নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

very simple.

বৃত্তবন্দী বিন্দু

Facebook id-snigdhogangchil sunny

বৃত্তবন্দী বিন্দু › বিস্তারিত পোস্টঃ

আম্মা

১০ ই মে, ২০১৫ দুপুর ১:২৪

পৃথিবীর সব
ছেলেদের মধ্যে কমন বিষয় হচ্ছে নিজ
নিজ মাকে সবাই প্রচন্ড ভালবাসেন।
ব্যাতিক্রম দেখা যায় শুধু মায়ের প্রতি
তাদের ভালবাসা প্রকাশের
ক্ষেত্রে। ইচ্ছে থাকা সত্ত্বেও
অনেকেই মায়ের প্রতি তাদের
ভালবাসার পূর্ন বহি:প্রকাশ ঘটাতে
পারেন না।মধ্যবিত্ত পরিবারের
ছেলেরাই এ ক্ষেত্রে বেশ এগিয়ে।
জন্মের পর থেকেই সে পরিবারের
টানাপোড়ন দেখতে দেখতে বড়
হয়,নিজেকে গুটিয়ে রাখার অভ্যাস
করে ফেলে।ছোটবেলা থেকেই শুরু
হয়ে যায় বাবা মার সাথে দূরত্ব সৃষ্টির
প্রক্রিয়া। এই দূরত্ব দিন যাওয়ার সাথে
সাথে বাড়তে থাকে। তারপর হঠাৎ ই
একদিন আবিস্কার করে পরিবারের
সাথে,বাবা-মার সাথে তার শত সহস্র
মাইল দূরত্ব সৃষ্টি হয়ে আছে।এই
পরিবারের ছেলেদের মুখ ফুটে
কোনদিন বলা হয়না"আম্মা,আপনাকে
অনেক বেশি ভালবাসি "।গলা পর্যন্ত
এসেও কোথায় যেন থেমে যায়।মাকে
কখনো পরম মমতায় জড়িয়ে ধরা
হয়না,একটা নাম না জানা জড়তা কাজ
করে মনের গহীনে।এরা কখনো মনে
করতে পারেনা মায়ের সাথে ঘুরতে
যাওয়ার কথা,বাইরে গিয়ে একসাথে
খাওয়া দাওয়া করার কথা,জড়িয়ে
ধরে ছবি তুলার কথা।কাছের বা
দূরের কোন বন্ধুবান্ধব যখন মাকে নিয়ে
নিজেদের আনন্দঘন অভিজ্ঞতার
শেয়ার করে,তখন এরা চুপচাপ থাকে।
তখন এদের চোখে সারাদিনের পরিশ্রম
শেষে ক্লান্তশ্রান্ত একটি মায়াবী
মুখের ছবি ভেসে উঠে,মনটা আকুল হয়ে
উঠে ক্ষণিকের জন্য হলেও।অন্তরের যে
জায়গাটায় মায়ের জন্য ভালবাসা
থাকে সেখানটা অন্ধকারে
মোড়ানো থাকে,কখনো আলোর মুখ
দেখতে পায় না।এই পরিবারের
ছেলেদের বাবা মার সাথে সুখস্মৃতি
বলতে থাকে অবুঝ বয়সের কয়েকটা
জীর্ণ ফটোগ্রাফ।কোনটায় মায়ের
কোলে,কোনটায় পিঠে।বড় হওয়ার পর
মায়ের কাছে যাবার সুযোগ হয় যখন সে
অসুস্থ হয়।পরম মমতাময়ী মা যখন মাথায়
হাত বুলিয়ে দেয় তখন সে পৃথিবী আর
স্বর্গের মধ্যে দূরত্ব শুন্যে নামিয়ে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.