নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

নিষেধাজ্ঞা অত:পর বৃষ্টিবিন্দু

০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৫৫



সামুরে সামু ও সামু,
কখন বল তোরে পামু!

আজকের এই পোস্ট প্রকাশের পূর্ব পর্যন্ত উপরের লাইন দুটোই ছিলো আমার উক্তি। একটা বছর নানা চড়াই উতরাই পার হয়ে যখন লিখনির অনবদ্য ছোঁয়ায় সামুতে পদচারণা করতে চাইলাম, সামু তখন স্ট্রেট আমাকে নিষেধ করে দিলো /:)
বললো-
আমার ব্লগ নাকি অন্য কেউ ব্যবহার করছে। মাথা গেলো হ্যাং হয়ে। বহুদিন পর লিখনি পোস্ট করার জন্য যখন আকুলি বিকুলি করছি, তখন সামুর এহেন অদ্ভুত আচরণ কেমন লাগতে পারে? নানা দিকে লম্ফঝম্প শুরু করলাম বেপরোয়াভাবে।

তখন সামু বললো- নতুন করে লগ ইন করুন। হায় আল্লাহ লগ ইনেও আমি বৃষ্টি বিন্দুর, বিন্দু পরিমান জায়গা নেই।

একবার মনে হলো ডিভাইসটা আছাড় মারি, আবার মনে হলো সামু যদি একটা জলজ্যান্ত গিনিপিগ হতো তাহলে গলাটা টিপে ধরতাম, নাহয় পাগল বিজ্ঞানী দিয়ে পাগলা এক্সপেরিমেন্ট করাতাম, অত:পর প্রচণ্ড অভিমান হলো।

অদ্ভুত হলেও সত্য যে লিখনির স্রোত সবার সব সময় আসেনা। লিখনি যখন আসে তখন বাধার সম্মুখিন হলে লিখনিরা দৌড়ে পালায় অজানা অচেনা ডায়েরীতে, যার হদিস পাওয়া দুষ্কর। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। আমার লিখনি দৌড়ে পালালো ভিরুতা নিয়ে কি জানি কোথায়!

লিখনিতো নিরুদ্দেশ হলোই, তবে সামু আর আমার কি হবে? অবশেষে শুভাকাঙ্ক্ষী ছোট ভাই এর উছিলায় আল্লাহর মেহেরবানিতে সামুতে আমার আমিকে আবারো দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ খুশিটা হলো এরকম-
আহারে আহা!
এ কি বৃষ্টি ঝরা ভালোবাসা!

দোয়া করি-
নাহয় বছর পরেই আসবো ফিরে
সামুর সাথে নিজের ব্লগে,
হয়রান করোনা থাকতে চাই
শেষ পর্যন্ত তোমার সংগে।




ছবি: সংগৃহীত

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:০৬

ঢুকিচেপা বলেছেন: নতুন করে পদচারণায় মুখরিত হোক আপনার ব্লগ বাড়ী।
বিন্দু বিন্দু করে লিখতে থাকুন।

অভিনন্দন রইল।

০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ঢুকিচেপা। আমার ব্লগবাড়ি যেন আবারো শব্দপুঞ্জে কলকল করে সেই দোয়া করবেন। যদিও নামটাই বিন্দু তাই লিখনির ধাঁচও বিন্দু বিন্দু।

২| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপার বুঝতে পারছি না, আমার কমেন্ট কই? আগের পোস্ট কি গায়েব, নাকি আমার পোস্ট গায়েব?

যাই হোক, শুভ প্রত্যাবর্তন।

০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক দু:খিত। আসলে পোস্টটার কিছু অংশ ঠিক করতে গিয়ে সব ওলট পালট হয়ে গেছে। আপনার মন্তব্যটিও মুছে গেছে। সেজন্য আন্তরিকভাবে দু:খিত।

শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:১৫

শেরজা তপন বলেছেন: নতুন করে ফিরে আসার জন্য অভিনন্দন!
লেখার মুড কি আছে এখনো ?

