পয়েন্ট অব ভিউ যেহেতু আলাদা।
আমার কিন্তু ছেলে কবির কবিতা বেশ ভালই লাগে B-) B-)

অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য :)

১৭| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

সোমহেপি বলেছেন: ওহ !

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩১

বৃতি বলেছেন: #:-S 8-|

১৮| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: ভালো কাটুক অপালার বইবন্দি দিন, নম্র দুপুর আর এলোচুলের উদাস বিষণ্ণতা।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৮

বৃতি বলেছেন: অপালার দিন ভাল কাটুক :) থ্যাঙ্কু, হাসান ভাই।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অপালা বলেছে, 'ভালবাসি'। অবধ্য বুদবুদে আরও, আরও বেশি
ভালবাসা ভিড় করে ঘরে, আরও বেশি
ভালবেসে ফেলে কেউ তাকে।

একটা কবিতা , একটা জীবন !
মুগ্ধতা জানবেন আপু ।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫

বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ, অভি :)

২০| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৩

সাজিদ উল হক আবির বলেছেন: বিস্তারিত ভাবেই বললেন আপু, আপনার কবিতা প্রেমের সংক্ষিপ্ত ইতিহাস জেনে বেশ লাগলো। ধন্যবাদ :)

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৫

বৃতি বলেছেন: ভাল থাকুন, আবির :)

২১| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৫

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর।

শুভেচ্ছা আপু।

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৫

বৃতি বলেছেন: ধন্যবাদ, এহসান সাবির :)

২২| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৮

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর আপু!!!!!!!!:)

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

বৃতি বলেছেন: থ্যাংকস, শায়মাপু :)

২৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা ভাল লেগেছে। আপনি কি স্কুল কলেজ থেকেই কবিতা লেখতেন? আপনার কবিতা লেখার পেছনে কোন অনুপ্রেরনা বা ইতিহাস আছে কি? জানালে খুশি হব।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

বৃতি বলেছেন: অনেককে দেখেছি ছোটবেলা থেকে লিখছেন এবং খুব ভাল লিখছেন। আমি মোটেও সেরকম ছিলাম না :) টুকটাক লিখতাম- শুধু নিজের জন্যই- সেগুলো মানে ও সংখ্যায় খুবই নগণ্য- বরাবরের মত :) :) যদি কোনদিন একজন কবি হয়ে উঠতে পারি, তারপর এই ধরণের প্রশ্নের উত্তর দেব, কেমন? B-)

আশা করি ভাল আছেন, ভ্রমরের ডানা।

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

বৃতি বলেছেন: আপনাকেও কিছুটা দেরির ঈদ শুভেচ্ছা, এহসান সাবির :) আশা করি সুন্দর কেটেছে ঈদের সময়গুলো। ভালো থাকুন আপনিও।

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

রুদ্র জাহেদ বলেছেন: বৃতি আপু ভালো লাগল খুব।অনবদ্য

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

বৃতি বলেছেন: ধন্যবাদ :)

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৮

বৃতি বলেছেন: থ্যাঙ্কু :) আপনার নিকটা ইউনিক, বেশ ভালো লাগলো- তিনবার জোরে উচ্চারণ করলাম :)

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । থ্যাঙ্কু !!

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

বৃতি বলেছেন: আ প্লেজার :)

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! দারুন!

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

বৃতি বলেছেন: থ্যাঙ্কু, শুভেচ্ছা রইল :)

২৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

সাদিয়া দুর্দানা বলেছেন: ভাল লেগেছে কবিতা বৃতি আপু!

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১

বৃতি বলেছেন: ধন্যবাদ, সাদিয়া দুর্দানা :)

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

বিজন রয় বলেছেন: এই কবিতাটি পড়ে খুব মোহিত হলাম।
++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

বৃতি বলেছেন: :) থ্যাংকস, বিজন রয়। ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.