নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ রহমান

[email protected]

অনিরুদ্ধ রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি বিশেষ ঘোষণা

২০ শে জুন, ২০২০ বিকাল ৪:৫২


আমি ঘোষণা করিতেছে যে, আজ থেকে এ দেশের ১৭ কোটি মানুষই বিশেষজ্ঞ। আজ থেকে কেউ এ দেশবাসীর প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুললে, দয়া করে আমাকে জানাবেন।

***
বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কথা-বার্তার আগা-মাথা আমি কিছুই বুঝিনা।

তারা যে দেশ থেকেই লেখাপড়া করুক না কেন, আমার ধারাণা, সেই দেশেও পরীক্ষায় নকল চলে। তারা যে প্রতিষ্ঠানেই কাজ করুক না কেন, আমার ধারণা সেখানেও চলে তীব্র স্বজনপ্রীতি। চলে "নীলক্ষেত বিশ্ববিদ্যালয়ের" সার্টিফিকেট।

এই করোনাকালে এক সিগারেট নিয়েই অন্তত ৪ টি মতামত পড়লাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), জার্মান স্বাস্থ্য বিশেষজ্ঞ, ব্রিটিশ বিশেষজ্ঞ, আমেরিকান, চাইনিজ, ভারতীয়, বাংলাদেশী...অন্তত ৪টি বিশেষজ্ঞের ২ টি মতামতঃ

-করোনাকালে ধূমপান স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করে।
-করোনাকালে ধূমপান স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করে না।

ধূমপান করলে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়, অথবা বৃদ্ধি পায় না--পৃথিবীতে এ বিষয়ক সম্ভাব্য উত্তরই আছে এই ২ টি। বিশেষজ্ঞ হিসেবে পরষ্পর বিরোধী এই ২ টি উত্তরই যদি উনারা দেবেন, তাহলে আজ থেকে আমি এদেশের ১৭ কোটি মানুষকেই স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে ঘোষণা করছি।

আজ থেকে কেউ এ দেশবাসীর প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুললে, আমাকে জানাবেন।

***
এ তো গেল বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞের কথা।
বিশ্বের অর্থ বিশেষজ্ঞদের জ্ঞানও কিন্তু ওই নীলক্ষেত- সার্টিফিকেট পর্যায়েরই।

২০২০-২০২১ সালের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ৩ বিশেষজ্ঞের পূর্বাভাস নিম্নরুপঃ

--আমাদের সরকার, ৮.২%।
--এডিবি, ৭.৫%।
--বিশ্বব্যাংক, ১%!

আমাদের সরকারের প্রাক্কলন না হয় বাদই দিলাম। নিজের অন্ধ ছেলেও পিতা-মাতার কাছে 'পদ্মলোচন'।
কিন্তু এশিয় উন্নয়ন ব্যাংক আর বিশ্বব্যাংক-এর পূর্বাভাস তো নির্মোহ হবার কথা। সেই নিরপেক্ষ পূর্বাভাস একজনের ১%, আরেক জনের ৭.৫% হয় কিভাবে?

নিশ্চই কোন এক প্রতিষ্ঠান ভুল। তার গবেষণা পদ্ধতি, তথ্য-উপাত্ত, গবেষণার উদ্দেশ্য, জনবলের যোগ্যতা অপর্যাপ্ত।

একটি দেশের এক বছরের জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাসে ২ টি বৈশ্বিক প্রতিষ্ঠানের তথ্যে যদি ৬.৫ শতাংশ পার্থক্য থাকে, তাহলে আজ থেকে আমি এদেশের ১৭ কোটি মানুষকেই অর্থনীতিবিদ হিসেবে ঘোষণা করছি।

আজ থেকে কেউ এ দেশবাসীর প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুললে, দয়া করে আমাকে জানাবেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: যে যার মতোণ বলে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না।

২০ শে জুন, ২০২০ বিকাল ৫:০৮

অনিরুদ্ধ রহমান বলেছেন: সৌভাগ্যের বিষয় হচ্ছে, আমরাও কারও কথায় কান দিচ্ছি না!

২| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সবে কিছুই যায় আসে না। যাতে যায় আসে তা হচ্ছে আমি কেমন আছি। সারা দেশের ১৭ বা ১৮ কোটি আমি কেমন আছে?

৩| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদ্মা সেতুর কারণে বিশ্ব ব্যাংক বলেছে ১% নয়তো কমপক্ষে ৭% বলত।

৪| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৪

কল্পদ্রুম বলেছেন: এই ব্যাপারটা তো খেয়াল করি নি।ব্যাপারটা দুঃখজনক হলেও মজার।তবে নিকট ভবিষ্যতে আমার পকেট অর্থনীতির কোন উন্নতি হচ্ছে না।এই ব্যাপারে সকল বিশেষজ্ঞ একমত হবেন।

৫| ২১ শে জুন, ২০২০ রাত ১২:২৫

নেওয়াজ আলি বলেছেন: কেউ কারো কথা শুনে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.