০৫ ই মে, ২০২১ রাত ১২:০৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ, শুকরিয়া।
মুডটা তখন বেশি ছিলো। সমস্যা হলো আমার লিখার মুড টাবড়উ উড়নচণ্ডী টাইপ। তবু দেখা যাক কি হয়।

৪| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার প্রত্যাবর্তন হোক আমাদের জন্য অনুপ্রেরণা। আপনার উপস্থিতি থাকুক সবসময়। শুভকামনা জানবেন।


সম্প্রতি অনেক পুরাতন ব্লগারদের দেখা যাচ্ছে। তাদের মধ্যে আপনার ফিরে আসার সংবাদটি অত্যন্ত আনন্দের। আপনি বলেছেন, অদ্ভুত হলেও সত্য যে লিখনির স্রোত সবার সব সময় আসেনা। লিখনি যখন আসে তখন বাধার সম্মুখিন হলে লিখনিরা দৌড়ে পালায় অজানা অচেনা ডায়েরীতে, যার হদিস পাওয়া দুষ্কর।
আপনার এই কথাগুলোর সাথে সহমত।

আপনার কবিতা খুব মিস করছি আমরা।
ভালো থাকুন সবসময়। নিরাপদ থাকার সর্বাত্মক চেষ্টা করুন।
আবারো শুভকামনা জানবেন।

০৫ ই মে, ২০২১ ভোর ৪:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: আমার লিখনির ক্ষুদ্র প্রয়াস যে অনেকেরই ভালো লাগে তা জেনে বহুদিন পর সামু সামু খুশি হলাম।

৫| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: ওয়েলকাম ব্যাক !

০৫ ই মে, ২০২১ ভোর ৪:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: B-) মনিরা আপা, নিজের কারনেই আপনাদের সবার কাছ থেকে দূরে ছিলাম। বহুদিন পর আপনাকে দেখছি। অনেক ভালো লাগছে।

৬| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৫১

সিগনেচার নসিব বলেছেন: অভিনন্দন!

০৫ ই মে, ২০২১ ভোর ৪:৪০

বৃষ্টি বিন্দু বলেছেন: থ্যাংক ইউ।
দোয়া করবেন

৭| ০৫ ই মে, ২০২১ রাত ৩:৩৩

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা। খুশি মনে হালকা মেজাজে সামুতে চলতে থাকেন B-)

০৫ ই মে, ২০২১ ভোর ৪:৪৩

বৃষ্টি বিন্দু বলেছেন: উৎসাহ মানুষকে কোথা থেকে কোথায় নিতে পারে তা বহুভাবে প্রমানিতঅনেক অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই

৮| ০৫ ই মে, ২০২১ ভোর ৪:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তিন বছরে মাত্র ৩৭বার সামু আপনার দর্শন পাইছে
তারও তো অভিমান হতেই পারে তাইনা ?
নিয়মিত হোন দেখবেন সামুও আপনাকে
আপন করে নিবে ! খালি পরের দোষ
ধরেন, নিজেরটা সোনা পাতা !!!

০৫ ই মে, ২০২১ ভোর ৪:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: আসসালামু আলাইকুম নুরু ভাই, দ্বিতীয় প্রতি মন্তব্যটি পড়ার অনুরোধ রইলো।

প্রয়োজনবোধে পোস্টগুলো ড্রাফটে রাখলে/নিলে কি আপনারা অভিমান করবেন? আমার বিশ্বাস সামু এতো সহজে অভিমান করেনা। আপনি সাংবাদিক মানুষ। অবশ্যই একটু বেশি সচেতন থাকবেন।

দু'আ থাকলো, দু'আ করবেন।

৯| ০৫ ই মে, ২০২১ ভোর ৪:৩৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: আপনার প্রত্যাবর্তন স্থায়ী হোক।


রাষ্ট্রের এই কঠিন দিনে মানুষকে কিছুটা কবিতা দিয়ে তৃপ্ত রাখতে পারেন। যতটুকু বুঝলাম, আপনার কবিতার হাত যথেষ্ট ভালো।


