নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুলবুল ইসলাম

বুলবুল ৩৩৩

আমি বাংলাদেশপন্থী।লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে অনেক ভালোবাসি। ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে।

বুলবুল ৩৩৩ › বিস্তারিত পোস্টঃ

হালদা একটি আন্দোলন

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

আজ ছোট বোনকে নিয়ে "হালদা" সিনেমাটা দেখলাম। "হালদা" শুধু মাত্র সিনেমা বলে মনে হয় নি। মনে হয়েছে হালদা একটি আন্দোলন, হালদা একটি প্রতিবাদ। নদী ও নারীর অপূর্ব সমন্বয় সাধন হয়েছে সিনেমাতে। জীবনের উৎস যদি বলি তাহলে একটি হলো নদী অরেকটি নারী। এই দুটোই আমাদের মা। এই বিষয়টা চমৎকার ভাবে ফুটে উঠেছে। হালদা বিনোদনমূলক চলচিত্র তবে সবাইকে বিনোদন দিতে পারবে বলে মনে হয় নি। হালদার বিনোদন হালকা বা চটুল বিনোদন নয়। হালদায় আপনি জোর করে হাসানোর কোন চেষ্টা দেখবেন না। কিন্তু হাসির দৃশ্য এখানে আছে ,আছে একশন দৃশ্যও।

একটা দৃশ্য আমাকে নাড়া দিয়েছে সেই দৃশ্যের কথা শেয়ার করি। দিলারা জামান দূর্ঘটনায় পা ভেঙে বিছানায় শুয়ে পুত্রবধূ তিশাকে ডেকে বলেন "মাইয়া মানুষের নাম হারাইয়া যায়। বিয়ের পর সে হয় বউ অথবা বউমা। কয়দিন পর হয় মা তারপর দাদী। আমারও একটা নাম আছে হাসু (তিশা) ,আমার নাম সুরুতবানু। খুব আকুতি নিয়ে তিনি তার পুত্রবধূকে বলেন 'আমাকে সুরুত কইয়া ডাক দেও হাসু।'' কি নির্মম সে দৃশ্য।

সিনামাতে সবার অভিনয়, কস্টিউম, লোকেশন, ভাষা নির্বাচন ও দৃশ্য ধারণ আসাধারন হয়েছে। বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর আলোছায়া ও গুলিয়াখালি সমুদ্রসৈকত এর দৃশ্য মুগ্ধ করেছে। মাঝে মাঝে ভাষা বুঝতে একটু সমস্যা হয়েছে, জাহিদ হাসানের কথায় চাটগাঁইয়া ভাষার প্রভাব কম ছিল বলে মনে হয়েছে। এমন চমৎকার একটা মুভি উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা তৌকির আহমেদ।

সবচেয়ে বড় কথা আমাদের চলচ্চিত্রের একটা নতুন ধারা তৈরি হচ্ছে। যেখানে অন্য দেশের বা অন্য ভাষার চলচ্চিত্রের কোন প্রভাব নেই।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


হয়তো হালদা একটি জীবন ব্যবস্হা?

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

বুলবুল ৩৩৩ বলেছেন: হয়তো তাই

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

আখেনাটেন বলেছেন: অজ্ঞাতনামা দেখার পর তৌকির ভাইয়ের সিনেমার বড় ভক্ত অামি। হালদা অাশা করি নিরাশ করবে না।


০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০

বুলবুল ৩৩৩ বলেছেন: আশা করছি নিরাশ হবেন না। নিরন্তর শুভকামনা।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার ভাবে বলেছেন । দেখার আগ্রহ বহু গুন বেড়ে গেল ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১

বুলবুল ৩৩৩ বলেছেন: ধন্যবাদ।
সময় করে দেখে ফেলুন।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: তাহলে তো দেখতে হয়।
ভাল থাকুন।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

একটি বালুকণা বলেছেন: 'হালদা' সবাইকে নাড়া দিয়ে যাচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.