নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুলবুল ইসলাম

বুলবুল ৩৩৩

আমি বাংলাদেশপন্থী।লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে অনেক ভালোবাসি। ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে।

বুলবুল ৩৩৩ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু ও আমাদের বেড়ে উঠা

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

নব্বইয়ের দশকে জন্মনিয়ে যখন বেড়ে উঠছি তখন বঙ্গবন্ধুর সম্পর্কে নানা মিথ্যাচার ও সন্দেহ নিয়ে শৈশব কৈশোর কেটেছে। বঙ্গবন্ধু ক্ষমতার লোভ অনেক, বঙ্গবন্ধু স্বাধীনতা চায়নি, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা করেননি, বঙ্গবন্ধু তো মুক্তিযুদ্ধ করেন নি, তার মা তো হিন্দু, তার জানাজায় কোন লোক যায়নি, তাকে তো শহীদ বলা হয় না, সে কেন জাতির পিতা হবে, মুসলমান কখনো বঙ্গবন্ধুর আনুসারী হতে পারে না, দেশের সব কিছুর নাম কেন বঙ্গবন্ধু হবে ইত্যাদি ইত্যাদি। এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো শুরু হয়েছিল পাকিস্তান আমল থেকেই। আমাদের বেড়ে উঠার সময় সেই মিথ্যা প্রপাগান্ডার আস্তরণ সড়ানো তো দুরের কথা তথাকথিত শিক্ষিত সমাজ আমাদের সন্দেহের আস্তরণ আরোও পুরু করেছে। আমাদের সমাজে একাডেমিক ডিগ্রিটা শিক্ষিত মানুষ চেনার মাপকাঠি।কিন্তু আমি একাডেমিক ডিগ্রি গলায় ঝুলানো অনেক অশিক্ষিত মানুষ দেখি এই সমাজে। এই মানুষ গুলোই বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের সাথে মিথ্যাচার করেছে সন্দেহের উদ্রেক করেছে। ভুল ইতিহাস জেনে বড় হতে হয়েছে।

আশার কথা হল সত্য বেশিদিন ঢেকে রাখা যায় না। আমরা মিথ্যার আস্তর সরিয়ে আবিষ্কার করেছি আমাদের মহানায়ক কে। তাঁকে বসিয়েছি ঠিক তাঁর জায়গাতেই। উপরে বর্ণিত সকল মিথ্যাচার এর উত্তর আজ আমার জানা। আপনি জানেন তো??



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ উপরে বর্ণিত সকল মিথ্যাচার এর উত্তর আজ আমার জানা। আপনি জানেন তো??



১. বঙ্গবন্ধুকে শহীদ বলা হয় না কেন?
২. বঙ্গবন্ধু মানেই তো বাংলাদেশ, তাহলে দেশের সব কিছুর নাম কেন বঙ্গবন্ধু রাখতে হবে??




১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

বুলবুল ৩৩৩ বলেছেন: কাউকে হত্যা করা হলে সে হয় নিহত। আর নিজে যুদ্ধে গিয়ে মারা গেলে হয় শহীদ। মানুষ মূলত জিয়ার সাথে তুলনা করতে গিয়ে বলেন শহীদ জিয়া কিন্তু শহীদ শেখ মুজিব নয় আমি সেই প্রসঙ্গে কথাটা বলেছি। বঙ্গবন্ধু মানেই তো বাংলাদেশ তাহলে সরাসরি কিছু জিনিসের নাম তাঁর নামে রাখলে সমস্যা দেখি না।

ধন্যবাদ
নিরন্তর শুভকামনা

২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু একজনই।
এই বাংলায় তার সমতুল্য আর কেউ নেই।

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাও নিশ্চয়ই জেনেছেন 'বঙ্গবন্ধু'কে ব্যবসার বস্তু কারা বানিয়েছে?

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

বুলবুল ৩৩৩ বলেছেন: জী খুব ভালকরে জানি। বঙ্গবন্ধুকে সবকিছুর উর্ধে রাখা উচিত ছিল।

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

বনসাই বলেছেন: আমাদের বেড়ে ওঠার দিনগুলিতে কেমন ছিল বঙ্গবন্ধুর পরিচয় সেটা নিয়ে লিখতে ইচ্ছা জাগলো।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

বুলবুল ৩৩৩ বলেছেন: শুভকামনা রইলো, লিখে ফেলেন অপেক্ষায় রইলাম।

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

কলাবাগান১ বলেছেন: জামাতি রাজাকার রা এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম ই মুছে দিতে চেয়েছিল কিন্তু আজ তাদের নাম ই মুছে যাওয়ার জোগাড়

৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

কলাবাগান১ বলেছেন: জামাতি রাজাকার রা এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম ই মুছে দিতে চেয়েছিল কিন্তু আজ তাদের নাম ই মুছে যাওয়ার জোগাড়

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

ইফতেখারুল মবিন বলেছেন: বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা পেতাম না,স্বাধীনতা না পেলে বাংলাদেশ হতো না!অতএব,'বঙ্গবন্ধু--স্বাধীনতা--বাংলাদেশ'--একই সুত্রে গাথা...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.