রাষ্ট্রীয় ভাবে আপনাকে শুভেচ্ছা জানালাম।
শারীরিক ও মানসিক উভয়ভাবেই ভালো থাকুন।

০৫ ই মে, ২০২১ ভোর ৪:৫১

বৃষ্টি বিন্দু বলেছেন: আলহামদুলিল্লাহ!
আপনার ভিন্নধর্মী কমেন্ট যথেষ্ট প্রেরণা যুগিয়েছে। এভাবেও যে কমেন্ট করা যায় তা শিখলাম, ধন্যবাদ। চেষ্টা করবো আমার বিন্দু বিন্দু কবিতার ছোঁয়ায় সিন্ধু না হলেও বিন্দু পরিমান ভালোলাগা দিতে ইনশাআল্লাহ

১০| ০৫ ই মে, ২০২১ দুপুর ১২:৪০

জটিল ভাই বলেছেন: পুরাতনের নব-আগমনে সুস্বাগতম :)

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫১

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
পুরাতনকে সবাই ভুলে যায়, এটাই স্বাভাবিক। তবে স্বাগত জানাতে অনেকের কার্পণ্য থাকে। যাইহোক এতোদিন পর ফিরে আসায় আপনাদের আন্তরিক শুভেচ্ছায় প্রেরণা পাচ্ছি।
ভাই আমি যদি সরল ভাই বলি, মাইন্ড করবেন? কেন যেন মনে হচ্ছে জটিল এর বিপরীতে আপনি, তাই বললাম।
যাইহোক থ্যাংকস :)

১১| ০৫ ই মে, ২০২১ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ওকে।

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: রাজীব ভাই, ধন্যবাদ।

১২| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আসসালামু আলাইকুম নুরু ভাই, দ্বিতীয় প্রতি মন্তব্যটি পড়ার অনুরোধ রইলো।
পড়লামঃ অনেক অনেক দু:খিত। আসলে পোস্টটার কিছু অংশ ঠিক করতে গিয়ে সব ওলট পালট হয়ে গেছে। আপনার মন্তব্যটিও মুছে গেছে। সেজন্য আন্তরিকভাবে দু:খিত।

আমার মন্তব্যের সাথে আপনার প্রতি মন্তব্যের সমন্বয় করতে পারলাম না, দুঃখিত !!

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: সমন্বয় করতে পারলেন না!
সো স্যাড!

এ ব্যপারে সমন্বয় ধরিয়ে দেয়ার চেষ্টা আর করছিনা। ধন্যবাদ।

১৩| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: পুনঃপ্রত্যাবর্তনে সুস্বাগতম! আপনার লেখনী অবিরাম বয়ে চলুক ঝর্নাধারার মত, সৃষ্টি করুক অনবদ্য কবিতা ও কথিকা!

আপনি পোস্টে অনেকবার 'লিখনি' শব্দটা ব্যবহার করেছেন। একটু সন্দেহ হওয়াতে বাংলা একাডেমীর অভিধান খুলে দেখলাম, সেখানে 'লিখনি' নেই; আছে লিখন এবং লেখনী।
লিখন মানে 'লেখা হয়েছে এমন কিছু', ‘a piece of writing’।
আর লেখনী মানে কলম, পেন্সিল, বা যদ্দারা লেখা হয় এমন কিছু, ‘anything to write with’। অবশ্য আমার অভিধানটি বেশ পুরনো। আধুনিক অভিধানে যদি 'লিখনি' অন্তর্ভুক্ত হয়ে থাকে তবে আমি এই ভুলটুকু উল্লেখ করার জন্য দুঃখিত। আধুনিক অভিধানে যেমন ঈদ হয়ে গেছে 'ইদ'!

০৬ ই মে, ২০২১ রাত ৩:৫৮

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। অভিধান নিয়ে ঘাঁটাঘাঁটি খুব কমই হয়। ইনশাআল্লাহ ভুল না করার চেষ্টা করবো, তবে আশা করছি আমার ভুলগুলোর পাশে থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.