নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

very simple.

বৃত্তবন্দী বিন্দু

Facebook id-snigdhogangchil sunny

বৃত্তবন্দী বিন্দু › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট এবং আমাদের উত্থান।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:০৭

ট্রল ক্রিকেট নামে একটা ইন্ডিয়ান
পেজকে দেখলাম ভারত -বাংলাদেশ
সিরিজের পর থেকেই আমাদের
ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে
নিয়মিত ট্রল করে যাচ্ছে।আজ দেখলাম
মোস্তাফিজকে ম্যাকগ্রা,ওয়াসিম
আকরামদের মত গ্রেট বোলারদের
সাথে তুলনা করে বেশ মজা করা
হয়েছে।একদল অসুস্থ মানসিকতার
লোকদের পক্ষেই কেবল এ ধরণের হাস্যকর
তুলনা করা সম্ভব।এর আগের কয়েকটা
পোস্টে দেখলাম সিরিজ জেতার পর
বাংলাদেশের দর্শকদের উন্মাদনা
নিয়েও বাজেভাবে ট্রল করা হয়েছে।
বাঙ্গালী দর্শকদের সুদিন তারা মেনে
নিতে পারছেনা।
সবচেয়ে মজার ব্যাপার এর সাথে
পাকিস্তানি সাপোর্টাররা সমানে
তাল দিয়ে যাচ্ছে।
এসব দেখে আমি একটুও অবাক হয়নি বরং
বেশ মজা পেয়েছি।চলুন দেখে নিই খুব
সিম্পল একটা ইকুয়েশন:-
*আমরা যখন পাকিস্তানকে ওয়াশ
দিলাম তখন পাকিস্তানের পুটু জ্বলা শুরু
করলো।আর ভারত পাকিস্তানকে নিয়ে
হাসাহাসি করলো।
*আমরা যখন ভারতকে সিরিজ
হারালাম তখন ভারতের পুটু জ্বলা শুরু
করলো।আর পাকিস্তানীরা পড়লো
বিপদে।তারা চাইলেও ভারতের
হাসাহাসির জবাব ফিরিয়ে দিতে
পারলোনা নিজেরা চ্যাম্পিয়ন্স
ট্রফি থেকে বাদ পড়ার কারণে।
*সবশেষে নিজেদের পুটুর জ্বলানি
কমাতে ভারত আমাদের নিয়ে ট্রল
করা শুরু করলো আর সুযোগ বুঝে তাতে
তাল দিল আরেক পুটুজ্বলা মারখোর
পাকিস্তানিরা।ভারত -পাকিস্তান
হয়ে গেল ভাই ভাই।
কথায়
আছে"পুটুজ্বলা পুটুজ্বলা মাসতুতো ভাই।"
আমাদের কথা আমরা জিততেই থাকবো
আর তোমাদের পুটু জ্বলতেই থাকবে।এ
থেকে রেহাই নেই।তাই তোমরা যখন
আমাদের নিয়ে ট্রল করো আমরা তখন
তোমাদের পুটুর দিকে তাকিয়ে মুখ
লুকিয়ে হাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.